ETV Bharat / city

করোনা আক্রান্ত হয়ে কলকাতার আরও এক চিকিৎসকের মৃত্যু - করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

স্মরজিৎ জানা চিকিৎসক মহলে যথেষ্ট জনপ্রিয় ৷ বিশেষ করে যৌনকর্মীদের নিয়ে তাঁর কাজ বহুবার প্রশংসিত হয়েছে ৷

করোনা আক্রান্ত হয়ে কলকাতার আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে কলকাতার আরও এক চিকিৎসকের মৃত্যু
author img

By

Published : May 8, 2021, 6:39 PM IST

কলকাতা, 8 মে : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন চিকিৎসক ৷ প্রয়াত এই চিকিৎসকের নাম স্মরজিৎ জানা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর ৷ তিনি বাঘাযতীনের কাছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ শনিবার সকাল 11টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, স্মরজিৎ জানা চিকিৎসক মহলে যথেষ্ট জনপ্রিয় ৷ বিশেষ করে যৌনকর্মীদের নিয়ে তাঁর কাজ বহুবার প্রশংসিত হয়েছে ৷ তাঁকে ‘ফাদার অফ সেক্স ওয়ার্কার্স মুভমেন্ট ইন ইন্ডিয়া’ বলা হয় ৷ তিনি যৌনকর্মীদের নিয়ে একটি কো-অপারেটিভ তৈরি করেছিলেন, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচয়পত্র তৈরি করতে পেরেছিলেন যৌনকর্মীরা ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারের মাধ্যমে শোকবার্তা দিয়েছেন তিনি ৷ প্রয়াত চিকিৎসকের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন ৷

  • Saddened at the passing of Dr Smarajit Jana. He founded the unique cooperative of sex workers who went on to have bank accounts & identity cards which entitled them to social welfare benefits. Champion of marginalized & stigmatised women. Condolences to his family & admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র

প্রসঙ্গত, গত বছর করোনা সংকট তৈরি হওয়ার পর থেকে একাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর তাঁদের মধ্যে অনেকে প্রয়াত হয়েছেন ৷ কলকাতাতেও গত এক বছরে বেশ কয়েকজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

কলকাতা, 8 মে : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন চিকিৎসক ৷ প্রয়াত এই চিকিৎসকের নাম স্মরজিৎ জানা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর ৷ তিনি বাঘাযতীনের কাছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ শনিবার সকাল 11টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, স্মরজিৎ জানা চিকিৎসক মহলে যথেষ্ট জনপ্রিয় ৷ বিশেষ করে যৌনকর্মীদের নিয়ে তাঁর কাজ বহুবার প্রশংসিত হয়েছে ৷ তাঁকে ‘ফাদার অফ সেক্স ওয়ার্কার্স মুভমেন্ট ইন ইন্ডিয়া’ বলা হয় ৷ তিনি যৌনকর্মীদের নিয়ে একটি কো-অপারেটিভ তৈরি করেছিলেন, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচয়পত্র তৈরি করতে পেরেছিলেন যৌনকর্মীরা ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারের মাধ্যমে শোকবার্তা দিয়েছেন তিনি ৷ প্রয়াত চিকিৎসকের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন ৷

  • Saddened at the passing of Dr Smarajit Jana. He founded the unique cooperative of sex workers who went on to have bank accounts & identity cards which entitled them to social welfare benefits. Champion of marginalized & stigmatised women. Condolences to his family & admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র

প্রসঙ্গত, গত বছর করোনা সংকট তৈরি হওয়ার পর থেকে একাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর তাঁদের মধ্যে অনেকে প্রয়াত হয়েছেন ৷ কলকাতাতেও গত এক বছরে বেশ কয়েকজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.