কলকাতা, 11 মার্চ: বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীকে ৷ "এত কেলেঙ্কারির পরও বাংলার গর্ব মমতা!" কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের। আজ একই বিষয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন বাম মহিলা সমিতির রাজ্য সম্পাদক কণীনিকা ঘোষও। বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, তিনি হতবাক শহরজুড়ে 'বাংলার গর্ব মমতা'র পোস্টার ছেয়ে গেছে দেখে ৷
"সরকারি টাকা নয়-ছয় করে শহরজুড়ে পোস্টার দেওয়া হয়েছে বাংলার গর্ব মমতা।" বললেন আবদুল মান্নান। সুজন চক্রবর্তীর কথায়, "বাংলার গর্ব মমতা সুপার ফ্লপ। মনীষীরা কেউ বাংলার গর্ব নয়। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়!" অন্য়দিকে বাম মহিলা সমিতির সভানেত্রী কণীনিকা ঘোষের কটাক্ষ, "সন্দেহ রয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বিপদ নাকি গর্ব! নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন মুখ্যমন্ত্রী।"
আসন্ন পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির পোস্টার ছড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল৷ যার পরেই বিরোধীরা আজ এমন মন্তব্য করেন৷