কলকাতা, 31 মে : মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা পার্টিতেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই দেখছে সিপিআইএম (CPIM to take action against members involved in domestic violence) । এই বিষয়ে সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে (CPIM Party Congress) গঠনতন্ত্র সংশোধন করে একটি নতুন লাইনও যুক্ত করা হয় । তার ভিত্তিতেই কেন্দ্রীয় এবং রাজ্যস্তরে আপাতত গঠিত হবে ইন্টার্নাল কমপ্লেন কমিটি (আইসিসি) ।
গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে গার্হস্থ্য হিংসা (Domestic Violence) । রাজ্যেও ক্রমশ বাড়ছে মহিলা গার্হস্থ্য হিংসার ঘটনা ৷ যত দিন যাচ্ছে মহিলা কমিশনে অভিযোগের সংখ্যাও বাড়ছে । এই পরিস্থিতির বিরুদ্ধে বহুবার সরব হয়েছে সিপিআইএম । এবার শুধু রাজনৈতিক কর্মসূচি অথবা অভিযোগের পথে হেঁটেই থামেনি । সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে গঠনতন্ত্রের সংশোধনী এনে দলের ক্ষেত্রেও বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়েছে সিপিআইএমের (CPIM) তরফে ।
কোনও পার্টিকর্মী যদি বাড়ির বউ, মেয়ে অথবা মাকে মারধর করেন, তাহলে তা দলীয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে । পরিবারের তরফ থেকে অথবা অন্যান্য সদস্যের সংশ্লিষ্ট পার্টিকর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন ইন্টার্নাল কমপ্লেন কমিটিতে ৷ সেই অভিযোগ পাওয়ার পরেই কমিটির ভারপ্রাপ্ত নেতৃত্ব বিবেচনা করবেন সংশ্লিষ্ট পার্টি কর্মীর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হবে । সিপিআইএম সূত্রে জানা যাচ্ছে, এমন যদি কোনও ঘটনার অভিযোগ ইন্টার্নাল কমপ্লেন কমিটিতে জমা পড়ে, তার গুরুত্ব বিচার করে সংশ্লিষ্ট পার্টিকর্মীর সদস্যপদ প্রয়োজনে খারিজও করতে পারে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিপিআইএম নেতার কথায়, ‘‘গার্হস্থ্য হিংসা, ধর্ষণ, শ্লীলতাহানি বা যৌন হেনস্তা, নির্যাতনের মতো ঘটনার প্রতিবাদে সবার আগে সরব হই আমরাই । আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় আমাদেরই কোনও পার্টিকর্মী তাঁর বাড়িতে স্ত্রী, মেয়ে অথবা মাকে মারধর করার মতো ঘটনা ঘটাচ্ছে অথবা অন্য কোনও নির্যাতন, হেনস্তার মতো ঘটনা ঘটাচ্ছে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে বিষয়টি আটকে থাকে না । তার নেতিবাচক প্রভাব পড়ে পার্টিতে । পার্টির নাম বদনাম হয় জনমানুষের মধ্যে । ফলে এই সিদ্ধান্ত পার্টিকর্মীদের এই সমস্ত ঘটনা থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক রাখবে ।’’
এই প্রথম কোনও সংগঠিত রাজনৈতিক দল এমন সিদ্ধান্ত নজিরবিহীন বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । তাঁদের কথায়, এই সংশোধনী জনমানসে সিপিএমের ভাবমূর্তি যেমন আরও ইতিবাচক করবে, তেমনই পার্টি কর্মীদের আরও সংযত করবে এই সমস্যা সম্পর্কে ।
যদিও এমন সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় সিপিআইএম নেতৃত্ব । তবে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কনীনিকা ঘোষ বসু বলেন, ‘‘শুধুমাত্র মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা বলে নয় অন্যান্য হয়রানি নিয়েও অভিযোগ করা করা যেতে পারে । আমরা লিঙ্গ বৈষম্য করি না । পুরুষ অথবা এলজিবিটিকিউ, তাঁরাও অভিযোগ জানাতে পারবেন । তার জন্য গঠিত হচ্ছে আইসিসি বা ইন্টার্নাল কমপ্লেন কমিটি । সেখানে অভিযোগ জমা পড়লে দায়িত্বপ্রাপ্তরা খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন ।’’
আরও পড়ুন : Bengal CPM Future Plan : পঞ্চায়েত নির্বাচন পাখির চোখ, আন্দোলনে জোর দেওয়ার কথা সেলিমের মুখে