কলকাতা, 16 জানুয়ারি : বিজেপির দরজা খোলা রয়েছে৷ কাজ করতে চাইলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসতে হবে৷ বনমন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই বার্তা দিলেন দিলীপ ঘোষ৷ এদিন দলের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি৷ সেখানেই তিনি বার্তা দেন৷
শনিবার দুপুর তিনটের সময় ফেসবুক লাইভ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সেখানে সরাসরি তিনি দলের বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি৷ কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি যে সমস্যায় পড়ছেন, সেই কথাও উল্লেখ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এদিন সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ৷
পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকেও৷ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসে ভাঙন ঠেকাতে এখন রোজ দলের বিপর্যয় মোকাবিলা বৈঠক চালাতে হচ্ছে৷ ফলে আগামিদিনে তৃণমূল থেকে অনেকে আসতে পারেন বলেই ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতি দিয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন যে গত বছর দুয়েকে তৃণমূল থেকে কোন কোন জন প্রতিনিধি এসেছেন৷
আরও পড়ুন : মানুষের স্বার্থে রাজনীতি করি, মানুষই আমার অনুপ্রেরণা : রাজীব
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই বেসুরো হতে শুরু করেছেন৷ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন৷ ফলে প্রায়ই তৃণমূল কংগ্রেসে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে৷ সেই প্রসঙ্গই উঠে এসেছে দিলীপ ঘোষের বক্তব্যে৷