ETV Bharat / city

বারাসত আদালতে জামিনের আবেদন হয়নি রাজীব কুমারের, দাবি সরকারি কৌঁসুলির

author img

By

Published : Sep 16, 2019, 4:12 PM IST

প্রাক্তন IPS রাজীব কুমার আদালতে জামিনের আবেদন করেছেন ? সরকারি কৌঁসুলি কী বললেন ?

রাজীবকুমারের মামলা ফাইল হয়নি বারাসতে, জানালেন পিপি

বারাসত, 16 সেপ্টেম্বর : রাজীব কুমারের জামিনের মামলা রুজু করা হয়নি বারাসত আদালতে । সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন সরকারি কৌঁসুলি শান্তময় বসু ।

রাজীব কুমার শনিবার বারাসত আদালতে জামিনের আবেদন করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল । কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন সরকারি আইনজীবী শান্তময় বসু । তিনি সাংবাদিকদের সাফ জানালেন, ''শনিবার ও রবিবার আদালত বন্ধ ছিল । প্রবীণ আইনজীবী সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে সোমবার আদালতে কর্মবিরতি চলছে । তাই আজ কোনও মামলা ফাইল হতে পারে না । ''

বারাসত আদালতে ফাইল সেকশনের কর্মীরাও জানাচ্ছেন, শনিবার রাজীব কুমারের জামিন সংক্রান্ত কোনও মামলা দায়ের হয়নি । জেলা বিচারকের দপ্তরেও খোঁজ নিয়ে জানা গিয়েছে, শনিবার রাজীব কুমারের জামিনের কোনও মামলা দায়ের হয়নি ।

প্রাক্তন IPS রাজীব কুমার আদালতে জামিনের আবেদন করেছেন ? সরকারি কৌঁসুলি কী বললেন ?

CBI কোর্টে জামিনের আবেদন দায়ের হয়েছে কি না, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে শান্তময়বাবু বলেন, ''CBI কোর্ট 2015 সালে আলিপুরে চলে গিয়েছে । বারাসতে বর্তমানে CBI কোর্ট নেই । ফলে প্রাক্তন IPS রাজীব কুমার ঠিক কোন আদালতে জামিনের আবেদন করেছেন, তা জানা নেই ৷''

বারাসত, 16 সেপ্টেম্বর : রাজীব কুমারের জামিনের মামলা রুজু করা হয়নি বারাসত আদালতে । সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন সরকারি কৌঁসুলি শান্তময় বসু ।

রাজীব কুমার শনিবার বারাসত আদালতে জামিনের আবেদন করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল । কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন সরকারি আইনজীবী শান্তময় বসু । তিনি সাংবাদিকদের সাফ জানালেন, ''শনিবার ও রবিবার আদালত বন্ধ ছিল । প্রবীণ আইনজীবী সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে সোমবার আদালতে কর্মবিরতি চলছে । তাই আজ কোনও মামলা ফাইল হতে পারে না । ''

বারাসত আদালতে ফাইল সেকশনের কর্মীরাও জানাচ্ছেন, শনিবার রাজীব কুমারের জামিন সংক্রান্ত কোনও মামলা দায়ের হয়নি । জেলা বিচারকের দপ্তরেও খোঁজ নিয়ে জানা গিয়েছে, শনিবার রাজীব কুমারের জামিনের কোনও মামলা দায়ের হয়নি ।

প্রাক্তন IPS রাজীব কুমার আদালতে জামিনের আবেদন করেছেন ? সরকারি কৌঁসুলি কী বললেন ?

CBI কোর্টে জামিনের আবেদন দায়ের হয়েছে কি না, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে শান্তময়বাবু বলেন, ''CBI কোর্ট 2015 সালে আলিপুরে চলে গিয়েছে । বারাসতে বর্তমানে CBI কোর্ট নেই । ফলে প্রাক্তন IPS রাজীব কুমার ঠিক কোন আদালতে জামিনের আবেদন করেছেন, তা জানা নেই ৷''

Intro:রাজীবকুমারের জামিনের মামলা ফাইল হয়নি বারাসত আদালতে। সোমবার সাংবাদিকদের বৈঠকে জানালেন সরকারি কৌঁসুলি শান্তময় বসু।Body:রাজীবকুমার শনিবার বারাসত আদালতে জামিনের আবেদন করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন খোদ সরকারি আইনজীবী শান্তময় বসু। তিনি সাংবাদিকদের সাফ জানালেন, শনি ও রবিবার আদালত বন্ধ ছিল। প্রবীণ আইনজীবী সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে সোমবার আদালতে কর্মবিরতি চলছে। তাই আজ কোনওমামলা ফাইল হতে পারে না।' বারাসত আদালতে মামলা ফাইলিং সেকশনের কর্মীরাও জানাচ্ছেন, শনিবারা রাজীবকুমারের জামিনের কোনও মামলা ফাইল হয়নি। জেলা বিচারকের দপ্তরেও খোঁজ নিয়ে জানা গিয়েছে, শনিবার রাজীবকুমারের জামিনের কোনও মামলা ফাইল হয়নি। আবার বারাসতে সিবিআই কোর্টে মামলা ফাইল হয়েছে বলেও কেউ কেউ বলেন। কিন্তু বাস্তব হল বারাসতের সিবিআই কোর্ট ২০১৫ সালে আলিপুরে চলে গিয়েছে। বারাসতে বর্তমানে সিবিআই কোর্ট নেই।Conclusion:ফেল রাজীবকুমার ঠিক কোন আদালতে জামিনের আবেদন করেছেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.