ETV Bharat / city

Dilip Visits Silicon Valley : গরু-ছাগলের বিচরণ ক্ষেত্র সিলিকন ভ্যালি, বিজিবিএস আবহে কটাক্ষ দিলীপের

আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ তার আগে রাজারহাট-নিউটাউনে সিলিকন ভ্যালির প্রজেক্ট এলাকা ঘুরে দেখলেন দিলীপ ঘোষ (Dilip Visits Silicon Valley) ৷ 2019 সালের বাণিজ্য সম্মেলনে ঘোষিত সিলিকন ভ্যালির জমি বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে ৷ যা নিয়ে রাজ্য সরকার তথা মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley) ৷

Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley
Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley
author img

By

Published : Apr 20, 2022, 12:10 PM IST

কলকাতা, 20 এপ্রিল : গরু-ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে নিউটাউনের সিলিকন ভ্যালি ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন সিলিকন ভ্যালির প্রজেক্ট নিয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley) ৷ এ দিন সিলিকন ভ্যালি ঘুরে দেখলেন (Dilip Visits Silicon Valley) এবং ছবিও তুললেন তিনি ৷

তবে, দিলীপ ঘোষের হঠাৎই এই সিলিকন ভ্যালির প্রজেক্ট ঘুরে দেখা কাকতালিয় নয় ৷ আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন ৷ যেখানে 19টি দেশের শিল্পপতিদের পাশাপাশি, ভারতের প্রথমসারির শিল্পপতিরা উপস্থিত থাকবেন ৷ তাই তার আগে সিলিকন ভ্যালিটা তাঁর ঘুরে দেখা উচিত বলে জানান দিলীপ ৷ তিনি বলেন, ‘‘দু-তিন বছর আগে রাজারহাটের সিলিকন ভ্যালি মুখ্যমন্ত্রীর হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ এখনও কয়েকটি হোর্ডিং আছে ৷ কিন্তু, মানুষের দেখা নেই ৷ এখন হোগলার জঙ্গল, আর গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে ৷ মানুষ ঢুকতে পারবে না ৷ এক কোদাল মাটিও কাটা হয়নি সিলিকন ভ্যালির প্রজেক্ট এলাকায় ৷’’

রাজ্যের মানুষের সঙ্গে তৃণমূলের সরকারি বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন দিলীপ ৷ তিনি বলেন, বছরের পর বছর বাণিজ্য সম্মেলন হচ্ছে ৷ আর সেই সঙ্গে কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে ৷ কিন্তু, যাঁদের করের টাকা খরচ হচ্ছে, সেই সাধারণ মানুষ কিছুই পায়নি বলে অভিযোগ দিলীপের ৷ পাঁচটা বাণিজ্য সম্মেলন করে কী লাভ হয়েছে ? কত টাকা খরচ হয়েছে ? আর কত টাকা বাস্তবে বিনিয়োগ হয়েছে ? সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Festival Bonus of State Government : বাণিজ্য সম্মেলন শুরুর আগেই ‘উৎসব বোনাস’ ঘোষণা করল রাজ্য সরকার

আজ থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে নাটক বলে কটাক্ষ করেন দিলীপ ৷ আর এই নাটক বন্ধ হওয়া উচিত বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ তাই তাঁর রাজত্বে কোনও শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করবে বলে বিশ্বাস করেন না দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : BGBS 2022 : নৈশভোজে চাঁদের হাট, অতিথিদের স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আর তাঁর নিজের সিলিকন ভ্যালিতে যাওয়ার আসল কারণ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি এসে ছিলাম তার কারণ, আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কতটা বাস্তবায়ন হয়েছে ? তা দেখতে ৷’’ এ নিয়ে মমতার উদ্দেশ্যে দিলীপের বার্তা, আগে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা পালন করুন তিনি ৷ তার পর অন্যকথা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকির রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ শিল্পক্ষেত্রে রসাতলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

কলকাতা, 20 এপ্রিল : গরু-ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে নিউটাউনের সিলিকন ভ্যালি ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন সিলিকন ভ্যালির প্রজেক্ট নিয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley) ৷ এ দিন সিলিকন ভ্যালি ঘুরে দেখলেন (Dilip Visits Silicon Valley) এবং ছবিও তুললেন তিনি ৷

তবে, দিলীপ ঘোষের হঠাৎই এই সিলিকন ভ্যালির প্রজেক্ট ঘুরে দেখা কাকতালিয় নয় ৷ আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন ৷ যেখানে 19টি দেশের শিল্পপতিদের পাশাপাশি, ভারতের প্রথমসারির শিল্পপতিরা উপস্থিত থাকবেন ৷ তাই তার আগে সিলিকন ভ্যালিটা তাঁর ঘুরে দেখা উচিত বলে জানান দিলীপ ৷ তিনি বলেন, ‘‘দু-তিন বছর আগে রাজারহাটের সিলিকন ভ্যালি মুখ্যমন্ত্রীর হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ এখনও কয়েকটি হোর্ডিং আছে ৷ কিন্তু, মানুষের দেখা নেই ৷ এখন হোগলার জঙ্গল, আর গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে ৷ মানুষ ঢুকতে পারবে না ৷ এক কোদাল মাটিও কাটা হয়নি সিলিকন ভ্যালির প্রজেক্ট এলাকায় ৷’’

রাজ্যের মানুষের সঙ্গে তৃণমূলের সরকারি বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন দিলীপ ৷ তিনি বলেন, বছরের পর বছর বাণিজ্য সম্মেলন হচ্ছে ৷ আর সেই সঙ্গে কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে ৷ কিন্তু, যাঁদের করের টাকা খরচ হচ্ছে, সেই সাধারণ মানুষ কিছুই পায়নি বলে অভিযোগ দিলীপের ৷ পাঁচটা বাণিজ্য সম্মেলন করে কী লাভ হয়েছে ? কত টাকা খরচ হয়েছে ? আর কত টাকা বাস্তবে বিনিয়োগ হয়েছে ? সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Festival Bonus of State Government : বাণিজ্য সম্মেলন শুরুর আগেই ‘উৎসব বোনাস’ ঘোষণা করল রাজ্য সরকার

আজ থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে নাটক বলে কটাক্ষ করেন দিলীপ ৷ আর এই নাটক বন্ধ হওয়া উচিত বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ তাই তাঁর রাজত্বে কোনও শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করবে বলে বিশ্বাস করেন না দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : BGBS 2022 : নৈশভোজে চাঁদের হাট, অতিথিদের স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আর তাঁর নিজের সিলিকন ভ্যালিতে যাওয়ার আসল কারণ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি এসে ছিলাম তার কারণ, আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কতটা বাস্তবায়ন হয়েছে ? তা দেখতে ৷’’ এ নিয়ে মমতার উদ্দেশ্যে দিলীপের বার্তা, আগে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা পালন করুন তিনি ৷ তার পর অন্যকথা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকির রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ শিল্পক্ষেত্রে রসাতলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.