ETV Bharat / city

Didi Ke Bolo-2 : তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতার শপথ গ্রহণের বর্ষপূর্তিতে চালু হচ্ছে দিদিকে বলো-2 - Didi Ke Bolo 2

5 মে, 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই বর্ষপূর্তিতে 'দিদিকে বলো-2' কর্মসূচি শুরু করতে চলেছে শাসক দল (Didi Ke Bolo-2 to start from 5th May) ৷

Didi Ke Bolo-2
চালু হচ্ছে দিদিকে বলো-2
author img

By

Published : Apr 18, 2022, 8:29 AM IST

কলকাতা, 18 এপ্রিল : ঊনিশের লোকসভা নির্বাচনের পর রাজ্যে গেরুয়া উথ্থান রুখতে কার্যকরী ভূমিকা নিয়েছিল নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের জনসংযোগকারী উদ্যোগ 'দিদিকে বলো' ৷ এই উদ্যোগে সাধারণ মানুষ তাদের যে কোনও সমস্যা নিয়ে সরাসরি দরবার করতে পারতেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। এই উদ্যোগকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে তৃণমূলের গ্রহণযোগ্যতা যে বেশ বৃদ্ধি পেয়েছিল, তা অস্বীকারের জায়গা নেই ৷ একুশের অভাবনীয় জয়েও 'দিদিকে বলো'র ভূমিকা অস্বীকার করার নয় ৷ তাই নতুন মোড়কে ফিরতে চলেছে জনপ্রিয় সেই কর্মসূচি ৷ এবার ফোনের উলটো দিকে সাধারণ মানুষের অভাব-অনুযোগ শুনবেন দলের প্রশিক্ষিত কর্মীরাই ৷ তারাই অভিযোগের কথা সরাসরি পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

তৃতীয়বার বাংলায় ক্ষমতা দখল করেছে করে তৃণমূল ৷ 5 মে, 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই বর্ষপূর্তিতে 'দিদিকে বলো-2' কর্মসূচি শুরু করতে চলেছে শাসক দল (Didi Ke Bolo-2 to start from 5th May) ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের পুরনো দলীয় কার্যালয়ের সংস্কার চলার কারণে অক্ষয় তৃতীয়ার দিন অস্থায়ী একটি কার্যালয় উদ্বোধন হবে ৷ সেই কার্যালয় চালু হলেই দ্বিতীয় পর্যায়ে এই জনসংযোগ কর্মসূচি শুরু হবে ৷ শাসক দলের কাছে 5 মে দিনটির গুরুত্ব অপরিসীম ৷ আর সে কারণে ওই দিনেই 'দিদিকে বলো-2' শুরু হতে চলেছে বলেও খবর ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব চর্চায় এসেছে বারংবার ৷ জল্পনার মধ্যেও গত 8 মার্চ নজরুল মঞ্চে তাঁকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সে সময়ই 'দিদিকে বলো' কর্মসূচি আরও একবার শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দার্জিলিং সফরের মাঝেও সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে আরও একবার এই কর্মসূচি শুরু করার বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু কবে থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানা যাচ্ছিল না।

আরও পড়ুন : অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা

শনিবার দুই কেন্দ্রে উপ-নির্বাচনের ফল ঘোষণার দিন সুব্রত বক্সীর বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানেই ঠিক হয় এই জনসংযোগ কর্মসূচি আরও একবার শুরু করা হবে এবং তা চালু হবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের বর্ষপূর্তির দিনেই। আরও জানা গিয়েছে, প্রথম দফায় 'দিদিকে বলো' কর্মসূচিতে যাবতীয় বিষয়ে দেখভালের দায়িত্ব ছিল পেশাদার সংস্থা আইপ্যাকের হাতে ৷ তবে এবার তেমনটি হচ্ছে না। বরং এবার এই কর্মসূচি চালাবে তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষিত কর্মীরাই। আইপ্যাক কর্মীদের হাতে এই জনসংযোগ কর্মসূচির পুরো দায়িত্ব ছেড়ে দেওয়ায় বেশ কিছু সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। কারণ, এই কর্মসূচি রূপায়ণে দায়িত্বে যারা ছিলেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল ছিল না ৷ এবার যাতে সেই ভুল না হয় তাই প্রশিক্ষণ দিয়ে দলের কর্মীদেরই এই কর্মসূচি রূপায়ণে ব্যবহার করা হবে বলে খবর।

কলকাতা, 18 এপ্রিল : ঊনিশের লোকসভা নির্বাচনের পর রাজ্যে গেরুয়া উথ্থান রুখতে কার্যকরী ভূমিকা নিয়েছিল নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের জনসংযোগকারী উদ্যোগ 'দিদিকে বলো' ৷ এই উদ্যোগে সাধারণ মানুষ তাদের যে কোনও সমস্যা নিয়ে সরাসরি দরবার করতে পারতেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। এই উদ্যোগকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে তৃণমূলের গ্রহণযোগ্যতা যে বেশ বৃদ্ধি পেয়েছিল, তা অস্বীকারের জায়গা নেই ৷ একুশের অভাবনীয় জয়েও 'দিদিকে বলো'র ভূমিকা অস্বীকার করার নয় ৷ তাই নতুন মোড়কে ফিরতে চলেছে জনপ্রিয় সেই কর্মসূচি ৷ এবার ফোনের উলটো দিকে সাধারণ মানুষের অভাব-অনুযোগ শুনবেন দলের প্রশিক্ষিত কর্মীরাই ৷ তারাই অভিযোগের কথা সরাসরি পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

তৃতীয়বার বাংলায় ক্ষমতা দখল করেছে করে তৃণমূল ৷ 5 মে, 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই বর্ষপূর্তিতে 'দিদিকে বলো-2' কর্মসূচি শুরু করতে চলেছে শাসক দল (Didi Ke Bolo-2 to start from 5th May) ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের পুরনো দলীয় কার্যালয়ের সংস্কার চলার কারণে অক্ষয় তৃতীয়ার দিন অস্থায়ী একটি কার্যালয় উদ্বোধন হবে ৷ সেই কার্যালয় চালু হলেই দ্বিতীয় পর্যায়ে এই জনসংযোগ কর্মসূচি শুরু হবে ৷ শাসক দলের কাছে 5 মে দিনটির গুরুত্ব অপরিসীম ৷ আর সে কারণে ওই দিনেই 'দিদিকে বলো-2' শুরু হতে চলেছে বলেও খবর ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব চর্চায় এসেছে বারংবার ৷ জল্পনার মধ্যেও গত 8 মার্চ নজরুল মঞ্চে তাঁকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সে সময়ই 'দিদিকে বলো' কর্মসূচি আরও একবার শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দার্জিলিং সফরের মাঝেও সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে আরও একবার এই কর্মসূচি শুরু করার বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু কবে থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানা যাচ্ছিল না।

আরও পড়ুন : অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা

শনিবার দুই কেন্দ্রে উপ-নির্বাচনের ফল ঘোষণার দিন সুব্রত বক্সীর বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানেই ঠিক হয় এই জনসংযোগ কর্মসূচি আরও একবার শুরু করা হবে এবং তা চালু হবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের বর্ষপূর্তির দিনেই। আরও জানা গিয়েছে, প্রথম দফায় 'দিদিকে বলো' কর্মসূচিতে যাবতীয় বিষয়ে দেখভালের দায়িত্ব ছিল পেশাদার সংস্থা আইপ্যাকের হাতে ৷ তবে এবার তেমনটি হচ্ছে না। বরং এবার এই কর্মসূচি চালাবে তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষিত কর্মীরাই। আইপ্যাক কর্মীদের হাতে এই জনসংযোগ কর্মসূচির পুরো দায়িত্ব ছেড়ে দেওয়ায় বেশ কিছু সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। কারণ, এই কর্মসূচি রূপায়ণে দায়িত্বে যারা ছিলেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল ছিল না ৷ এবার যাতে সেই ভুল না হয় তাই প্রশিক্ষণ দিয়ে দলের কর্মীদেরই এই কর্মসূচি রূপায়ণে ব্যবহার করা হবে বলে খবর।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.