কলকাতা, 8 মে : এবার বাড়িতে বসেই এক ফোনে করোনা পরীক্ষার ব্যবস্থা শুরু করল কলকাতা পৌরনিগম ৷ সম্পূর্ণ বিনামূল্যে বাড়ির দরজায় পাওয়া যাবে করোনা নির্ণয়কারী পরীক্ষা ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ শুধুমাত্র কলকাতা শহরে প্রতিদিন চার হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা অনলাইনে দেওয়া শুরু করল কলকাতা পৌরনিগম ৷ করোনা পরিস্থিতির মধ্যে যাতে বাড়িতে বসেই পৌর পরিষেবা পাওয়া যায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা শুরু করা হল ৷ বাড়ির মিউটেশন, জলের পাইপলাইন বসানো, ট্রেড লাইসেন্স, নিকাশি থেকে বার্থ সার্টিফিকেটের আবেদনও এবার থেকে পৌরনিগমের ওয়েবসাইটেই করা যাবে ৷
শনিবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এক ফোনেই কলকাতা পৌরনিগমের গাড়ি পৌঁছে যাবে করোনা পরীক্ষা করার জন্য ৷ বড় বড় আবাসনের ক্ষেত্রে তাদের কমিউনিটি হল বা বড় হল ঘরে ব্যবস্থা করে দিলে সেখানে গিয়েই পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা করোনা নির্ণায়ক পরীক্ষা করবেন ৷ করোনা নির্ণায়ক পরীক্ষা করার জন্য আর বাড়ির বাইরে গিয়ে হন্যে হয়ে লাইনে দাঁড়াতে হবে না কলকাতার নাগরিকদের ৷ এর জন্য তিনি একটি ফোন নম্বরও দিয়েছেন ৷ সেটি হল 98103 6572 ৷ এই নম্বরে অমিতাভ চক্রবর্তীকে ফোন করলেই করোনা পরীক্ষার গাড়ি পৌঁছে যাবে বাড়ির দরজায় ৷
আরও পড়ুন : নার্সিংহোমগুলিকে করোনা চিকিৎসায় কালোবাজারি নিয়ে সতর্ক করল শিলিগুড়ি পৌরনিগম
এদিন ফিরহাদ জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার ফলেই সমস্যা তৈরি হয়েছে ৷ কেন্দ্রের কাছে 3 কোটি ভ্যাকসিন চাওয়ার পরও খুব স্বল্প সংখ্যক ভ্যাকসিন আসছে রাজ্যে ৷ পরিস্থিতি এতটাই জটিল, যে আগামী সোমবার পর্যন্ত দ্বিতীয় দফার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না ৷ আশঙ্কা প্রকাশ করে এদিন ফিরহাদ জানিয়েছেন, নতুন করে ভ্যাকসিন না এলে ভ্যাকসিন দেওয়ার কাজ সাময়িক বন্ধও হয়ে যেতে পারে ৷