ETV Bharat / city

Narendra Modi : মোদির জন্মদিন পালন, বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ - BJP

আগামী 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন ৷ তার জন্য দেশজুড়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিজেপি ৷ সোমবার সেই বিষয়ে বিস্তারিত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

dilip ghosh explain how bjp will celebrate narendra modi birthday
Narendra Modi : মোদির জন্মদিন পালন বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ
author img

By

Published : Sep 13, 2021, 8:40 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : জোড়া উপলক্ষ্য ৷ একদিকে জন্মদিন ৷ অন্যদিকে প্রশাসক হিসেবে বিশ বছর পূর্তি ৷ তাই এই বছর আগামী 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর বিশেষ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্মদিন পালন করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ সোমবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে সেই নিয়ে বিস্তারিত জানালেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

আগামী 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন ৷ এবার 71 বছর পূর্ণ করছেন তিনি ৷ একই সঙ্গে আগামী 7 অক্টোবর তিনি প্রশাসক হিসেবে 20 বছর পূর্ণ করতে চলেছেন ৷ 2001 সালের এই দিনেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন তিনি ৷ টানা 13 বছর মুখ্যমন্ত্রী থাকার পর সাত বছর ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এত লম্বা সময় আমাদের দেশের কোনও নেতা প্রসাশক পদে থাকেননি । তাঁর জীবন যাত্রা নিয়ে জেলা ও কলকাতার প্রদর্শনী করা হবে । নমো অ্যাপের মাধ‍্যমে দেখানো হবে । প্রতিবন্ধী সেবা, চিকিৎসা-সহ একাধিক কর্মসূচি করা করা হবে ।’’ পুরো কর্মসূচির উদ্বোধন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) করবেন বলে জানিয়েছেন তিনি ৷

এছাড়াও একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি ৷ কলকাতায় অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন (Covaxin) বন্ধ হয়ে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, কত ভ‍্যাকসিন আসছে বা বাজারে কত যাচ্ছে তার কোনও হিসাব নেই । পয়সা দিয়ে বেসরকারি হাসপাতালে পাওয়া যায় । তথ্য দেওয়া উচিত ছিল । পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ‍্য ভ‍্যাকসিনে স্বচ্ছতা আছে ‌। তৃতীয় ঢেউ অক্টোবর আসছে ।

আরও পড়ুন : Biman Banerjee : 22 সেপ্টেম্বর সিবিআই ও ইডির দুই অধিকর্তাকে বিধানসভায় তলব স্পিকারের

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচির অনুমতি না দেওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘বিজেপিকে এখানে মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না । পুলিশকে হুমকি দিয়েছেন যুবরাজ ৷ কী করতে চাইছেন তিনি ? কোন খেলার কথা বলছেন ? ওনার বাড়িতে সব খুনি আছে । ওনার বাড়িতে তল্লাশি চালানো হোক । লোকজন নেই ত্রিপুরায় । কোনও লোকবল নেই ।’’

অন্যদিকে উড়ালপুল বিতর্ক নিয়ে তাঁর প্রশ্ন, এতে তৃণমূলের এত আনন্দ পাওয়ার কী আছে ? তাঁর দাবি, ‘‘তৃণমূলের আমলে উড়ালপুল তো ভেঙে পড়েছে । একটা উড়ালপুল করতে পারেনি । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফিতে কেটে উদ্বোধন ছাড়া কিছু করেননি । কিছু করে দেখান । শুধুমাত্র কাটমানি নিয়েছেন ।’’

আরও পড়ুন : Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

কলকাতা, 13 সেপ্টেম্বর : জোড়া উপলক্ষ্য ৷ একদিকে জন্মদিন ৷ অন্যদিকে প্রশাসক হিসেবে বিশ বছর পূর্তি ৷ তাই এই বছর আগামী 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর বিশেষ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্মদিন পালন করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ সোমবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে সেই নিয়ে বিস্তারিত জানালেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

আগামী 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন ৷ এবার 71 বছর পূর্ণ করছেন তিনি ৷ একই সঙ্গে আগামী 7 অক্টোবর তিনি প্রশাসক হিসেবে 20 বছর পূর্ণ করতে চলেছেন ৷ 2001 সালের এই দিনেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন তিনি ৷ টানা 13 বছর মুখ্যমন্ত্রী থাকার পর সাত বছর ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এত লম্বা সময় আমাদের দেশের কোনও নেতা প্রসাশক পদে থাকেননি । তাঁর জীবন যাত্রা নিয়ে জেলা ও কলকাতার প্রদর্শনী করা হবে । নমো অ্যাপের মাধ‍্যমে দেখানো হবে । প্রতিবন্ধী সেবা, চিকিৎসা-সহ একাধিক কর্মসূচি করা করা হবে ।’’ পুরো কর্মসূচির উদ্বোধন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) করবেন বলে জানিয়েছেন তিনি ৷

এছাড়াও একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি ৷ কলকাতায় অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন (Covaxin) বন্ধ হয়ে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, কত ভ‍্যাকসিন আসছে বা বাজারে কত যাচ্ছে তার কোনও হিসাব নেই । পয়সা দিয়ে বেসরকারি হাসপাতালে পাওয়া যায় । তথ্য দেওয়া উচিত ছিল । পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ‍্য ভ‍্যাকসিনে স্বচ্ছতা আছে ‌। তৃতীয় ঢেউ অক্টোবর আসছে ।

আরও পড়ুন : Biman Banerjee : 22 সেপ্টেম্বর সিবিআই ও ইডির দুই অধিকর্তাকে বিধানসভায় তলব স্পিকারের

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচির অনুমতি না দেওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘বিজেপিকে এখানে মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না । পুলিশকে হুমকি দিয়েছেন যুবরাজ ৷ কী করতে চাইছেন তিনি ? কোন খেলার কথা বলছেন ? ওনার বাড়িতে সব খুনি আছে । ওনার বাড়িতে তল্লাশি চালানো হোক । লোকজন নেই ত্রিপুরায় । কোনও লোকবল নেই ।’’

অন্যদিকে উড়ালপুল বিতর্ক নিয়ে তাঁর প্রশ্ন, এতে তৃণমূলের এত আনন্দ পাওয়ার কী আছে ? তাঁর দাবি, ‘‘তৃণমূলের আমলে উড়ালপুল তো ভেঙে পড়েছে । একটা উড়ালপুল করতে পারেনি । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফিতে কেটে উদ্বোধন ছাড়া কিছু করেননি । কিছু করে দেখান । শুধুমাত্র কাটমানি নিয়েছেন ।’’

আরও পড়ুন : Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.