ETV Bharat / city

"সাংবিধানিক প্রধানরা বাচ্চাদের দস্তানা পরে নেই", মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের - রাজ্যপালের টুইট

একুশের সভা থেকে নাম না করে রাজ্যপালকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তার পালটা দিলেন রাজ্যপাল ৷ বললেন, ''সাংবিধানিক পদাধিকারীরা পঙ্গু নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন ।''

জগদীপ ধনকড়
রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Jul 22, 2020, 7:13 PM IST

কলকাতা, 22 জুলাই : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তিনি । "যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।" টুইটবার্তা রাজ্যপালের ৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ পরপর দু'টি টুইট করেন ধনকড় । প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "গত 15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

  • গত ১৫ জুলাই এবং ২১ জুলাই এর মঞ্চ থেকে @MamataOfficial রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামতের প্রকাশ করেছেন তা দুর্ভাগ্যজনক। যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পড়ে নেই।(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

  • সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন। তাঁদের পা-ও মাটির তৈরি নয়। আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন। যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন।(2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 21 জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভার আগের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয় । পাশাপাশি রাজ্যে বাড়তে থাকা কোরোনার সংক্রমণ ও মৃত্যু নিয়েও অমিত শাহকে বলেন ধনকড় ৷ এরপরই 21 জুলাইয়ের ভার্চুয়াল সভায় রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ''দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷'' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ টুইট করেন রাজ্যপাল ৷

কলকাতা, 22 জুলাই : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তিনি । "যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।" টুইটবার্তা রাজ্যপালের ৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ পরপর দু'টি টুইট করেন ধনকড় । প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "গত 15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

  • গত ১৫ জুলাই এবং ২১ জুলাই এর মঞ্চ থেকে @MamataOfficial রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামতের প্রকাশ করেছেন তা দুর্ভাগ্যজনক। যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পড়ে নেই।(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

  • সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন। তাঁদের পা-ও মাটির তৈরি নয়। আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন। যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন।(2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 21 জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভার আগের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয় । পাশাপাশি রাজ্যে বাড়তে থাকা কোরোনার সংক্রমণ ও মৃত্যু নিয়েও অমিত শাহকে বলেন ধনকড় ৷ এরপরই 21 জুলাইয়ের ভার্চুয়াল সভায় রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ''দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷'' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ টুইট করেন রাজ্যপাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.