কলকাতা 20 মে : অনিবার্য কারণে আজ বসল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । ফলে নারদ কাণ্ডে সিবিআইয়ের চার নেতার জামিন খারিজের আবেদনের শুনানি আজ হচ্ছে না । কিন্তু আইনি পথে অন্য কী কী হতে পারে ? অভিযুক্তরা কী অন্য বেঞ্চে আবেদন করতে পারেন ? নাকি আপাতত তাঁদের জেলেই থাকতে হচ্ছে ? কী বলছেন আইনজীবীরা ৷
আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, "যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের প্রথম দিনের নির্দেশে জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে অভিযুক্তদের ৷ ফলে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে থাকতে হবে । যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছিল ফলে অন্য কোন বেঞ্চে শুনানির সম্ভাবনা নেই । তবে যদি দীর্ঘদিন যদি এই বেঞ্চ না বসে সে ক্ষেত্রে অভিযুক্তরা চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন ।"
আরও পড়ুন : বাড়িতে বসে কীভাবে করবেন কোভিড টেস্ট ?
কলকাতা হাইকোর্টের আরেক আইনজীবী অমাজিৎ দে বলেন, "আইনি রাস্তা বলতে এখন অভিযুক্তরা শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন । এদের জেল হেফাজতের ব্যাপারে যেহেতু আদালত আগেই নির্দেশ দিয়ে রেখেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলবে ৷ ফলে এখনই তাঁদের জেলমুক্তির সম্ভাবনা নেই । যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে, তাই অন্য কোনও বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেও শুনানির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । কারণ কোন মামলা কোন বেঞ্চে শুনানি হবে তা ঠিক করেন প্রধান বিচারপতি । ফলে সময়ই বলবে আগামীতে কী হতে চলেছে ।"