ETV Bharat / city

Dilip Ghosh তৃণমূল কর্মীদের ক্ষোভ বাড়ায় প্রতিবাদের নাটক, শ্রীকান্ত মাহাতোকে কটাক্ষ দিলীপের - তৃণমূল

শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিয়ো (Viral Video of Srikanta Mahata) প্রসঙ্গে, তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ তৃণমূল কর্মীদের ক্ষোভ থেকে বাঁচাতেই প্রতিবাদ বলে কটাক্ষ (Dilip Ghosh Criticizes TMC) বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির ৷

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By

Published : Aug 29, 2022, 3:20 PM IST

নিউটাউন, 29 অগস্ট: দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে তৃণমূলের মধ্যেই বিদ্রোহ চলছে ৷ আর কর্মীদের সেই ক্ষোভ থেকে বাঁচতেই শালবনির বিধায়ক প্রতিবাদ করছেন ৷ শ্রীকান্ত মাহাতোর ভাইরাল হওয়া ভিডিয়ো (Viral Video of Srikanta Mahata) প্রসঙ্গে এমনটাই দাবি দিলীপ ঘোষের ৷ সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির অভিযোগে ফের একবার সরব হন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticizes TMC) ৷

শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে তৃণমূলের তারকা জনপ্রতিনিধিদের নিশানা করেন তিনি ৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই দলে লুটেপুটে খাওয়া মুনমুন, জুন, নুসরত, মিমি, সায়ন্তিকা, নেপাল সিংহ, সন্দীপ সিং এবং উত্তরারা সম্পদ । সেই দলে আর থাকা যাবে না ৷’’ আর সেই নিয়েই এ দিন তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ বলেন, "লুঠপাটের রাজনীতি চলছে ৷ তৃণমূলের কর্মীরা এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন ৷ তৃণমূলের নেতারা এখন বুঝতে পারছে, দুর্নীতি নিয়ে সরব না হলে কর্মীরা ক্ষমা করবে না ৷ তাই শ্রীকান্ত মাহাতোর মতো নেতারা প্রতিবাদের কথা বলছেন ৷"

তৃণমূল কর্মীদের ক্ষোভ বাড়ায় প্রতিবাদের নাটক, শ্রীকান্ত মাহাতোকে কটাক্ষ দিলীপের

পাশাপাশি, ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সুরেই তিনি বলেন, ‘‘সাধারণ কর্মীরা যাঁরা অত্যাচারিত হয়েছেন, যাঁরা পরিবারের মানুষকে হারিয়েছেন, তাঁদের মনে ক্ষোভ আছে ৷ আমরা গেলে, তাঁরা এ সব কথা বলেন ৷ আমাদের আশা ছিল সিবিআই আসছে, সুবিচার হবে ৷ কিন্তু, যখন সুবিচার হচ্ছে না, তখন আমাদেরকে বলতে হবে ৷’’

আরও পড়ুন: জুন, নুসরতরা লুটে পুটে খাচ্ছে, বিস্ফোরক মন্তব্যের জেরে মন্ত্রীকে শোকজ তৃণমূলের

পাশাপাশি, বাগদায় 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলাকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় গতকাল শশী পাঁজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ৷ যা নিয়ে পাল্টা হাঁসখালি, বেলেঘাটা, বগটুই প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বলেন, এই সব ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও কথা বলতে শোনা যায়নি ৷ এই সব ঘটনায় তাঁর দলের লোকজনই যুক্ত বলে অভিযোগ করেছেন দিলীপ ৷ আর পদত্যাগ প্রসঙ্গে বলেন, অমিত শাহ’র পদত্যাগ দাবি করা হলে, নারী নির্যাতনের ঘটনায় সবার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

নিউটাউন, 29 অগস্ট: দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে তৃণমূলের মধ্যেই বিদ্রোহ চলছে ৷ আর কর্মীদের সেই ক্ষোভ থেকে বাঁচতেই শালবনির বিধায়ক প্রতিবাদ করছেন ৷ শ্রীকান্ত মাহাতোর ভাইরাল হওয়া ভিডিয়ো (Viral Video of Srikanta Mahata) প্রসঙ্গে এমনটাই দাবি দিলীপ ঘোষের ৷ সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির অভিযোগে ফের একবার সরব হন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticizes TMC) ৷

শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে তৃণমূলের তারকা জনপ্রতিনিধিদের নিশানা করেন তিনি ৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই দলে লুটেপুটে খাওয়া মুনমুন, জুন, নুসরত, মিমি, সায়ন্তিকা, নেপাল সিংহ, সন্দীপ সিং এবং উত্তরারা সম্পদ । সেই দলে আর থাকা যাবে না ৷’’ আর সেই নিয়েই এ দিন তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ বলেন, "লুঠপাটের রাজনীতি চলছে ৷ তৃণমূলের কর্মীরা এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন ৷ তৃণমূলের নেতারা এখন বুঝতে পারছে, দুর্নীতি নিয়ে সরব না হলে কর্মীরা ক্ষমা করবে না ৷ তাই শ্রীকান্ত মাহাতোর মতো নেতারা প্রতিবাদের কথা বলছেন ৷"

তৃণমূল কর্মীদের ক্ষোভ বাড়ায় প্রতিবাদের নাটক, শ্রীকান্ত মাহাতোকে কটাক্ষ দিলীপের

পাশাপাশি, ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সুরেই তিনি বলেন, ‘‘সাধারণ কর্মীরা যাঁরা অত্যাচারিত হয়েছেন, যাঁরা পরিবারের মানুষকে হারিয়েছেন, তাঁদের মনে ক্ষোভ আছে ৷ আমরা গেলে, তাঁরা এ সব কথা বলেন ৷ আমাদের আশা ছিল সিবিআই আসছে, সুবিচার হবে ৷ কিন্তু, যখন সুবিচার হচ্ছে না, তখন আমাদেরকে বলতে হবে ৷’’

আরও পড়ুন: জুন, নুসরতরা লুটে পুটে খাচ্ছে, বিস্ফোরক মন্তব্যের জেরে মন্ত্রীকে শোকজ তৃণমূলের

পাশাপাশি, বাগদায় 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলাকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় গতকাল শশী পাঁজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ৷ যা নিয়ে পাল্টা হাঁসখালি, বেলেঘাটা, বগটুই প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বলেন, এই সব ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও কথা বলতে শোনা যায়নি ৷ এই সব ঘটনায় তাঁর দলের লোকজনই যুক্ত বলে অভিযোগ করেছেন দিলীপ ৷ আর পদত্যাগ প্রসঙ্গে বলেন, অমিত শাহ’র পদত্যাগ দাবি করা হলে, নারী নির্যাতনের ঘটনায় সবার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.