বিধাননগর, 6 নভেম্বর: ডেঙ্গির থাবায় ফের মৃত্যু শহরে ৷ মৃত্যু হল আমহার্স্ট স্ট্রিট থানার এক মহিলা পুলিশ কর্মীর । অন্তঃসত্ত্বা থাকাকালীন কালীপুজার সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন মহিলা কনস্টেবল রুনু বিশ্বাস সরকার ।
পরিবারের অভিযোগ, প্রথমে তাঁর ডেঙ্গি ধরা পড়েনি । প্রসবের সময় 25 অক্টোবর তাঁকে VIP রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । 26 তারিখ রুনুদেবীর অস্ত্রোপচারের করার জন্য রক্তের নমুনা নেওয়ার পর চিকিৎসকরা বুঝতে পারেন তিনি ডেঙ্গিতে আক্রান্ত । শিশুর জন্ম হয়ে গেলেও রুনুর শারীরিক অবস্থার অবনতি ঘটে । হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান রুনুদেবীর চিকিৎসার মতো পরিকাঠামো তাঁদের নেই । সেই কারণে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় । ওই দিন রাতেই রুনুদেবীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসারত অবস্থায় বুধবার সকালে মারা যান রুনুদেবী ।
রুনুর ভাই প্রদীপের দাবি, "আমরা এই কয়েক দিনে 30-35 বোতল রক্ত দিয়েছি । কিন্তু কোনওভাবে বোনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না । আচমকাই সকালে খবর আসে বোন মারা গিয়েছে ।"
বিধাননগর পুরনিগমের 18 নম্বর ওয়ার্ড এলাকায় এই প্রথম ডেঙ্গিতে মৃত্যু ৷ যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, এই পাড়ায় নিয়ম মেনেই মশা মারার তেল ছড়ানো হয় । তারপরও কীভাবে ডেঙ্গি হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই বিষয়ে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য প্রণয় কুমার রায় জানিয়েছেন, "এই ঘটনা খুবই মর্মান্তিক । আমরা এখনই খোঁজ নিচ্ছি কীভাবে সবরকমের পরিকাঠামো থাকার পরেও ডেঙ্গিতে মৃত্যু ঘটল। স্থানীয় কাউন্সিলরকেও আমরা এই বিষয়ে লিখিত নোটিশ পাঠাব । পৌরনিগম থেকে ডেঙ্গি প্রতিরোধে সবরকমের পরিকাঠামো প্রতিটি ওয়ার্ডকেই দেওয়া হয়েছে । তারপরও কীভাবে ডেঙ্গির প্রভাব বিস্তার হয়েছে তা আমরা তদন্ত করব । এলাকার মানুষের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনে সচেতনতা শিবির গড়ে তুলব ।"