বারাসত, 16 সেপ্টেম্বর : রাজীব কুমারের জামিনের মামলা রুজু করা হয়নি বারাসত আদালতে । সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন সরকারি কৌঁসুলি শান্তময় বসু ।
রাজীব কুমার শনিবার বারাসত আদালতে জামিনের আবেদন করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল । কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন সরকারি আইনজীবী শান্তময় বসু । তিনি সাংবাদিকদের সাফ জানালেন, ''শনিবার ও রবিবার আদালত বন্ধ ছিল । প্রবীণ আইনজীবী সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে সোমবার আদালতে কর্মবিরতি চলছে । তাই আজ কোনও মামলা ফাইল হতে পারে না । ''
বারাসত আদালতে ফাইল সেকশনের কর্মীরাও জানাচ্ছেন, শনিবার রাজীব কুমারের জামিন সংক্রান্ত কোনও মামলা দায়ের হয়নি । জেলা বিচারকের দপ্তরেও খোঁজ নিয়ে জানা গিয়েছে, শনিবার রাজীব কুমারের জামিনের কোনও মামলা দায়ের হয়নি ।
CBI কোর্টে জামিনের আবেদন দায়ের হয়েছে কি না, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে শান্তময়বাবু বলেন, ''CBI কোর্ট 2015 সালে আলিপুরে চলে গিয়েছে । বারাসতে বর্তমানে CBI কোর্ট নেই । ফলে প্রাক্তন IPS রাজীব কুমার ঠিক কোন আদালতে জামিনের আবেদন করেছেন, তা জানা নেই ৷''