ETV Bharat / city

Sujan Criticise Mamata: তৃণমূল নেত্রীর জোটবার্তার চিঠিকে কটাক্ষ সুজনের, সমালোচনা প্রদীপেরও

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির সমালোচনা করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Criticise Mamata) ৷ একইসঙ্গে মমতাকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও ৷

Sujan Criticise Mamata
তৃণমূলনেত্রীর জোটবার্তার চিঠিকে কটাক্ষ সুজনের
author img

By

Published : Mar 29, 2022, 8:30 PM IST

কলকাতা, 29 মার্চ: বিজেপি বিরোধী ঐক্য জোরদার করতে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিঠির সমালোচনা করল সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেস। দুই দলের নেতারাই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Criticise Mamata) বলেন,"বিজেপি খারাপ দল, সাম্প্রদায়িক দল এটা আগে তৃণমূল নেত্রী বুঝতে পারেননি? আরএসএসের কর্মকাণ্ড চিরকাল দেশবিরোধী তা জানতেন না? দেশের স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর ভূমিকা কী ছিল তা অজানা ছিল? অথচ ত্রিপুরা, গোয়ায় তৃণমূ লনেত্রী ভোট ভাগের খেলায় নেমেছিলেন। আজ যখন শিয়রে সিবিআই, তখন জোটবার্তার কথা বলছেন। ওঁর ভূমিকা তো দ্বিচারিতায় ভরা। তৃণমূলের হাত ধরলে যে ডুবতে হয় তা সাম্প্রতিক অতীতের নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়ে গিয়েছে। তাই বিপদ ঘাড়ে চেপেছে, দলের দুর্নীতির প্যান্ডোরার বক্স খুলে গিয়েছে বুঝতে পেরে বার্তা দিচ্ছেন।"

আরও পড়ুন: গণতন্ত্রে আঘাত হানছে বিজেপি, সমস্ত বিরোধী নেতা-মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন মমতা

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য জোটবার্তার যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে। সেই কাজ যদি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয় তা নিন্দনীয়। তবে বিজেপি বিরোধী জোট গঠনে কংগ্রেস যে ভূমিকা নিয়েছিল, তাতে বাধা তো তৃণমূল নেত্রীই দিয়েছেন। এখন জোটবার্তার পিছনে ওঁর অন্য অঙ্ক লুকিয়ে কি না দেখতে হবে।"

কলকাতা, 29 মার্চ: বিজেপি বিরোধী ঐক্য জোরদার করতে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিঠির সমালোচনা করল সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেস। দুই দলের নেতারাই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Criticise Mamata) বলেন,"বিজেপি খারাপ দল, সাম্প্রদায়িক দল এটা আগে তৃণমূল নেত্রী বুঝতে পারেননি? আরএসএসের কর্মকাণ্ড চিরকাল দেশবিরোধী তা জানতেন না? দেশের স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর ভূমিকা কী ছিল তা অজানা ছিল? অথচ ত্রিপুরা, গোয়ায় তৃণমূ লনেত্রী ভোট ভাগের খেলায় নেমেছিলেন। আজ যখন শিয়রে সিবিআই, তখন জোটবার্তার কথা বলছেন। ওঁর ভূমিকা তো দ্বিচারিতায় ভরা। তৃণমূলের হাত ধরলে যে ডুবতে হয় তা সাম্প্রতিক অতীতের নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়ে গিয়েছে। তাই বিপদ ঘাড়ে চেপেছে, দলের দুর্নীতির প্যান্ডোরার বক্স খুলে গিয়েছে বুঝতে পেরে বার্তা দিচ্ছেন।"

আরও পড়ুন: গণতন্ত্রে আঘাত হানছে বিজেপি, সমস্ত বিরোধী নেতা-মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন মমতা

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য জোটবার্তার যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে। সেই কাজ যদি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয় তা নিন্দনীয়। তবে বিজেপি বিরোধী জোট গঠনে কংগ্রেস যে ভূমিকা নিয়েছিল, তাতে বাধা তো তৃণমূল নেত্রীই দিয়েছেন। এখন জোটবার্তার পিছনে ওঁর অন্য অঙ্ক লুকিয়ে কি না দেখতে হবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.