ETV Bharat / city

নিরাপত্তা বাড়ল দিলীপ, ভারতীর - dilip get Z category security

এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ ৷ BJP রাজ্য সভাপতির নিরাপত্তার জন্য 32 জন কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দিলীপের সঙ্গে ভারতী ঘোষেরও নিরাপত্তা বাড়ছে ৷

দিলীপ ঘোষ ও ভারতী ঘোষ-ফাইল ছবি
author img

By

Published : Aug 8, 2019, 10:44 PM IST

কলকাতা, 8 অগাস্ট : রাজ্য BJP সভাপতির নিরাপত্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ এতদিন 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ কিন্তু এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর কনভয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে একটি বিশেষ এসকর্ট ভ্যান ৷ এই ভ্যান এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে ব্যবহৃত হবে ৷ পাশাপাশি BJP সভাপতির নিরাপত্তার জন্য 32 জন কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আগে দিলীপবাবুর নিরাপত্তার জন্য 24 জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিযুক্ত ছিল ৷

আরও পড়ুন : BJP-র সদস্য সংখ্যা ছাড়াল 50 লাখেরও বেশি, চমকে দিচ্ছে উত্তরবঙ্গ

রাজ্য BJP সভাপতির পাশাপাশি নিরাপত্তা বাড়ছে ভারতী ঘোষেরও ৷ এবার থেকে ভারতী ঘোষ 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন ৷ ভারতী ঘোষ এতদিন Y ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ দল দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়িতে সমীক্ষা করে গেছে ৷ চলতি সপ্তাহেই বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে ৷ অন্যদিকে, রাজ্য BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশকিছু নেতাদের নিরাপত্তা কমছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ৷

কলকাতা, 8 অগাস্ট : রাজ্য BJP সভাপতির নিরাপত্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ এতদিন 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ কিন্তু এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর কনভয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে একটি বিশেষ এসকর্ট ভ্যান ৷ এই ভ্যান এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে ব্যবহৃত হবে ৷ পাশাপাশি BJP সভাপতির নিরাপত্তার জন্য 32 জন কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আগে দিলীপবাবুর নিরাপত্তার জন্য 24 জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিযুক্ত ছিল ৷

আরও পড়ুন : BJP-র সদস্য সংখ্যা ছাড়াল 50 লাখেরও বেশি, চমকে দিচ্ছে উত্তরবঙ্গ

রাজ্য BJP সভাপতির পাশাপাশি নিরাপত্তা বাড়ছে ভারতী ঘোষেরও ৷ এবার থেকে ভারতী ঘোষ 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন ৷ ভারতী ঘোষ এতদিন Y ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ দল দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়িতে সমীক্ষা করে গেছে ৷ চলতি সপ্তাহেই বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে ৷ অন্যদিকে, রাজ্য BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশকিছু নেতাদের নিরাপত্তা কমছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ৷

Intro:08-08-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়াছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিলীপ ঘোষ এতদিন Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। এবার সেটা বেড়ে হল Z ক্যাটাগরি। এছাড়া এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে থাকছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে বিশেষ এস্কোট গাড়িও। যেটি এবার থেকে তার কনভয়ে এই গাড়ি ব্যবহার করা হবে।


আগে দিলীপ ঘোষের নিরাপত্তায় ছিল ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান।
সেটা বেড়ে এবার হচ্ছে ৩২ জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান




দিলীপ ঘোষের সঙ্গে নিরাপত্তা বাড়ছে বিজেপি নেত্রী ভারতী ঘোষে এর। ভারতী ঘোষ এতদিন Y ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সেটা বেড়ে হচ্ছে Y+ ক্যাটাগরির নিরাপত্তা।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ টিম এসে একটি সার্ভেও করে গেছেন দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়ি। এই সপ্তাহের মধ্যেই বাড়র্তি নিরাপত্তা কর্মীও মোতায়েন হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।



স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার নিরাপত্তা কমছে বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশকিছু বিজেপি সাংসদদের।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.