ETV Bharat / city

রিপোর্ট নিয়ে টালিগঞ্জ থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত ব্যক্তি

টালিগঞ্জ থানা এলাকার এক ব্যক্তির সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । আজ সেই রিপোর্ট সংগ্রহ করে তিনি বাড়ি না ফিরে টালিগঞ্জ থানায় উপস্থিত হন ।

COVID-19 positive patient enter into police station
টালিগঞ্জ থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Jun 23, 2020, 6:37 PM IST

কলকাতা, 23 জুন : পজ়িটিভ রিপোর্ট নিয়ে থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত এক ব্যক্তি । রিপোর্ট দেখিয়ে ডিউটি অফিসারকে বললেন, “আমি এখন কী করব বলে দিন ।" চল্লিশোর্ধ ওই ব্যক্তির কাণ্ড দেখে তখন কিংকর্তব্যবিমূঢ় পুলিশ আধিকারিকরা । যে যেদিকে পারলেন সরে পড়লেন । পরে অবশ্য স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে ওই রোগীকে নিয়ে যাওয়া হয় রাজারহাটে ।

কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় টালিগঞ্জ থানা এলাকার এক বাসিন্দা বেসরকারি ল‍্যাবে গতকাল সোয়াবের নমুনা পরীক্ষার জন্য দেন । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসে । রিপোর্ট হাতে পাওয়ার পর কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ওই ব্যক্তি । এই অবস্থায় তিনি আর বাড়ি যাননি । অনেক ভেবেচিন্তে সোজা হাজির হন টালিগঞ্জ থানায় । কর্তব্যরত পুলিশ আধিকারিককে রিপোর্ট দেখিয়ে বলেন, তিনি COVID-19 আক্রান্ত । এমন যে হতে পারে ধারণা ছিল না পুলিশকর্মীদের । এমনিতে কলকাতা পুলিশে কোরোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে । তারমধ্যে বেশিরভাগ সুস্থ হয়ে গেছেন । দু'জন পুলিসকর্মীর মৃত্যু হয়েছে । তা নিয়ে যথেষ্ট চিন্তিত কলকাতা পুলিশের কর্মীরা ।

সমস্ত থানা জীবাণু মুক্ত রাখার জন্য সচেষ্ট লালবাজার । এই অবস্থায় আজ টালিগঞ্জ থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত রোগী । হতচকিত পুলিশকর্মীরা তখন সামাজিক দূরত্ব রাখতে টেবিল থেকে উঠে পড়েন । পরে ওই ব্যক্তিকে একটি ফাঁকা ঘরে বসানো হয় । খবর দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরে । স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে রাজারহাটে নিয়ে গেছেন বলে খবর । টালিগঞ্জ থানা জীবণু মুক্ত করার কাজ চলছে ।

কলকাতা, 23 জুন : পজ়িটিভ রিপোর্ট নিয়ে থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত এক ব্যক্তি । রিপোর্ট দেখিয়ে ডিউটি অফিসারকে বললেন, “আমি এখন কী করব বলে দিন ।" চল্লিশোর্ধ ওই ব্যক্তির কাণ্ড দেখে তখন কিংকর্তব্যবিমূঢ় পুলিশ আধিকারিকরা । যে যেদিকে পারলেন সরে পড়লেন । পরে অবশ্য স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে ওই রোগীকে নিয়ে যাওয়া হয় রাজারহাটে ।

কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় টালিগঞ্জ থানা এলাকার এক বাসিন্দা বেসরকারি ল‍্যাবে গতকাল সোয়াবের নমুনা পরীক্ষার জন্য দেন । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসে । রিপোর্ট হাতে পাওয়ার পর কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ওই ব্যক্তি । এই অবস্থায় তিনি আর বাড়ি যাননি । অনেক ভেবেচিন্তে সোজা হাজির হন টালিগঞ্জ থানায় । কর্তব্যরত পুলিশ আধিকারিককে রিপোর্ট দেখিয়ে বলেন, তিনি COVID-19 আক্রান্ত । এমন যে হতে পারে ধারণা ছিল না পুলিশকর্মীদের । এমনিতে কলকাতা পুলিশে কোরোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে । তারমধ্যে বেশিরভাগ সুস্থ হয়ে গেছেন । দু'জন পুলিসকর্মীর মৃত্যু হয়েছে । তা নিয়ে যথেষ্ট চিন্তিত কলকাতা পুলিশের কর্মীরা ।

সমস্ত থানা জীবাণু মুক্ত রাখার জন্য সচেষ্ট লালবাজার । এই অবস্থায় আজ টালিগঞ্জ থানায় ঢুকে পড়লেন কোরোনা আক্রান্ত রোগী । হতচকিত পুলিশকর্মীরা তখন সামাজিক দূরত্ব রাখতে টেবিল থেকে উঠে পড়েন । পরে ওই ব্যক্তিকে একটি ফাঁকা ঘরে বসানো হয় । খবর দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরে । স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে রাজারহাটে নিয়ে গেছেন বলে খবর । টালিগঞ্জ থানা জীবণু মুক্ত করার কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.