কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের নামে চলছে তাণ্ডব । ট্রেন ও বাসে আগুন লাগানোর পাশাপাশি সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, পুলিশ পেটানোর ঘটনা ঘটেছে । রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি । অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস, অবরোধ ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে যারা তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি ।
প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ । তিনি বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মানুষের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজ্য সরকারের উচিত মানুষকে সচেতন করা । মিছিল করলে যানজট হয় । কিন্তু সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে মানুষকে আরও বেশি বোঝানো দরকার ।"