কলকাতা, 10 জুন : অবশেষে তৈরি হল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মাটির তলার স্টেশন ফুলবাগান। তা খতিয়ে দেখতে কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটি (CRS) আধিকারিকরা দ্রুত চূড়ান্ত পরিদর্শনে আসতে পারেন বলে খবর।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, " আগামী শুক্রবার CRS এর একটি দল ফুলবাগান স্টেশনের সার্বিক কাজের চূড়ান্ত পরিদর্শনে আসতে চলেছে । CRS আধিকারিকরা সল্টলেক থেকে শিয়ালদহ ক্রসওভার পর্যন্ত পরিদর্শন করতে পারে।" সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইতিমধ্যেই যাত্রা শুরু হয়ে গেছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনের পরে মাটির তলায় প্রবেশ করছে মেট্রো । রেললাইন থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, টিকিট কাউন্টার, স্ক্রিন ডোরের খোলা বন্ধ, টিকিট পাঞ্চিং গেট, লিফ্ট ও এসকেলেটর এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে তৈরি ফুলবাগান।
CRSএর চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে কবে থেকে বাণিজ্যিকভাবে ফুলবাগান অবধি ছুটবে মেট্রো রেল। ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা ফুলবাগান পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তুতির জন্য কাজ চলছে লকডাউনের মধ্যেও। গোটা সময় ধরেই পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ ক্রসবার পর্যন্ত দিনে দুটি করে ট্রেন চালানো হয়েছে। লকডাউনের আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখতে বেশ কয়েকবার ফুলবাগান স্টেশনে যান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ যোশী। গত 13 ফেব্রুয়ারি মাসে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাত্রী পরিষেবার উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
তৈরি ফুলবাগান স্টেশন, চূড়ান্ত পরিদর্শনে এরমধ্যেই আসতে পারে CRS
ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন তৈরির কাজ শেষ । খুব শীঘ্রই আসবেন পরিদর্শনে CRS আধিকারিকরা ।
কলকাতা, 10 জুন : অবশেষে তৈরি হল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মাটির তলার স্টেশন ফুলবাগান। তা খতিয়ে দেখতে কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটি (CRS) আধিকারিকরা দ্রুত চূড়ান্ত পরিদর্শনে আসতে পারেন বলে খবর।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, " আগামী শুক্রবার CRS এর একটি দল ফুলবাগান স্টেশনের সার্বিক কাজের চূড়ান্ত পরিদর্শনে আসতে চলেছে । CRS আধিকারিকরা সল্টলেক থেকে শিয়ালদহ ক্রসওভার পর্যন্ত পরিদর্শন করতে পারে।" সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইতিমধ্যেই যাত্রা শুরু হয়ে গেছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনের পরে মাটির তলায় প্রবেশ করছে মেট্রো । রেললাইন থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, টিকিট কাউন্টার, স্ক্রিন ডোরের খোলা বন্ধ, টিকিট পাঞ্চিং গেট, লিফ্ট ও এসকেলেটর এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে তৈরি ফুলবাগান।
CRSএর চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে কবে থেকে বাণিজ্যিকভাবে ফুলবাগান অবধি ছুটবে মেট্রো রেল। ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা ফুলবাগান পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তুতির জন্য কাজ চলছে লকডাউনের মধ্যেও। গোটা সময় ধরেই পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ ক্রসবার পর্যন্ত দিনে দুটি করে ট্রেন চালানো হয়েছে। লকডাউনের আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখতে বেশ কয়েকবার ফুলবাগান স্টেশনে যান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ যোশী। গত 13 ফেব্রুয়ারি মাসে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাত্রী পরিষেবার উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।