ETV Bharat / city

রাজ্যে পরিস্থিতি শান্ত করতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার আহ্বান কংগ্রেসের

প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"

Pradip
মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার আহ্বান প্রদীপ ভট্টাচার্যর
author img

By

Published : Dec 16, 2019, 8:22 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের নামে চলছে তাণ্ডব । ট্রেন ও বাসে আগুন লাগানোর পাশাপাশি সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, পুলিশ পেটানোর ঘটনা ঘটেছে । রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি । অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস, অবরোধ ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে যারা তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি ।

প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"

Pradip
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ । তিনি বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মানুষের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজ্য সরকারের উচিত মানুষকে সচেতন করা । মিছিল করলে যানজট হয় । কিন্তু সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে মানুষকে আরও বেশি বোঝানো দরকার ।"

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের নামে চলছে তাণ্ডব । ট্রেন ও বাসে আগুন লাগানোর পাশাপাশি সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, পুলিশ পেটানোর ঘটনা ঘটেছে । রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি । অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস, অবরোধ ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে যারা তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি ।

প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"

Pradip
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ । তিনি বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মানুষের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজ্য সরকারের উচিত মানুষকে সচেতন করা । মিছিল করলে যানজট হয় । কিন্তু সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে মানুষকে আরও বেশি বোঝানো দরকার ।"

Intro:রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদল সভা ডাকার পরামর্শ দিয়েছেন তিনি। উদ্বিগ্ন এই বর্ষীয়ান কংগ্রেস সাংসদ রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। নিয়মিত প্রকাশ্যে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এমন কাজ যারা করছে তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য।


Body:রাজ্যের বর্তমান অবস্থার প্রেক্ষিতে অধ্যাপক সংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াই লড়তে হবে। এই লড়াইয়ে অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে।
পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রীর খুব সত্বর একটি সর্বদলীয় সভা ডাকা উচিত বলে মনে করেন প্রদীপ ভট্টাচার্য। মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা প্রতিহত করা যাবে না বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের আইন-শৃঙ্খলা অবস্থা আরো বেশি সক্রিয় করার পরামর্শ দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মানুষের দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজ্য সরকারের উচিত মানুষকে সচেতন করা। মিছিল করলে যানজট সৃষ্টি হয়। কিন্তু মানুষকে যদি সচেতন ভাবে বোঝানো যায়, বা আরও বেশি প্রচার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইনের সম্পর্কে মানুষকে বোঝানো দরকার বলে জানিয়েছেন তিনি।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.