কলকাতা, 11 মে : সরকারি বাসের সফরকে আরও সুবিধাজনক করতে রাজ্য পরিবহণ দফতর একটি নয়া উদ্যোগ নিতে চলেছে । খুব শীঘ্রই চালু হতে চলেছে স্মার্ট কার্ড পরিষেবা । কিছুটা মেট্রোর ধাঁচে হবে এই স্মার্ট কার্ড । যাত্রীদের সুবিধার্থে যাতে একটি কার্ডেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)-র বাসে সফর করা যাবে ৷ এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (Digital smart card to be introduced in government buses)।
রাজ্যের সব পরিবহণ ব্যবস্থাকে এক ছাদের তলায় আনতে চায় পরিবহণ দফতর । প্রাথমিকভাবে এনবিএসটিসি-তে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, সেটা দেখার পরই ধাপে ধাপে বাকি পরিবহণ নিগমেও শুরু করা হবে স্মার্ট কার্ড পরিষেবা । সবকটি নিগমে এই কার্ড চালু হয়ে গেলে, একটি কার্ডেই রাজ্যের যেকোনও জায়গায় সফর করা যাবে বলে জানা গিয়েছে ।
এই ডিজিটাল স্মার্ট কার্ড তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, এই ধরনের ডিজিটাল কার্ড চালু হলে টিকিটের ক্ষেত্রে কারচুপি বন্ধ হবে । পুরো প্রক্রিয়াটি আরও বেশি স্বচ্ছতা পাবে ।
আরও পড়ুন : SBSTC Bus Service : এসবিএসটিসি'কে চাঙ্গা করতে বন্ধ হওয়া রুট ফের চালুর সিদ্ধান্ত
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, বহু যাত্রী টিকিট না কেটেই সফর করেন । কিংবা কম ভাড়ার টিকিট কেটে অনেক বেশি সফর করছে । এর ফলে লোকসান হচ্ছে পরিবহণ দফতরের । তাই ডিজিটাল কার্ড চালু হলে যেমন এই ধরনের অনৈতিক কাজ অনেকটাই ঠেকানো যাবে, তেমনই বাড়বে দফতরের আয় । তবে কত টাকার বিনিময় মিলবে এই কার্ড, কেমন হবে রিচার্জ ব্যবস্থা তা এখনও জানা যায়নি ।