ETV Bharat / city

রাজনীতি করছে BJP, পদবি দেখে চিকিৎসা হচ্ছে : মুখ্যমন্ত্রী - srtike

BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন । SSKM-এ গিয়ে এভাবেই BJP-র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 13, 2019, 1:45 PM IST


কলকাতা, 13 জুন : BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন । SSKM-এ গিয়ে এভাবেই BJP-র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, তখনই আসরে নামলেন মুখ্যমন্ত্রী । দ্রুত চিকিৎসকরা কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিতে নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন ডাক্তাররা । মমতা যখন SSKM-এ গিয়ে ডাক্তারদের আন্দোলন তোলার নির্দেশ দিচ্ছেন, তখনই NRS-এর আন্দোলনকারী ডাক্তারদের দাবি, "আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে । আর দাবি মানা হলে দ্রুত কাজে দেব আমরা ।"

আজ, SSKM-এ মুখ্যমন্ত্রী গিয়ে অভিযোগ করেন, বহিরাগতরা এই আন্দোলন চালাচ্ছে । BJP-র মদতে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হচ্ছে হাসপাতালে । BJP-র পাশাপাশি CPI(M)-এর দিকেও হাসপাতালে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মমতা । তাঁর কথায়, "চিকিৎসা একটি জরুরি পরিষেবা । এমন জরুরি পরিষেবাকে স্তব্ধ করে দেওয়ার অধিকার কারোর নেই । সন্ত্রাসের চিতা জালাচ্ছেন কিছু লোক । চারদিন ধরে অনেক কিছু সহ্য করেছি । আর নয় ।"

জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ করেছে তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি সেদিনের ঘটনায় উভয় পক্ষের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি । মমতার কথায়, "একজন ডাক্তার তৈরি করতে রাজ্য সরকারের 25 লাখ টাকা খরচা হয় । দু'বছরের বন্ড থাকে তা শেষ হলেই অন্যত্র চলে যান তাঁরা । সরকারি হাসপাতালে পরিষেবা দেন না । এতদিন আমরা বিষয়টি মেনে নিয়েছি ।"

এদিন হাসপাতালে এসে আহত রোগীদের চিকিৎসা হচ্ছে না দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা । এক আহত রোগীকে এক নার্সিংহোমে ভরতির ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান তিনি । তাঁর নির্দেশ মতো আন্দোলনরত চিকিৎসকরা কাজে যোগ না দিলে প্রয়োজনে 'এসমা' প্রয়োগ করা হবে বলেও মন্তব্য করেন তিনি । তবে, মমতার এই হুঁশিয়ারির পরও নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা । NRS থেকে আন্দোলনরত চিকিৎসকদের পালটা হুংকার, "লাঠি চলুক, গুলি চলুক আন্দোলন চলবে । আগে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে । আমাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে তারপরই আন্দোলন প্রত্যাহার করব আমরা ।" NRS -এ আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেন, "2018 সাল থেকে 264 বারের বেশি হামলা হয়েছে আমাদের উপর। এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি । আমরা চাই আমাদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত হোক ।"

মুখ্যমন্ত্রী SSKM-এ কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার পর বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে নতুন করে বিক্ষোভ দানা বাধতে শুরু করে । যেভাবে মমতা জোর করে আন্দোলন তোলার নির্দেশ দিয়েছেন তা মানতে চাননি অনেকেই । পরিস্থিতি যা তাতে রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা দুই মেরুতে অবস্থান করছেন । আর যাতে ক্রমেই ভেঙে পড়ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা ।


কলকাতা, 13 জুন : BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন । SSKM-এ গিয়ে এভাবেই BJP-র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, তখনই আসরে নামলেন মুখ্যমন্ত্রী । দ্রুত চিকিৎসকরা কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিতে নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন ডাক্তাররা । মমতা যখন SSKM-এ গিয়ে ডাক্তারদের আন্দোলন তোলার নির্দেশ দিচ্ছেন, তখনই NRS-এর আন্দোলনকারী ডাক্তারদের দাবি, "আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে । আর দাবি মানা হলে দ্রুত কাজে দেব আমরা ।"

আজ, SSKM-এ মুখ্যমন্ত্রী গিয়ে অভিযোগ করেন, বহিরাগতরা এই আন্দোলন চালাচ্ছে । BJP-র মদতে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হচ্ছে হাসপাতালে । BJP-র পাশাপাশি CPI(M)-এর দিকেও হাসপাতালে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মমতা । তাঁর কথায়, "চিকিৎসা একটি জরুরি পরিষেবা । এমন জরুরি পরিষেবাকে স্তব্ধ করে দেওয়ার অধিকার কারোর নেই । সন্ত্রাসের চিতা জালাচ্ছেন কিছু লোক । চারদিন ধরে অনেক কিছু সহ্য করেছি । আর নয় ।"

জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ করেছে তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি সেদিনের ঘটনায় উভয় পক্ষের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি । মমতার কথায়, "একজন ডাক্তার তৈরি করতে রাজ্য সরকারের 25 লাখ টাকা খরচা হয় । দু'বছরের বন্ড থাকে তা শেষ হলেই অন্যত্র চলে যান তাঁরা । সরকারি হাসপাতালে পরিষেবা দেন না । এতদিন আমরা বিষয়টি মেনে নিয়েছি ।"

এদিন হাসপাতালে এসে আহত রোগীদের চিকিৎসা হচ্ছে না দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা । এক আহত রোগীকে এক নার্সিংহোমে ভরতির ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান তিনি । তাঁর নির্দেশ মতো আন্দোলনরত চিকিৎসকরা কাজে যোগ না দিলে প্রয়োজনে 'এসমা' প্রয়োগ করা হবে বলেও মন্তব্য করেন তিনি । তবে, মমতার এই হুঁশিয়ারির পরও নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা । NRS থেকে আন্দোলনরত চিকিৎসকদের পালটা হুংকার, "লাঠি চলুক, গুলি চলুক আন্দোলন চলবে । আগে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে । আমাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে তারপরই আন্দোলন প্রত্যাহার করব আমরা ।" NRS -এ আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেন, "2018 সাল থেকে 264 বারের বেশি হামলা হয়েছে আমাদের উপর। এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি । আমরা চাই আমাদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত হোক ।"

মুখ্যমন্ত্রী SSKM-এ কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার পর বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে নতুন করে বিক্ষোভ দানা বাধতে শুরু করে । যেভাবে মমতা জোর করে আন্দোলন তোলার নির্দেশ দিয়েছেন তা মানতে চাননি অনেকেই । পরিস্থিতি যা তাতে রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা দুই মেরুতে অবস্থান করছেন । আর যাতে ক্রমেই ভেঙে পড়ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা ।

Bhopal (Madhya Pradesh), Jun 13 (ANI): Bharatiya Janata Party (BJP) took out a march in Madhya Pradesh's Bhopal on Wednesday. They staged the protest against the power cuts in the state. BJP MP from Bhopal Pragya Singh Thakur also participated in the protest march.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.