ETV Bharat / city

Case Against CM: পার্থর চিকিৎসা নিয়ে আদালতের সিদ্ধান্তে সওয়াল, মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি'র

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি'র আইনজীবী (Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision) ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷ মামলাটি তিনি গ্রহণ করেননি ৷

Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision
Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision
author img

By

Published : Jul 26, 2022, 6:54 PM IST

Updated : Jul 26, 2022, 8:26 PM IST

কলকাতা, 26 জুলাই: আদালতের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নজর কাড়েন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision) ৷ এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ প্রসঙ্গত, মুখ্য়মন্ত্রী নজরুল মঞ্চ থেকে বলেন, ‘‘আদালত এখন বিজেপি'র কথায় চলে ৷ পশ্চিমবঙ্গে কি ভালো হাসপাতাল নেই ? ভুবনেশ্বরে পাঠাতে হল পার্থ চট্টোপাধ্যায়কে ?’’ এ নিয়ে আদালতে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আদালতের অসম্মান ৷ পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন বিচারপতি ৷ বিষয়টি শোনার পর মামলাটি তিনি গ্রহণ করেননি বিচারপ্রতি ৷

তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শুনে বিচারপতি বলেন, ‘‘আগে আদালতকে এভাবে সমালোচনা করা হত না ৷ কিন্তু, এখন জনসমক্ষে করা হয়, এটা দুর্ভাগ্যের ব্যাপার ৷ ঐ সম্মান প্রদান অনুষ্ঠানে একজন বিচারপতিও উপস্থিত ছিলেন ৷ তিনি কিছু মন্তব্য করেননি এই বক্তব্যর পর ! আদালতের মেরুদণ্ড এত দূর্বল নয়, যে বাইরে কে কী মন্তব্য করবে, তাতে আদালতে মেরুদণ্ড ভেঙে যাবে ৷ দিনের শেষে আমার কাছে যে মামলা আসে, আমি সেগুলো গুরুত্ব অনুযায়ী বিচার করি ৷ কে কী বললো তা, আমার কাছে গুরুত্বপূর্ণ নয় ৷’’মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি'র

মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি'র

আরও পড়ুন: এসএসকেএমের উপর আদালতের আস্থা হারানো লজ্জার, মত ওই হাসপাতালেরই চিকিৎসকের

প্রসঙ্গত, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্রোপাধ্যায়কে গ্রেফতার করার পর অসুস্থ বোধ করেন তিনি ৷ নিম্ন আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন ৷ কিন্তু, সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে ইডি ৷ বিচারপতি বিবেক চৌধুরী মামলা শোনার পর নির্দেশ দেন পার্থ চট্রোপাধ্যায়ের চিকিৎসা করবে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা ৷ সেই নির্দেশ মতো, ইডি আধিকারিকরা তাঁকে ভুবনেশ্বর নিয়ে যান ৷ যা নিয়ে গতকাল সরকারি ওই অনুষ্ঠান থেকে আদালতের রায় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ তবে, এ দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা গ্রহণ করেননি বিচারপতি বিবেক চৌধুরী ৷

কলকাতা, 26 জুলাই: আদালতের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নজর কাড়েন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision) ৷ এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ প্রসঙ্গত, মুখ্য়মন্ত্রী নজরুল মঞ্চ থেকে বলেন, ‘‘আদালত এখন বিজেপি'র কথায় চলে ৷ পশ্চিমবঙ্গে কি ভালো হাসপাতাল নেই ? ভুবনেশ্বরে পাঠাতে হল পার্থ চট্টোপাধ্যায়কে ?’’ এ নিয়ে আদালতে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আদালতের অসম্মান ৷ পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন বিচারপতি ৷ বিষয়টি শোনার পর মামলাটি তিনি গ্রহণ করেননি বিচারপ্রতি ৷

তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শুনে বিচারপতি বলেন, ‘‘আগে আদালতকে এভাবে সমালোচনা করা হত না ৷ কিন্তু, এখন জনসমক্ষে করা হয়, এটা দুর্ভাগ্যের ব্যাপার ৷ ঐ সম্মান প্রদান অনুষ্ঠানে একজন বিচারপতিও উপস্থিত ছিলেন ৷ তিনি কিছু মন্তব্য করেননি এই বক্তব্যর পর ! আদালতের মেরুদণ্ড এত দূর্বল নয়, যে বাইরে কে কী মন্তব্য করবে, তাতে আদালতে মেরুদণ্ড ভেঙে যাবে ৷ দিনের শেষে আমার কাছে যে মামলা আসে, আমি সেগুলো গুরুত্ব অনুযায়ী বিচার করি ৷ কে কী বললো তা, আমার কাছে গুরুত্বপূর্ণ নয় ৷’’মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি'র

মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপি'র

আরও পড়ুন: এসএসকেএমের উপর আদালতের আস্থা হারানো লজ্জার, মত ওই হাসপাতালেরই চিকিৎসকের

প্রসঙ্গত, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্রোপাধ্যায়কে গ্রেফতার করার পর অসুস্থ বোধ করেন তিনি ৷ নিম্ন আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন ৷ কিন্তু, সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে ইডি ৷ বিচারপতি বিবেক চৌধুরী মামলা শোনার পর নির্দেশ দেন পার্থ চট্রোপাধ্যায়ের চিকিৎসা করবে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা ৷ সেই নির্দেশ মতো, ইডি আধিকারিকরা তাঁকে ভুবনেশ্বর নিয়ে যান ৷ যা নিয়ে গতকাল সরকারি ওই অনুষ্ঠান থেকে আদালতের রায় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ তবে, এ দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা গ্রহণ করেননি বিচারপতি বিবেক চৌধুরী ৷

Last Updated : Jul 26, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.