ETV Bharat / city

Tarun Majumdar Health: অবস্থার আরও অবনতি, অতি সংকটে তরুণ মজুমদার

author img

By

Published : Jul 4, 2022, 11:33 AM IST

Updated : Jul 4, 2022, 11:38 AM IST

অতি সংকটে তরুণ মজুমদার (Tarun Majumdar Health)৷ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় জরুরি বৈঠক ডেকেছে মেডিক্যাল বোর্ড ৷ খবর দেওয়া হয়েছে তাঁর বাড়ির লোকেদের (Tarun Majumdar Health Condition)৷

Director Tarun Majumdar's health condition is very critical
অবস্থার আরও অবনতি, অতি সংকটে তরুণ মজুমদার

কলকাতা, 4 জুলাই: অতি সংকটে বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Health)। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । রয়েছে সম্পূর্ণ আচ্ছন্নভাব । তাঁর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷ জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে মেডিক্যাল বোর্ড ৷

রবিবার থেকে তরুণ মজুমদারের অবস্থার আরও অবনতি হতে থাকে । ডাক্তাররা জানিয়েছেন, তাঁর ডায়ালিসিস করা প্রয়োজন ৷ তবে তা নিতে পারছেন না পরিচালক । সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে ৷ বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি একাধিক সমস্যা দেখা দিয়েছে তাঁর মধ্যে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় অবস্থা সংকটজনক হয়ে পড়ে । এছাড়াও মাঝেমধ্যে তাঁর মস্তিষ্কের কার্যকলাপও ঠিকমতো হচ্ছে না ।

চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ-ই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্য়ের অবনতি হয় । গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে যখন দেখেছিলেন, তখনও তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল । শনিবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে । শুক্রবার পরিচালকের এন্ডোস্কপি হয় । সেদিন পরিচালকের রক্তচাপ নীচের দিকে ছিল বলে জানা গিয়েছিল (Tarun Majumdar Health Condition)।

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি তরুণ মজুমদারের, ভেন্টিলেশনে পরিচালক

দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবিটিস ও ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে (Tarun Majumdar very critical)৷

কলকাতা, 4 জুলাই: অতি সংকটে বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Health)। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । রয়েছে সম্পূর্ণ আচ্ছন্নভাব । তাঁর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷ জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে মেডিক্যাল বোর্ড ৷

রবিবার থেকে তরুণ মজুমদারের অবস্থার আরও অবনতি হতে থাকে । ডাক্তাররা জানিয়েছেন, তাঁর ডায়ালিসিস করা প্রয়োজন ৷ তবে তা নিতে পারছেন না পরিচালক । সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে ৷ বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি একাধিক সমস্যা দেখা দিয়েছে তাঁর মধ্যে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় অবস্থা সংকটজনক হয়ে পড়ে । এছাড়াও মাঝেমধ্যে তাঁর মস্তিষ্কের কার্যকলাপও ঠিকমতো হচ্ছে না ।

চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ-ই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্য়ের অবনতি হয় । গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে যখন দেখেছিলেন, তখনও তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল । শনিবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে । শুক্রবার পরিচালকের এন্ডোস্কপি হয় । সেদিন পরিচালকের রক্তচাপ নীচের দিকে ছিল বলে জানা গিয়েছিল (Tarun Majumdar Health Condition)।

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি তরুণ মজুমদারের, ভেন্টিলেশনে পরিচালক

দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবিটিস ও ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে (Tarun Majumdar very critical)৷

Last Updated : Jul 4, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.