ETV Bharat / city

করোনা আক্রান্ত আরও রেলকর্মী, হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল - হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

এদিকে দূরপাল্লার রেল পরিষেবায় যাতে বিঘ্ন না ঘটে তার দিকে নজর রাখছে রেল কর্তৃপক্ষ ৷ তাই অধিকাংশ কর্মীদের সেই ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে ।

covid-infected-rail-staffs-local-trains-cancelled-in-sealdah-and-howrah-section
covid-infected-rail-staffs-local-trains-cancelled-in-sealdah-and-howrah-section
author img

By

Published : Apr 21, 2021, 5:28 PM IST

কলকাতা, 21 এপ্রিল: শিয়ালদহ ও হাওড়া শাখায় চালক, গার্ড সহ একাধিক রেলকর্মী করোনা আক্রান্ত ৷ এই পরিস্থিতিতে আজও দুই শাখায় বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন ।

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন । সংখ্যাটা প্রতিদিন বাড়ছে ৷ এদিকে দূরপাল্লার রেল পরিষেবায় যাতে বিঘ্ন না ঘটে তার দিকে নজর রাখছে রেল কর্তৃপক্ষ ৷ তাই অধিকাংশ কর্মীদের সেই ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে । এর ফলে আজও বাতিল হল একাধিক লোকাল ট্রেন । এদিন রেল কর্মীদের সংক্রমণের জেরে বাতিল হয়েছে শিয়ালদহ শাখার 33টি লোকাল ট্রেন ৷ হাওড়া শাখার 16টি ট্রেন বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন: অক্সিজেনের অভাবে গুজরাতে 10 করোনা রোগীর মৃত্যু

এদিকে, ট্রেনগুলি যে বাতিল হয়েছে, তা সঠিকভাবে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের ৷

কলকাতা, 21 এপ্রিল: শিয়ালদহ ও হাওড়া শাখায় চালক, গার্ড সহ একাধিক রেলকর্মী করোনা আক্রান্ত ৷ এই পরিস্থিতিতে আজও দুই শাখায় বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন ।

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন । সংখ্যাটা প্রতিদিন বাড়ছে ৷ এদিকে দূরপাল্লার রেল পরিষেবায় যাতে বিঘ্ন না ঘটে তার দিকে নজর রাখছে রেল কর্তৃপক্ষ ৷ তাই অধিকাংশ কর্মীদের সেই ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে । এর ফলে আজও বাতিল হল একাধিক লোকাল ট্রেন । এদিন রেল কর্মীদের সংক্রমণের জেরে বাতিল হয়েছে শিয়ালদহ শাখার 33টি লোকাল ট্রেন ৷ হাওড়া শাখার 16টি ট্রেন বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন: অক্সিজেনের অভাবে গুজরাতে 10 করোনা রোগীর মৃত্যু

এদিকে, ট্রেনগুলি যে বাতিল হয়েছে, তা সঠিকভাবে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.