কলকাতা, 3 ডিসেম্বর : আট বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হতে চলেছে নতুন বিধি । ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে নতুন বিধির খসড়া । আগামী এগজ়িকিউটিভ কাউন্সিলে পেশ করা হবে এই খসড়া । সেখানে পাশ হয়ে গেলে কোর্টে পাঠিয়ে দেওয়া হবে । তারপর রাজ্যপাল তথা আচার্যের অনুমোদন পেলেই কার্যকর করা হবে এই নতুন বিধি । নতুন এই বিধি কার্যকর হলে Ph.D করাতে পারবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্ট (ISLM) ফ্যাকাল্টির অধীনে থাকা স্কুলগুলি । এখনও পর্যন্ত এই ফ্যাকাল্টি থেকে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করানো হয় । Ph.D ডিগ্রি দেওয়ার অধিকার তাদের নেই ।
2011 সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছিল পুরোনো বিধি । সেই বিধি ছিল 1981 সালের । 2012 সালে বিশ্ববিদ্যালয়ের আইনে সংশোধন হয় । কিন্তু আইন সংশোধনের পর নতুন বিধি তৈরি হয়নি এত বছর । অবশেষে প্রায় 8 বছর পর নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে নতুন বিধির খসড়া । তবে, আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে নতুন বিধি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোচনা হয়নি । কারণ, আজ এগজ়িকিউটিভ কাউন্সিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি নতুন বিধি নিয়ে সব অংশীদারদের নিয়ে আলোচনা করার পরই বিষয়টি নিয়ে এগজ়িকিউটিভ কাউন্সিলে পেশ করার আবেদন জানায় । যেহেতু নতুন বিধি নিয়ে শুধুমাত্র শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল, তাই সব অংশীদারদের সঙ্গে আলোচনা করে আগামী এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকেই এই নতুন বিধির খসড়া পেশ করা হবে বলে জানাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ।
নতুন বিধি নিয়ে চিরঞ্জীববাবু বলেন, "স্ট্যাটিউট নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল । সেটা নিয়ে আজকে আলোচনা হয়নি । কারণ, আমাদের অশিক্ষক কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ের যে সকল অংশীদার আছে, তাঁদের সঙ্গে কথা বলেই বিধিটা চূড়ান্ত করা উচিত । বিধি নিয়ে যেহেতু অশিক্ষক কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়নি তাই তাঁদের সঙ্গে কথা বলে জিনিসটাকে আর একটু ভালো করে দেখে আমরা পরবর্তী EC বৈঠকে এটা নিয়ে আলোচনা করব । তাঁদের সঙ্গে কথা না বলার কোনও নির্দিষ্ট কারণ ছিল না । শুধুমাত্র শিক্ষক সংগঠনগুলির সঙ্গেই কথা বলা হয়েছিল ।"
নতুন বিধি কি তৈরি হয়ে গেছে? এ প্রসঙ্গে চিরঞ্জীববাবু বলেন, "একটা খসড়া বিধি তৈরি আছে । এবার যদি কোনও নির্দিষ্ট পরামর্শ বা কিছু আসে তাহলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে । 1981 সালে শেষ বিধি তৈরি হয়েছিল । তার প্রেক্ষিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফাংশন, অপারেশন, স্ট্রাকচারে অনেকটাই পরিবর্তন হয়েছে । সেই পরিপ্রেক্ষিতে কারেন্ট স্ট্রাকচারটাকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে ।"
এই নতুন খসড়া বিধিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্ট যাকে সংক্ষেপে ISLM বলা হয়, সেই ফ্যাকাল্টিকে Ph.D করানোর ক্ষমতা দেওয়া হচ্ছে । অর্থাৎ, নতুন বিধি কার্যকর হলে ISLM-এর অধীনে থাকা 21 টি স্কুল Ph.D করাতে পারবে । এতদিন পর্যন্ত তাঁরা শুধুমাত্র মাস্টার ডিগ্রি করাতে পারত । এ বিষয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "বড় পরিবর্তনের মধ্যে একটি হল ISLM, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ় । এই ফ্যাকাল্টি 1981 সালের বিধিতে ছিল না । শুধু আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ছিল । যার জন্য ISLM ফ্যাকাল্টির Ph.D ডিগ্রি দেওয়ার কোনও অধিকার নেই এখনও পর্যন্ত । সেই ফ্যাকাল্টিটাকে একটা স্বাধীন ফ্যাকাল্টি হিসাবে নতুন বিধিতে স্বীকৃতি দেওয়া হল । এটা কার্যকর হলে এই ফ্যাকাল্টি Ph.D করাতে পারবে ৷"