কলকাতা, 28 অগস্ট : চাকা ফেটে যাওয়ায় নির্দিষ্ট সময়ে উড়ান শুরুই করতে পারল না দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ শনিবার দমদম বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির ৷ কিন্তু, তার আগেই ট্যাক্সি বে-তে বিমানের একটি চাকা ফেটে যায় ৷ এদিন বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেই একথা জানানো হয়েছে ৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
আরও পড়ুন : Biman Air : মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, নাগপুর জরুরি অবতরণ ঢাকাগামী বিমানের
সূত্রের খবর, বিমানের চাকা ফাটার সময় প্রবল শব্দ হয় ৷ সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান চালক ৷ বিমানে সেই সময় মোট 226 জন যাত্রী সওয়ার ছিলেন ৷ তাঁদের সকলকে আবার পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয় ৷ সমস্ত যাত্রীকেই বিমান থেকে সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় ৷ নামিয়ে আনা হয় কেবিন ক্রু-র প্রত্যেক সদস্যকেও ৷ তারপরই ইঞ্জিনিয়াররা মেরামতির কাজে হাত লাগান ৷
আরও পড়ুন : Domestic Airfare Hike : ঘরোয়া উড়ানে টিকিটের দাম বাড়ল 12.5 শতাংশ, শিথিল যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণও
শেষমেশ দুপুর সাড়ে তিনটে নাগাদ দিল্লি রওনা দেয় বিমানটি ৷ তার আগে বিমানের সমস্ত প্রযুক্তিগত সমস্যা মিটিয়ে ফেলা হয় ৷ ফলে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর আকাশে ওড়ে বিমানটি ৷ এই সময়ের মধ্যে যাত্রীদের জন্য দুপুরের খাবারেরও বন্দোবস্ত করা হয় ৷