ETV Bharat / city

Digital Smart Card in Govt Buses : সরকারি বাসে এবার মিলবে ডিজিটাল স্মার্ট কার্ড পরিষেবা - সরকারি বাসে এবার মিলবে ডিজিটাল স্মার্ট কার্ড পরিষেবা

সরকারি বাসে যাত্রী স্বাচ্ছন্দ বাড়াতে ও পরিবহণ দফতরের আয় বৃদ্ধি করতে চালু হতে চলেছে ডিজিটাল স্মার্ট কার্ড পরিষেবা ৷ প্রাথমিকভাবে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা । মেট্রোর ধাঁচে হবে এই স্মার্ট কার্ড (Digital smart card to be introduced in government buses)।

Digital smart card to be introduced in government buses
Digital Smart Card in Govt Buses
author img

By

Published : May 11, 2022, 9:29 PM IST

কলকাতা, 11 মে : সরকারি বাসের সফরকে আরও সুবিধাজনক করতে রাজ্য পরিবহণ দফতর একটি নয়া উদ্যোগ নিতে চলেছে । খুব শীঘ্রই চালু হতে চলেছে স্মার্ট কার্ড পরিষেবা । কিছুটা মেট্রোর ধাঁচে হবে এই স্মার্ট কার্ড । যাত্রীদের সুবিধার্থে যাতে একটি কার্ডেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)-র বাসে সফর করা যাবে ৷ এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (Digital smart card to be introduced in government buses)।

রাজ্যের সব পরিবহণ ব্যবস্থাকে এক ছাদের তলায় আনতে চায় পরিবহণ দফতর । প্রাথমিকভাবে এনবিএসটিসি-তে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, সেটা দেখার পরই ধাপে ধাপে বাকি পরিবহণ নিগমেও শুরু করা হবে স্মার্ট কার্ড পরিষেবা । সবকটি নিগমে এই কার্ড চালু হয়ে গেলে, একটি কার্ডেই রাজ্যের যেকোনও জায়গায় সফর করা যাবে বলে জানা গিয়েছে ।

এই ডিজিটাল স্মার্ট কার্ড তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, এই ধরনের ডিজিটাল কার্ড চালু হলে টিকিটের ক্ষেত্রে কারচুপি বন্ধ হবে । পুরো প্রক্রিয়াটি আরও বেশি স্বচ্ছতা পাবে ।

আরও পড়ুন : SBSTC Bus Service : এসবিএসটিসি'কে চাঙ্গা করতে বন্ধ হওয়া রুট ফের চালুর সিদ্ধান্ত

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, বহু যাত্রী টিকিট না কেটেই সফর করেন । কিংবা কম ভাড়ার টিকিট কেটে অনেক বেশি সফর করছে । এর ফলে লোকসান হচ্ছে পরিবহণ দফতরের । তাই ডিজিটাল কার্ড চালু হলে যেমন এই ধরনের অনৈতিক কাজ অনেকটাই ঠেকানো যাবে, তেমনই বাড়বে দফতরের আয় । তবে কত টাকার বিনিময় মিলবে এই কার্ড, কেমন হবে রিচার্জ ব্যবস্থা তা এখনও জানা যায়নি ।

কলকাতা, 11 মে : সরকারি বাসের সফরকে আরও সুবিধাজনক করতে রাজ্য পরিবহণ দফতর একটি নয়া উদ্যোগ নিতে চলেছে । খুব শীঘ্রই চালু হতে চলেছে স্মার্ট কার্ড পরিষেবা । কিছুটা মেট্রোর ধাঁচে হবে এই স্মার্ট কার্ড । যাত্রীদের সুবিধার্থে যাতে একটি কার্ডেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)-র বাসে সফর করা যাবে ৷ এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (Digital smart card to be introduced in government buses)।

রাজ্যের সব পরিবহণ ব্যবস্থাকে এক ছাদের তলায় আনতে চায় পরিবহণ দফতর । প্রাথমিকভাবে এনবিএসটিসি-তে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, সেটা দেখার পরই ধাপে ধাপে বাকি পরিবহণ নিগমেও শুরু করা হবে স্মার্ট কার্ড পরিষেবা । সবকটি নিগমে এই কার্ড চালু হয়ে গেলে, একটি কার্ডেই রাজ্যের যেকোনও জায়গায় সফর করা যাবে বলে জানা গিয়েছে ।

এই ডিজিটাল স্মার্ট কার্ড তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, এই ধরনের ডিজিটাল কার্ড চালু হলে টিকিটের ক্ষেত্রে কারচুপি বন্ধ হবে । পুরো প্রক্রিয়াটি আরও বেশি স্বচ্ছতা পাবে ।

আরও পড়ুন : SBSTC Bus Service : এসবিএসটিসি'কে চাঙ্গা করতে বন্ধ হওয়া রুট ফের চালুর সিদ্ধান্ত

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, বহু যাত্রী টিকিট না কেটেই সফর করেন । কিংবা কম ভাড়ার টিকিট কেটে অনেক বেশি সফর করছে । এর ফলে লোকসান হচ্ছে পরিবহণ দফতরের । তাই ডিজিটাল কার্ড চালু হলে যেমন এই ধরনের অনৈতিক কাজ অনেকটাই ঠেকানো যাবে, তেমনই বাড়বে দফতরের আয় । তবে কত টাকার বিনিময় মিলবে এই কার্ড, কেমন হবে রিচার্জ ব্যবস্থা তা এখনও জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.