ETV Bharat / city

Dona Ganguly: আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ডোনা - হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ডোনা

নবমীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ-পত্নী তথা নৃত্যশিল্পী ডোনাকে। প্রয়োজনীয় চিকিৎসার পর পর্যবেক্ষণে রেখে ডোনাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা (Dona Ganguly to be discharged from hospital today)।

Dona Ganguly
আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ডোনা
author img

By

Published : Oct 6, 2022, 4:09 PM IST

Updated : Oct 6, 2022, 4:32 PM IST

কলকাতা, 6 অক্টোবর: আপাতত সুস্থ ৷ একাদশীর সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। নবমীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ-পত্নী তথা নৃত্যশিল্পী ডোনাকে। হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। তবে প্রয়োজনীয় চিকিৎসার পর পর্যবেক্ষণে রেখে ডোনাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা (Dona Ganguly to be discharged from hospital today)।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন জনপ্রিয় ওডিশী নৃত্যশিল্পী ডোনা। এর পাশাপাশি তাঁর দেহে বেশ কিছু র‌্যাশও বের হয়। নবমীর সন্ধ্যায় চিকিৎসক সপ্তর্ষি বসু (Saptarshi Basu) ও চিকিৎসক সৌতিক পান্ডার (Soutik Panda) তত্ত্বাবধানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সৌরভ-পত্নীর শরীরে নতুন কোনও সমস্যা দেখা দেয়নি। বৃহস্পতিবার সকালেই লিভারের পাশাপাশি রক্ত পরীক্ষাও করা হয় তাঁর। সব রিপোর্ট দেখে চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করায় একাদশীর সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে বাড়ি থেকে আগামিদিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে ডোনার ৷

আরও পড়ুন: চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী ডোনা, ভর্তি হাসপাতালে

নবমীর সন্ধ্যায় স্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় দশমীতে একাধিক অনুষ্ঠান বাতিল করেন বিসিসিআই সভাপতি ৷ নবমীর রাতেই হাসপাতালে এসে চিকিৎসকদের থেকে স্ত্রী'য়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মহারাজ ৷ বিদেশে উদ্বিগ্ন মেয়ে সানাও টেলিফোনে যোগাযোগ করে পরিবারের সঙ্গে ৷ যদিও উদ্বেগ কমেছে বৃহস্পতির সকালে ৷ দশমীর সন্ধ্যাতেই বাড়ি ফেরার ইচ্ছেপ্রকাশ করেন সৌরভ-ঘরণি। এদিন সকালে তাতেই সিলমোহর দিলেন চিকিৎসকেরা ৷ রেড রোডে পুজো কার্নিভালে ডোনার একটি পারফরম্যান্স করার কথা ছিল ৷ এই ঘটনার পর তাঁকে সেই অনুষ্ঠানে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷

কলকাতা, 6 অক্টোবর: আপাতত সুস্থ ৷ একাদশীর সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। নবমীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ-পত্নী তথা নৃত্যশিল্পী ডোনাকে। হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। তবে প্রয়োজনীয় চিকিৎসার পর পর্যবেক্ষণে রেখে ডোনাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা (Dona Ganguly to be discharged from hospital today)।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন জনপ্রিয় ওডিশী নৃত্যশিল্পী ডোনা। এর পাশাপাশি তাঁর দেহে বেশ কিছু র‌্যাশও বের হয়। নবমীর সন্ধ্যায় চিকিৎসক সপ্তর্ষি বসু (Saptarshi Basu) ও চিকিৎসক সৌতিক পান্ডার (Soutik Panda) তত্ত্বাবধানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সৌরভ-পত্নীর শরীরে নতুন কোনও সমস্যা দেখা দেয়নি। বৃহস্পতিবার সকালেই লিভারের পাশাপাশি রক্ত পরীক্ষাও করা হয় তাঁর। সব রিপোর্ট দেখে চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করায় একাদশীর সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে বাড়ি থেকে আগামিদিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে ডোনার ৷

আরও পড়ুন: চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী ডোনা, ভর্তি হাসপাতালে

নবমীর সন্ধ্যায় স্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় দশমীতে একাধিক অনুষ্ঠান বাতিল করেন বিসিসিআই সভাপতি ৷ নবমীর রাতেই হাসপাতালে এসে চিকিৎসকদের থেকে স্ত্রী'য়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মহারাজ ৷ বিদেশে উদ্বিগ্ন মেয়ে সানাও টেলিফোনে যোগাযোগ করে পরিবারের সঙ্গে ৷ যদিও উদ্বেগ কমেছে বৃহস্পতির সকালে ৷ দশমীর সন্ধ্যাতেই বাড়ি ফেরার ইচ্ছেপ্রকাশ করেন সৌরভ-ঘরণি। এদিন সকালে তাতেই সিলমোহর দিলেন চিকিৎসকেরা ৷ রেড রোডে পুজো কার্নিভালে ডোনার একটি পারফরম্যান্স করার কথা ছিল ৷ এই ঘটনার পর তাঁকে সেই অনুষ্ঠানে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷

Last Updated : Oct 6, 2022, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.