ETV Bharat / city

Ultadanga Flyover: উল্টোডাঙা উড়ালপুলে ফের বড় ফাটল, ঘটনাস্থলে কেএমডিএ আধিকারিকরা - উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশে বড় ফাটল

উল্টোডাঙা উড়ালপুলের যে অংশটি ভিআইপি রোডের রাস্তায় মিশেছে ঠিক তার কিছুটা আগেই বড় ধরনের ফাটল লক্ষ্য করা গিয়েছে (Ultadanga Flyover) । এক গাড়ি চালকের নজরে আসে বিষয়টি । তিনি এই ঘটনা ফেসবুক লাইভ করে তুলে ধরেন ।

Ultadanga Flyover
Ultadanga Flyover
author img

By

Published : Aug 3, 2022, 2:14 PM IST

Updated : Aug 3, 2022, 3:52 PM IST

কলকাতা, 3 অগস্ট: উল্টোডাঙা উড়ালপুলের একাংশে দেখা দিয়েছে বড় ফাটল (Crack in a part of Ultadanga Flyover) ৷ তৈরির পর থেকেই যেন বিপর্যয় লেগে আছে এই উড়ালপুলে । 2013 সালে বাইপাস যাওয়ার লেনটিতে গার্ডার ভেঙে খালের উপর পড়ে গিয়েছিল ।

এবার উড়ালপুলের যে অংশটি ভিআইপি রোডের রাস্তায় মিশেছে, ঠিক তার কিছুটা আগেই বড় ধরনের ফাটল লক্ষ্য করা গিয়েছে । এক গাড়ি চালকের নজরে আসে বিষয়টি । তিনি এই ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন । এর পরেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ গাড়িচালক থেকে শুরু করে আশপাশের বসতি এলাকার মানুষজনের মধ্যে উদ্বেগ তৈরি হয় । এই বিষয়টি বুধবার সকাল থেকে সংবাদমাধ্যমে দেখানো শুরু হলে শেষমেষ ঘটনাস্থলে যান কেএমডিএ আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা ।

Ultadanga Flyover
উল্টোডাঙা উড়ালপুলে ফের বড় ফাটল

প্রসঙ্গত, 12 বছর আগে চালু হয় এই উল্টোডাঙা উড়ালপুল । 2013 সালে ইএম বাইপাসের দিকের অংশে একটি গার্ডার ভেঙে পড়েছিল । ত্রুটিপূর্ণ বেয়ারিংয়ের কারণে ভিআইপি রোড-বাইপাসের সংযোগস্থলে একটি পিয়ারে ফাটলও তৈরি হয়েছিল । ফের এই ফ্লাইওভারে দু'জায়গায় ফাটল লক্ষ্য করা গিয়েছে । বিষয়টি এক গাড়ি চালক ফেসবুক লাইভ করে সামনে আনেন ।

Ultadanga Flyover
উল্টোডাঙা উড়ালপুলের এই অংশে ফাটল দেখা গিয়েছে

আরও পড়ুন: রাত 12 টার পর উড়ালপুলে যান চলাচলে সবুজ সংকেত লালবাজারের

কেএমডিএ সূত্রে খবর, দুটি ফাটল লক্ষ্য করা গিয়েছে । ভিআইপি রোডের দিকে যে অংশ তাতে একটি ইটের দেওয়াল এবং অ্যাবুটমেন্টের মধ্যে, আরেকটি পিয়ার অংশ এবং গার্ডারের উপরে । বিশেষজ্ঞদের মতে, ফাটলটি খুব ছোট নয় । ফলে গাড়ি চলাচল করার ক্ষেত্রে খুব বিপজ্জনক হতে পারে কি না দ্রুত খতিয়ে দেখা উচিত । কেএমডিএর সচিব খলিল আহমেদ বলেন, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আমরা ঘটনাস্থলে আধিকারিক ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি ।"

কলকাতা, 3 অগস্ট: উল্টোডাঙা উড়ালপুলের একাংশে দেখা দিয়েছে বড় ফাটল (Crack in a part of Ultadanga Flyover) ৷ তৈরির পর থেকেই যেন বিপর্যয় লেগে আছে এই উড়ালপুলে । 2013 সালে বাইপাস যাওয়ার লেনটিতে গার্ডার ভেঙে খালের উপর পড়ে গিয়েছিল ।

এবার উড়ালপুলের যে অংশটি ভিআইপি রোডের রাস্তায় মিশেছে, ঠিক তার কিছুটা আগেই বড় ধরনের ফাটল লক্ষ্য করা গিয়েছে । এক গাড়ি চালকের নজরে আসে বিষয়টি । তিনি এই ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন । এর পরেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ গাড়িচালক থেকে শুরু করে আশপাশের বসতি এলাকার মানুষজনের মধ্যে উদ্বেগ তৈরি হয় । এই বিষয়টি বুধবার সকাল থেকে সংবাদমাধ্যমে দেখানো শুরু হলে শেষমেষ ঘটনাস্থলে যান কেএমডিএ আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা ।

Ultadanga Flyover
উল্টোডাঙা উড়ালপুলে ফের বড় ফাটল

প্রসঙ্গত, 12 বছর আগে চালু হয় এই উল্টোডাঙা উড়ালপুল । 2013 সালে ইএম বাইপাসের দিকের অংশে একটি গার্ডার ভেঙে পড়েছিল । ত্রুটিপূর্ণ বেয়ারিংয়ের কারণে ভিআইপি রোড-বাইপাসের সংযোগস্থলে একটি পিয়ারে ফাটলও তৈরি হয়েছিল । ফের এই ফ্লাইওভারে দু'জায়গায় ফাটল লক্ষ্য করা গিয়েছে । বিষয়টি এক গাড়ি চালক ফেসবুক লাইভ করে সামনে আনেন ।

Ultadanga Flyover
উল্টোডাঙা উড়ালপুলের এই অংশে ফাটল দেখা গিয়েছে

আরও পড়ুন: রাত 12 টার পর উড়ালপুলে যান চলাচলে সবুজ সংকেত লালবাজারের

কেএমডিএ সূত্রে খবর, দুটি ফাটল লক্ষ্য করা গিয়েছে । ভিআইপি রোডের দিকে যে অংশ তাতে একটি ইটের দেওয়াল এবং অ্যাবুটমেন্টের মধ্যে, আরেকটি পিয়ার অংশ এবং গার্ডারের উপরে । বিশেষজ্ঞদের মতে, ফাটলটি খুব ছোট নয় । ফলে গাড়ি চলাচল করার ক্ষেত্রে খুব বিপজ্জনক হতে পারে কি না দ্রুত খতিয়ে দেখা উচিত । কেএমডিএর সচিব খলিল আহমেদ বলেন, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আমরা ঘটনাস্থলে আধিকারিক ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি ।"

Last Updated : Aug 3, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.