ETV Bharat / city

CPIM Demands School Restart : স্কুল খোলার দাবিতে সরব সূর্যকান্ত মিশ্র, আন্দোলনের পথে এসএফআই

author img

By

Published : Jan 23, 2022, 7:29 AM IST

দু'বছর ধরে করোনা আতঙ্কে ত্রস্ত সাধারণ মানুষ ৷ সংক্রমণের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ৷ এবার স্কুল খোলা নিয়ে সুর চড়ালো রাজ্য সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন । না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে (CPIM Demands School Reopen) ৷

CPIM Demands School Restart
স্কুল খোলার দাবিতে সরব সূর্যকান্ত মিশ্র, আন্দোলনের পথে এসএফআই

কলকাতা, 23 জানুয়ারি : করোনা আবহে প্রায় দু'বছর ধরে বন্ধ রাজ্যের স্কুল ৷ মাঝে দিনকয়েকের জন্য খুললেও ফের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷ এবার স্কুল খোলা নিয়ে সুর চড়ালো রাজ্য সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন (CPIM Demands to Restart the Schools in West Bengal) ।

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘বিরাট সর্বনাশ করে দেওয়া হয়েছে । এরজন্য কয়েকটি প্রজন্মকে ভুগতে হবে । স্কুল অবিলম্বে খুলতে হবে এবং তা স্বাস্থ্যবিধি মেনে করতে হবে । এই দু'বছর ধরে যারা পড়াশোনার সুযোগ পেল না । যাদের স্মার্ট ফোন নেই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেট নেই । তার ফলে ক্ষতি হয়ে গেল । এই শিক্ষাক্ষেত্রে ক্ষতির ভিত্তিপ্রস্তর এরাই তৈরি করে দিয়েছে ।’’

আরও পড়ুন : স্কুল-কলেজ খোলার দাবিতে ফের সরব সুজন চক্রবর্তী

ইতিমধ্যে স্কুল খোলার দাবি উঠেছে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে । রাজ্য সরকারও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে । তবে পরিস্থিতি দেখে আন্দোলনের পথ খুলে রাখছে এসএফআই । রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘এবার আন্দোলন । আমাদের রাজ্যের ভেঙে পড়ার মেরুদণ্ড নিয়ে এবং একটি রাজ্যের গোটা আগামী প্রজন্মের অক্ষরজ্ঞান ভুলিয়ে দিতে বসেছে সরকার ৷ চক্ষুলজ্জার খাতিরে মনে করিয়ে দেওয়ার জন্য সহজপাঠ এবং বর্ণপরিচয় নিয়ে বিকাশভবনে শিক্ষামন্ত্রীর কাছে 24 তারিখ যাব । 27 তারিখ সমস্ত কলেজ বিদ্যালয়ের সামনে ওপেন ক্লাসরুম হবে । 31 তারিখের মধ্যে যদি সদর্থক উত্তর না মেলে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ।’’

কলকাতা, 23 জানুয়ারি : করোনা আবহে প্রায় দু'বছর ধরে বন্ধ রাজ্যের স্কুল ৷ মাঝে দিনকয়েকের জন্য খুললেও ফের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷ এবার স্কুল খোলা নিয়ে সুর চড়ালো রাজ্য সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন (CPIM Demands to Restart the Schools in West Bengal) ।

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘বিরাট সর্বনাশ করে দেওয়া হয়েছে । এরজন্য কয়েকটি প্রজন্মকে ভুগতে হবে । স্কুল অবিলম্বে খুলতে হবে এবং তা স্বাস্থ্যবিধি মেনে করতে হবে । এই দু'বছর ধরে যারা পড়াশোনার সুযোগ পেল না । যাদের স্মার্ট ফোন নেই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেট নেই । তার ফলে ক্ষতি হয়ে গেল । এই শিক্ষাক্ষেত্রে ক্ষতির ভিত্তিপ্রস্তর এরাই তৈরি করে দিয়েছে ।’’

আরও পড়ুন : স্কুল-কলেজ খোলার দাবিতে ফের সরব সুজন চক্রবর্তী

ইতিমধ্যে স্কুল খোলার দাবি উঠেছে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে । রাজ্য সরকারও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে । তবে পরিস্থিতি দেখে আন্দোলনের পথ খুলে রাখছে এসএফআই । রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘এবার আন্দোলন । আমাদের রাজ্যের ভেঙে পড়ার মেরুদণ্ড নিয়ে এবং একটি রাজ্যের গোটা আগামী প্রজন্মের অক্ষরজ্ঞান ভুলিয়ে দিতে বসেছে সরকার ৷ চক্ষুলজ্জার খাতিরে মনে করিয়ে দেওয়ার জন্য সহজপাঠ এবং বর্ণপরিচয় নিয়ে বিকাশভবনে শিক্ষামন্ত্রীর কাছে 24 তারিখ যাব । 27 তারিখ সমস্ত কলেজ বিদ্যালয়ের সামনে ওপেন ক্লাসরুম হবে । 31 তারিখের মধ্যে যদি সদর্থক উত্তর না মেলে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.