কলকাতা, 8 এপ্রিল : কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য যত হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োজন, তা মজুত রয়েছে । নবান্নে সাংবাদিক বৈঠকে কোরোনা মোকাবিলার চিকিৎসা নিয়ে এভাবে রাজ্যের সমস্ত মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, "কোভিড-19 রোগীর চিকিৎসা করার জন্য যতটুকু হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োজন, তা মজুত রয়েছে ।" আজ নতুন করে কোরোনায় আক্রান্ত 2 জন ৷ রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 71 । তিনি দাবি করেন, "11টি পরিবার থেকেই আক্রান্ত হয়েছে মোট 61 জন । তবে নতুন করে মৃত্যুর সংখ্যা দেননি মুখ্যমন্ত্রী ।
আজ বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরি এবং সুকুমার মুখোপাধ্যায়কে পাশে নিয়ে নবান্নে সংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোরোনা মোকাবিলার জন্য সার্বিক পরিষেবা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, "কোরোনা মোকাবিলায় তিনটি টাস্কফোর্স তৈরি করেছে রাজ্য সরকার । বেলেঘাটা আইডিতে এখনও পর্যন্ত ভরতি রয়েছে 17 জন । এর মধ্যে ছাড়া পাবেন পাঁচজন । NRS পাঁচজন নার্স এবং 30 জন চিকিৎসক সুস্থ আছেন । স্বাস্থ্যকর্মীরা ভালো আছেন । N95 মাস্ক এক লাখ 28 হাজার 550 টি সরবরাহ করা হয়েছে । হ্যান্ড স্যানিটাইজ়ার 42 হাজার লিটার সরবরাহ করা হয়েছে । পাঁচ হাজার থার্মাল স্ক্রিনিং সরবরাহ করা হয়েছে ।"
সেই সঙ্গে নিজ়ামউদ্দিন যোগ নিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এটি বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয় । এই দু'টো কেন্দ্র সরকারের হাতে । প্রথম থেকে অ্যাকশান নিলে... আমি আর রাজনৈতিক বাকবিতণ্ডা যেতে চাইছি না । কেউ কেউ এটা নিয়ে উলটো পালটা কথা বলছেন । সাম্প্রদায়িক কথা বলছে । মহামারি কোনও ধর্ম বা জাতি দেখে না । যখন হয় সবার ঘরে ঢুকে যায় । মুসলিম, হিন্দু, সাদা-কালো সবার হয়েছে । গোটা পৃথিবীতে ছড়িয়েছে ।"
তাঁর কথায়, "24 মার্চ লকডাউন জারি হয়েছে । তার আগে 13 মার্চ সম্মেলন হয়েছে । আমাদের পুলিশকে তথ্য না দিলে আমরা জানতে পারি না । তথ্য আসার সঙ্গে সঙ্গে মাত্র ছয় ঘণ্টার মধ্যে 108 জন বিদেশিকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠিয়েছি । মোট 177 জন রাজ্য থেকে নিজ়ামউদ্দিনে গিয়েছিলেন । সব মিলিয়ে রাজারহাটের কোয়ারান্টাইনে 200 জনের বেশি রাখা হয়েছে ।"