ETV Bharat / city

আতঙ্ক রয়েছে কিন্তু পেটের তাগিদে সচল সোনাগাছি

author img

By

Published : Mar 18, 2020, 11:56 PM IST

পেটের তাগিদে কাজ বন্ধ করেননি সোনাগাছির যৌনকর্মীরা । যদিও গ্রাহক নেই বললেই চলে । ফলে রোজগার প্রায় বন্ধ ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা, 18 মার্চ : কোরোনা আতঙ্কের ছায়া কলকাতার এই নিষিদ্ধপল্লিতেও । কিন্তু পেটের তাগিদে কাজ বন্ধ করেননি যৌনকর্মীরা । যদিও গ্রাহক নেই বললেই চলে । ফলে টান পড়ছে পেটে ।

অন্যদিনের মতো আজও গ্রাহকের খোঁজে রাস্তায় নেমেছেন সোনাগাছির যৌনকর্মীরা । কিন্তু কোরোনা সংক্রমণের আতঙ্কে গ্রাহকদের দেখা মিলছে না ।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা চিকিৎসক সরোজিৎ জানা বলেন, "সংগঠনের স্বাস্থ্যকর্মীরা প্রতিটি যৌনকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে এই রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছেন । কী কী করলে সংক্রমণ থেকে মুক্ত থাকা সম্ভব তাও জানাচ্ছেন যৌনকর্মীদের ।" তিনি আরও বলেন, "এখানকার মহিলাদের পক্ষে মুখে মাস্ক পরে কাজ করা সম্ভব নয় ।" তাই তাঁদের জন্য তিনি নিদান দিয়েছেন, যেমন কোনও গ্রাহক যদি হাঁচি, কাশি বা জ্বর এই সমস্ত উপসর্গ নিয়ে আসেন তাহলে তাঁদের যেন ফিরিয়ে দেওয়া হয় । সাবান বা স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন । এছাড়াও যদি কারওর জ্বর বা সর্দি-কাশি হয় তাহলে যেন তিনি দুর্বারের ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান ।

অন্যদিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বলেন, "কোরোনার ভয়ে এখান তেমন গ্রাহক আসছেন না । গ্রাহক না এলে রোজগার হবে না । "

কলকাতা, 18 মার্চ : কোরোনা আতঙ্কের ছায়া কলকাতার এই নিষিদ্ধপল্লিতেও । কিন্তু পেটের তাগিদে কাজ বন্ধ করেননি যৌনকর্মীরা । যদিও গ্রাহক নেই বললেই চলে । ফলে টান পড়ছে পেটে ।

অন্যদিনের মতো আজও গ্রাহকের খোঁজে রাস্তায় নেমেছেন সোনাগাছির যৌনকর্মীরা । কিন্তু কোরোনা সংক্রমণের আতঙ্কে গ্রাহকদের দেখা মিলছে না ।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা চিকিৎসক সরোজিৎ জানা বলেন, "সংগঠনের স্বাস্থ্যকর্মীরা প্রতিটি যৌনকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে এই রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছেন । কী কী করলে সংক্রমণ থেকে মুক্ত থাকা সম্ভব তাও জানাচ্ছেন যৌনকর্মীদের ।" তিনি আরও বলেন, "এখানকার মহিলাদের পক্ষে মুখে মাস্ক পরে কাজ করা সম্ভব নয় ।" তাই তাঁদের জন্য তিনি নিদান দিয়েছেন, যেমন কোনও গ্রাহক যদি হাঁচি, কাশি বা জ্বর এই সমস্ত উপসর্গ নিয়ে আসেন তাহলে তাঁদের যেন ফিরিয়ে দেওয়া হয় । সাবান বা স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন । এছাড়াও যদি কারওর জ্বর বা সর্দি-কাশি হয় তাহলে যেন তিনি দুর্বারের ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান ।

অন্যদিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বলেন, "কোরোনার ভয়ে এখান তেমন গ্রাহক আসছেন না । গ্রাহক না এলে রোজগার হবে না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.