ETV Bharat / city

রাজ্যে সংক্রমিত বেড়ে 9328 - কলকাতায় কোরোনা ভাইরাসের খবর

রাজ্যের কোরোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় মারা গেছেন 432 জন ।

কোরোনা আপডেট
কোরোনা আপডেট
author img

By

Published : Jun 10, 2020, 8:55 PM IST

কলকাতা, 10 জুন : কোরোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রাজ্যে । শেষ24 ঘণ্টায় 343 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মৃত্যু হয়েছে 17 জনের । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমণবেড়ে হল 9328 । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন 432 জন ।

গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 8985 । রাজ্য সরকারপ্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কোমর্বিডিটিতে মৃত্যুহয়েছে 144 জনের ।

এদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 159 জন । এপর্যন্ত রাজ্যে মোট 3779 জন সুস্থ হয়েউঠেছেন । রাজ্যে বর্তমানে কোরোনামুক্ত হয়ে ওঠার হার 40.51 শতাংশ । রাজ্যেগতকাল পর্যন্ত 2 লাখ 87 হাজার 900 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 9 হাজার 519 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ।এখনও পর্যন্ত মোট 2 লাখ 97 হাজার 419 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখ মানুষ পিছু 3305 টি নমুনা পরীক্ষাকরা হয়েছে এ পর্যন্ত । রাজ্যে বর্তমানে সোয়াবের নমুনা পরীক্ষার ল্যাবরেটরির রয়েছে 43 টি । এই সপ্তাহে আরও একটি ল্যাবরেটরিযুক্ত হয়েছে । পাশাপাশি একটি ল্যাবরেটরির এখনও অনুমোদন পাওয়া বাকি রয়েছে ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টার রয়েছে মোট 582 টি । বর্তমানেসেখানে 20 হাজার 275 জন পর্যবেক্ষণে রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন সেন্টার থেকেছাড়া পেয়েছেন 73 হাজার 406 জন । পাশাপাশি এখনও পর্যন্ত মোট 2 লাখ 68 হাজার 221 জনকে হোম কোয়ারানটিনে রাখার ব্যবস্থাকরা হয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 55 হাজার 824 জন ।

রাজ্যে বর্তমানে কোরোনা হাসপাতালের সংখ্যা 69 । এর মধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনাহাসপাতাগুলিতে মোট শয্যার সংখ্যা 8 হাজার 785 ICU যুক্ত শয্যার সংখ্যা 920 । এই মুহূর্তেহাসপাতালগুলিতে মোট 392 টি ভেন্টিলেটর রয়েছে ।

কলকাতা, 10 জুন : কোরোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রাজ্যে । শেষ24 ঘণ্টায় 343 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মৃত্যু হয়েছে 17 জনের । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমণবেড়ে হল 9328 । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন 432 জন ।

গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 8985 । রাজ্য সরকারপ্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কোমর্বিডিটিতে মৃত্যুহয়েছে 144 জনের ।

এদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 159 জন । এপর্যন্ত রাজ্যে মোট 3779 জন সুস্থ হয়েউঠেছেন । রাজ্যে বর্তমানে কোরোনামুক্ত হয়ে ওঠার হার 40.51 শতাংশ । রাজ্যেগতকাল পর্যন্ত 2 লাখ 87 হাজার 900 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 9 হাজার 519 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ।এখনও পর্যন্ত মোট 2 লাখ 97 হাজার 419 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখ মানুষ পিছু 3305 টি নমুনা পরীক্ষাকরা হয়েছে এ পর্যন্ত । রাজ্যে বর্তমানে সোয়াবের নমুনা পরীক্ষার ল্যাবরেটরির রয়েছে 43 টি । এই সপ্তাহে আরও একটি ল্যাবরেটরিযুক্ত হয়েছে । পাশাপাশি একটি ল্যাবরেটরির এখনও অনুমোদন পাওয়া বাকি রয়েছে ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টার রয়েছে মোট 582 টি । বর্তমানেসেখানে 20 হাজার 275 জন পর্যবেক্ষণে রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন সেন্টার থেকেছাড়া পেয়েছেন 73 হাজার 406 জন । পাশাপাশি এখনও পর্যন্ত মোট 2 লাখ 68 হাজার 221 জনকে হোম কোয়ারানটিনে রাখার ব্যবস্থাকরা হয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 55 হাজার 824 জন ।

রাজ্যে বর্তমানে কোরোনা হাসপাতালের সংখ্যা 69 । এর মধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনাহাসপাতাগুলিতে মোট শয্যার সংখ্যা 8 হাজার 785 ICU যুক্ত শয্যার সংখ্যা 920 । এই মুহূর্তেহাসপাতালগুলিতে মোট 392 টি ভেন্টিলেটর রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.