কলকাতা, 17 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে হবে । মৃতদেহের যদি পোস্টমর্টেমের প্রয়োজন না হয় তাহলে দেহ পরিবার বা আত্মীয়-স্বজনকে দিয়ে দিতে হবে । নির্দেশ কলকাতা হাইকোর্টের । COVID-19 আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর সমস্ত রকম সুরক্ষাবিধি এবং ধর্মীয় আচার-বিধি মেনে যাতে ওই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয় তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে । নির্দেশ প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, ভারতীয় সংবিধানের 21 ধারায় মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকারের কথা বলা হয়েছে । এই মর্যাদা একজন তাঁর মৃত্যুর সময়ও পাওয়ার অধিকারী । মারা যাওয়ার পর কীভাবে একজনের দেহ সৎকার করা হচ্ছে, সে দাহ বা কবর যা-ই হোক । সমস্তটা করা উচিত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে । COVID-19 আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনদের শেষ দেখা ও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ প্রাপ্য । পাশাপাশি ভারতীয় সংবিধানের 25 ধারায় মৃত্যুর পরবর্তী ক্রিয়াকর্মের অধিকার দেওয়া হয়েছে । COVID-19 আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদের শেষ দেখা বা অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে না । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ , "রাজ্য সরকার গত 6 জুন সেই সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ।"
পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, পরিবারের সদস্যদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে হবে । আমাদের দেশের মানুষের গভীর বিশ্বাস রয়েছে । এবং চিরাচরিত রীতি হিসেবে মৃত ব্যক্তির অন্তিম সংস্কার না করা হলে তাঁর আত্মা শান্তি পায় না বলে মনে করা হয় । এর সঙ্গে একটা গভীর আবেগ জড়িত । সেই কারণে কোরোনায় মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন থেকে তাঁর পরিবারের লোকজনকে বঞ্চিত করা যায় না । COVID-19 আক্রান্ত মৃত ব্যক্তির অন্তিম কার্যকলাপের বিষয়ে রাজ্য সরকার, পঞ্চায়েত এবং পৌরসভা এই বিষয়ে লক্ষ্য রাখবে । তারা সমস্ত রকমের সুরক্ষাবিধি সংক্রান্ত দায়িত্ব সাধারণ মানুষ পালন করছেন কি না সেটা দেখবে ।"
কিন্তু এই কাজ করতে গিয়ে জনগণের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সেটাও সরকারের দেখা কর্তব্য বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।