কলকাতা, 17 জুন : বিধিনিষেধের পর থেকেই রাজ্যে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ ধীর ধীরে যা কুড়ি হাজার থেকে তিন হাজারের ঘরে নেমেছে ৷ বৃহস্পতিবার রাজ্যে আরও কিছুটা কমল সংক্রমণ ৷ সামান্য কমল দৈনিক মৃত্যু ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 18 জন ৷ বুধবার আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 187 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 64 জনের ৷ আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 69 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 74 হাজার 249 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 33 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 73 ৷ আজ 55 হাজার 671 জনের করোনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 34 লাখ 67 হাজার 710 জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৷
আরও পড়ুন : গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা
যথারীতি সংক্রমণের নিরিখে উপরের দিকে রয়েছে উত্তর 24 পরগনা ও কলকাতা ৷ তবে আগের তুলনায় দুই জেলাতে আক্রান্তের সংখ্যা অনেকটা কম ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 366 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের ৷ উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 431 জন ৷ মৃতের সংখ্যা 17 ৷