ETV Bharat / city

Mamata-Biman : মমতার সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করলেন না বিমান - BJP

2024 সালের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী শক্তি এক হওয়ার চেষ্টা করছে ৷ এই ক্ষেত্রে অনুঘটকের কাজ করছে তৃণমূল কংগ্রেস ৷ সেই জোটে সামিল হওয়ার ইঙ্গিত দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

cpim leader biman basu wants to join any anti bjp alliance
Mamata-Biman : মমতার সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করলেন না বিমান
author img

By

Published : Jul 26, 2021, 8:00 PM IST

কলকাতা, 26 জুলাই : 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে এখনই ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সারা দেশের সমস্ত বিজেপি (BJP) বিরোধী শক্তিকে এক করার কাজ শুরু করে দিয়েছেন তিনি ৷ মমতার সেই উদ্যোগে কি সামিল হবে সিপিএম (CPIM) ?

রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে এক অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ এই মুহূর্তে রাজ্যে তাঁদের অন্যতম প্রতিপক্ষের সঙ্গে যে হাত-মেলাতে তাঁরা কিছুটা হলেও রাজি, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন ৷

আরও পড়ুন : Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন

এই মুহূর্তে সারা দেশ পেগাসাস (Pegasus) ইস্যুতে উত্তাল ৷ কেন্দ্রের বিজেপি সরকার এর পিছনে জড়িত বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress) ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ৷ যা নিয়ে মমতা তো সরব হয়েছেনই ৷ এই বিষয়ে পাশে পেয়েছেন কংগ্রেসকেও ৷

কংগ্রেসের এই সমর্থনকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ আগামী লোকসভা ভোটে মোদি বিরোধী জোটে তৃণমূল ও কংগ্রেসকে পাশাপাশি দেখা যেতেই পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত ৷ এই পরিস্থিতিতে সিপিএমের কী অবস্থান হবে ? তারা কি তৃণমূলের সঙ্গে জোট করবে ?

Mamata-Biman : মমতার সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করলেন না বিমান

আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য 2024, দিল্লির বিমানে উঠলেন মমতা

বিমান বসুর বক্তব্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সারা দেশে বিজেপি বিরোধী যে কোনও জোটে তাঁরা সামিল হতে চান ৷ সেই জোটে তৃণমূল থাকলে কোনও আপত্তি নেই তো ! উত্তরে একই কথা আবার জানিয়েছেন বর্ষীয়ান এই কমরেড ৷ তবে একবারও তৃণমূলের নাম মুখে আনেননি ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra) জানিয়েছিলেন বিধানসভা ভোটে বিজেমূল স্লোগান ভুল ছিল ৷ শত্রু চিনতে ভুল হয়েছিল ৷ তখনই জল্পনা ছড়িয়েছিল যে তাহলে কি তৃণমূলকে শত্রু হিসেবে ভুল করেছিল সিপিএম ? তাঁদের কি একমাত্র শত্রু হিসেবে বিজেপিকেই ভাবা উচিত ? বাকিদের সঙ্গে হাত মেলানো উচিত ?

আরও পড়ুন : Saumitra Khan : শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর

সেই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া না গেলেও বিমান বসুর মন্তব্যে কিছুটা ইঙ্গিত মিলল ৷ এখন দেখার বাস্তবে কি পুরনো শত্রুতা ভুলে তৃণমূলের সঙ্গে একজোটে সামিল হবে সিপিএম ৷

কলকাতা, 26 জুলাই : 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে এখনই ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সারা দেশের সমস্ত বিজেপি (BJP) বিরোধী শক্তিকে এক করার কাজ শুরু করে দিয়েছেন তিনি ৷ মমতার সেই উদ্যোগে কি সামিল হবে সিপিএম (CPIM) ?

রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে এক অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ এই মুহূর্তে রাজ্যে তাঁদের অন্যতম প্রতিপক্ষের সঙ্গে যে হাত-মেলাতে তাঁরা কিছুটা হলেও রাজি, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন ৷

আরও পড়ুন : Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন

এই মুহূর্তে সারা দেশ পেগাসাস (Pegasus) ইস্যুতে উত্তাল ৷ কেন্দ্রের বিজেপি সরকার এর পিছনে জড়িত বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress) ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ৷ যা নিয়ে মমতা তো সরব হয়েছেনই ৷ এই বিষয়ে পাশে পেয়েছেন কংগ্রেসকেও ৷

কংগ্রেসের এই সমর্থনকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ আগামী লোকসভা ভোটে মোদি বিরোধী জোটে তৃণমূল ও কংগ্রেসকে পাশাপাশি দেখা যেতেই পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত ৷ এই পরিস্থিতিতে সিপিএমের কী অবস্থান হবে ? তারা কি তৃণমূলের সঙ্গে জোট করবে ?

Mamata-Biman : মমতার সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করলেন না বিমান

আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য 2024, দিল্লির বিমানে উঠলেন মমতা

বিমান বসুর বক্তব্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সারা দেশে বিজেপি বিরোধী যে কোনও জোটে তাঁরা সামিল হতে চান ৷ সেই জোটে তৃণমূল থাকলে কোনও আপত্তি নেই তো ! উত্তরে একই কথা আবার জানিয়েছেন বর্ষীয়ান এই কমরেড ৷ তবে একবারও তৃণমূলের নাম মুখে আনেননি ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra) জানিয়েছিলেন বিধানসভা ভোটে বিজেমূল স্লোগান ভুল ছিল ৷ শত্রু চিনতে ভুল হয়েছিল ৷ তখনই জল্পনা ছড়িয়েছিল যে তাহলে কি তৃণমূলকে শত্রু হিসেবে ভুল করেছিল সিপিএম ? তাঁদের কি একমাত্র শত্রু হিসেবে বিজেপিকেই ভাবা উচিত ? বাকিদের সঙ্গে হাত মেলানো উচিত ?

আরও পড়ুন : Saumitra Khan : শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর

সেই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া না গেলেও বিমান বসুর মন্তব্যে কিছুটা ইঙ্গিত মিলল ৷ এখন দেখার বাস্তবে কি পুরনো শত্রুতা ভুলে তৃণমূলের সঙ্গে একজোটে সামিল হবে সিপিএম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.