কলকাতা, 3 অগাস্ট : ফের পরিবর্তন হল লকডাউনের দিন । এই নিয়ে তৃতীয়বার লকডাউনের দিন পরিবর্তন করা হল । 5, 8, 20, 21, 27, 28 ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ।
নবান্নের তরফে নির্দেশিকা জারি করে আজ জানানো হয়েছে, বিভিন্ন মহল থেকে কিছু পরিবর্তন আনার জন্য অনুরোধ করা হচ্ছিল । সেই অনুরোধের কথা মাথায় রেখেই লকডাউনের পূর্ববর্তী নির্দেশিকায় কিছু বদল আনা হয়েছে ।
আগের ঘোষণা অনুযায়ী লকডাউন ছিল - 5 অগাস্ট (বুধবার), 8 অগাস্ট ( শনিবার), 16 অগাস্ট (রবিবার), 17 অগাস্ট (সোমবার), 23 অগাস্ট (রবিবার), 24 অগাস্ট (সোমবার) ও 31 অগাস্ট (সোমবার) ।
পরিবর্তিত নির্দেশিকায় লকডাউন থাকবে- 5 অগাস্ট (বুধবার), 8 অগাস্ট ( শনিবার), 20 অগাস্ট (বৃহস্পতিবার), 21 অগাস্ট (শুক্রবার), 27 অগাস্ট (বৃহস্পতিবার), 28 অগাস্ট (শুক্রবার) ও 31 অগাস্ট (সোমবার) ।