ETV Bharat / city

কোরোনার টিকা নেওয়ার পর রাজ্যে 54 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

author img

By

Published : Jan 24, 2021, 7:15 AM IST

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টিকাকরণের প্রথম দিন 14, দ্বিতীয় দিন 14, তৃতীয় দিন 11, পঞ্চম দিন 4 এবং ষষ্ঠ দিন 11 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । এদের মধ্যে 10 জনকে ভরতি করা হয়েছে হাসপাতালে ।

corona-vaccine-side-effects-in-54-people-in-the-west-bengal
corona-vaccine-side-effects-in-54-people-in-the-west-bengal

কলকাতা, 24 জানুয়ারি: একদিকে যেমন কোরোনার টিকাকরণের হার বাড়ছে রাজ্যে, তেমনই বেড়েছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থের সংখ্যাও । ছ'দিনে কোরোনার টিকা নেওয়ার পর 54 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । তাঁদের মধ্যে 10 জনকে ভরতি করা হয়েছে হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত এই 10 জনের মধ্যে দু'জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনার টিকা দেওয়ার কাজ । দেশে কোরোনার দু'টি টিকা, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গে মূলত কোভিশিল্ড দেওয়া হচ্ছে । তবে রাজ্যে কোভ্যাকসিন-ও এসেছে বলে সূত্রের খবর । 16 জানুয়ারি টিকাকরণের প্রথম দিন রাজ্যে লক্ষ্যমাত্রার 75.9 শতাংশ টিকা দেওয়া সম্ভব হয়েছিল । তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টিকাকরণের হার ক্রমবর্ধমান । 22 জানুয়ারি ষষ্ঠ দিনে টিকাকরণের হার পৌঁছে গিয়েছে লক্ষ্যমাত্রার 87 শতাংশে । এদিকে টিকা দেওয়ার হার বাড়ার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থের সংখ্যাও বেড়ে চলেছে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ছ'দিনে টিকা নেওয়ার পর 54 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । তারা জানিয়েছে, টিকাকরণের প্রথম দিন 14, দ্বিতীয় দিন 14, তৃতীয় দিন 11, পঞ্চম দিন 4 এবং ষষ্ঠ দিন 11 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । এই 54 জনের মধ্যে প্রথম দিন 1, দ্বিতীয় দিন 2, তৃতীয় দিন 2, পঞ্চম দিন 4 এবং ষষ্ঠ দিন একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এই 10 জনের মধ্যে দু'জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়া এই দু'জনের মধ্যে একজন নার্সকে ভরতি করা হয়েছিল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

আরও পড়ুন: কোরোনার ভ্যাকসিনেশনে রাজনীতি নয়, বৈজ্ঞানিক তথ্য প্রকাশের দাবি ইয়েচুরির

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ওই নার্সকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তার সঙ্গে ড্রাগ অ্যালার্জির সম্পর্ক রয়েছে । তবে ঠিক কোন কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, এই বিষয়ে বিশেষজ্ঞদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি ।"

হাসপাতাল থেকে ছুটি পাওয়া আর একজনকে 19 জানুয়ারি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল । ওই দিনই তাঁকে ওই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

আরও পড়ুন: তুর্থ দিনে ভ্যাকসিনেশনের হার বাড়ল রাজ্যে

যে কোনও টিকা নেওয়ার পরই তার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে । কোরোনার টিকা কোভিশিল্ড নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার বিষয়টিও স্বাভাবিক । তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে রাজ্যের বিশেষজ্ঞদের কমিটি । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রয়োজনে হাসপাতালে ভরতি রাখা হচ্ছে পর্যবেক্ষণের জন্য । টিকা নেওয়ার পর যে ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তার কারণ টিকাই কি না তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার পর যাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাঁদের অধিকাংশের উপসর্গ ইঞ্জেকশন নেওয়ার জায়গায় যন্ত্রণা, মাথা ঘোরা, বমিভাব ইত্যাদি । অধিকাংশকেই প্রাথমিক পর্যবেক্ষণের পরে ভ্যাকসিনেশন সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । পার্শ্বপ্রতিক্রিয়ার পিছনে ভ্যাকসিন সংক্রান্ত আতঙ্ক-ও কাজ করছে বলে মত বিশেষজ্ঞদের ।

কলকাতা, 24 জানুয়ারি: একদিকে যেমন কোরোনার টিকাকরণের হার বাড়ছে রাজ্যে, তেমনই বেড়েছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থের সংখ্যাও । ছ'দিনে কোরোনার টিকা নেওয়ার পর 54 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । তাঁদের মধ্যে 10 জনকে ভরতি করা হয়েছে হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত এই 10 জনের মধ্যে দু'জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনার টিকা দেওয়ার কাজ । দেশে কোরোনার দু'টি টিকা, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গে মূলত কোভিশিল্ড দেওয়া হচ্ছে । তবে রাজ্যে কোভ্যাকসিন-ও এসেছে বলে সূত্রের খবর । 16 জানুয়ারি টিকাকরণের প্রথম দিন রাজ্যে লক্ষ্যমাত্রার 75.9 শতাংশ টিকা দেওয়া সম্ভব হয়েছিল । তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টিকাকরণের হার ক্রমবর্ধমান । 22 জানুয়ারি ষষ্ঠ দিনে টিকাকরণের হার পৌঁছে গিয়েছে লক্ষ্যমাত্রার 87 শতাংশে । এদিকে টিকা দেওয়ার হার বাড়ার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থের সংখ্যাও বেড়ে চলেছে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ছ'দিনে টিকা নেওয়ার পর 54 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । তারা জানিয়েছে, টিকাকরণের প্রথম দিন 14, দ্বিতীয় দিন 14, তৃতীয় দিন 11, পঞ্চম দিন 4 এবং ষষ্ঠ দিন 11 জনের শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে । এই 54 জনের মধ্যে প্রথম দিন 1, দ্বিতীয় দিন 2, তৃতীয় দিন 2, পঞ্চম দিন 4 এবং ষষ্ঠ দিন একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এই 10 জনের মধ্যে দু'জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়া এই দু'জনের মধ্যে একজন নার্সকে ভরতি করা হয়েছিল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

আরও পড়ুন: কোরোনার ভ্যাকসিনেশনে রাজনীতি নয়, বৈজ্ঞানিক তথ্য প্রকাশের দাবি ইয়েচুরির

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ওই নার্সকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তার সঙ্গে ড্রাগ অ্যালার্জির সম্পর্ক রয়েছে । তবে ঠিক কোন কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, এই বিষয়ে বিশেষজ্ঞদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি ।"

হাসপাতাল থেকে ছুটি পাওয়া আর একজনকে 19 জানুয়ারি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল । ওই দিনই তাঁকে ওই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

আরও পড়ুন: তুর্থ দিনে ভ্যাকসিনেশনের হার বাড়ল রাজ্যে

যে কোনও টিকা নেওয়ার পরই তার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে । কোরোনার টিকা কোভিশিল্ড নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার বিষয়টিও স্বাভাবিক । তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে রাজ্যের বিশেষজ্ঞদের কমিটি । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রয়োজনে হাসপাতালে ভরতি রাখা হচ্ছে পর্যবেক্ষণের জন্য । টিকা নেওয়ার পর যে ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তার কারণ টিকাই কি না তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার পর যাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাঁদের অধিকাংশের উপসর্গ ইঞ্জেকশন নেওয়ার জায়গায় যন্ত্রণা, মাথা ঘোরা, বমিভাব ইত্যাদি । অধিকাংশকেই প্রাথমিক পর্যবেক্ষণের পরে ভ্যাকসিনেশন সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । পার্শ্বপ্রতিক্রিয়ার পিছনে ভ্যাকসিন সংক্রান্ত আতঙ্ক-ও কাজ করছে বলে মত বিশেষজ্ঞদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.