ETV Bharat / city

Metro Smart Card Recharge পেমেন্ট অ্যাপ থেকেই স্মার্ট কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা আনছে কলকাতা মেট্রো - কলকাতা মেট্রো

কলকাতা মেট্রোর (Kolkata Metro) স্মার্ট কার্ড রিচার্জ অনলাইনে (Online Recharge) করার ব্যবস্থা আগেই করেছে কর্তৃপক্ষ ৷ এবার রিচার্জের সময় টাকা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট অ্যাপেরও (Payment App) সুবিধা পাবেন যাত্রীরা ৷

commuters-can-recharge-kolkata-metro-smart-card-from-payment-app
Metro Smart Card Recharge পেমেন্ট অ্যাপ থেকেই স্মার্ট কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা আনছে কলকাতা মেট্রো
author img

By

Published : Aug 20, 2022, 9:45 PM IST

কলকাতা, 20 অগস্ট : কলকাতা মেট্রোকে (Kolkata Metro) এক কথায় কলকাতার লাইফলাইন বলা যায় । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয় । দ্রুত নিজের গন্তব্য পৌঁছতে মেট্রোকেই বেছে নিয়েছেন যাত্রীরা । তাই এহেন অতি ব্যবহৃত মেট্রোকে আরও যাত্রীবান্ধব করে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে । আর তারই অঙ্গ হিসেবে এবছরেই চালু করা হয়েছে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ (Metro Smart Card Recharge) করার জন্য মেট্রো রাইড কলকাতা মোবাইল অ্যাপ ।

তাই লম্বা লাইনে দাড়িয়ে স্মার্ট কার্ড রিচার্জ করার দিন গিয়েছে । আর এবার এই পরিষেবাকে আরও যাত্রীবান্ধব করে তুলতে এবার একাধিক পেমেন্ট অ্যাপ (Payment App) দিয়ে টাকা দেওয়া যাবে ৷ মেট্রো রেলের তরফে এমনই জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, করোনার (Covid Pandemic) পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ভিড় এড়াতে মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার কন্টাক্টলেস রিচার্জ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে । তাই আবার পরিষেবা শুরু হওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল টিকিট কাউন্টার । তারপর আবারও শুরু হয়েছিল কাউন্টার থেকে টোকেন দেওয়ার ব্যবস্থা ।

তবে ভিড়ে লাইনে না যাতে যাত্রীদের দাঁড়াতে হয়, তাই বিভিন্ন স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও বসানো হয়েছে । পাশাপাশি একটি ক্লিকের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ (Online Recharge) করার জন্য সম্প্রতি এই অ্যাপও চালু করা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে । ইতিমধ্যেই এই অ্যাপ ভীষণভাবেই সাড়া ফেলেছে তাই এই অ্যাপটিকে আরও উন্নত করতে কোমর বেঁধেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : বিজ্ঞাপন-শুটিং-প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে

কলকাতা, 20 অগস্ট : কলকাতা মেট্রোকে (Kolkata Metro) এক কথায় কলকাতার লাইফলাইন বলা যায় । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয় । দ্রুত নিজের গন্তব্য পৌঁছতে মেট্রোকেই বেছে নিয়েছেন যাত্রীরা । তাই এহেন অতি ব্যবহৃত মেট্রোকে আরও যাত্রীবান্ধব করে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে । আর তারই অঙ্গ হিসেবে এবছরেই চালু করা হয়েছে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ (Metro Smart Card Recharge) করার জন্য মেট্রো রাইড কলকাতা মোবাইল অ্যাপ ।

তাই লম্বা লাইনে দাড়িয়ে স্মার্ট কার্ড রিচার্জ করার দিন গিয়েছে । আর এবার এই পরিষেবাকে আরও যাত্রীবান্ধব করে তুলতে এবার একাধিক পেমেন্ট অ্যাপ (Payment App) দিয়ে টাকা দেওয়া যাবে ৷ মেট্রো রেলের তরফে এমনই জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, করোনার (Covid Pandemic) পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ভিড় এড়াতে মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার কন্টাক্টলেস রিচার্জ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে । তাই আবার পরিষেবা শুরু হওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল টিকিট কাউন্টার । তারপর আবারও শুরু হয়েছিল কাউন্টার থেকে টোকেন দেওয়ার ব্যবস্থা ।

তবে ভিড়ে লাইনে না যাতে যাত্রীদের দাঁড়াতে হয়, তাই বিভিন্ন স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও বসানো হয়েছে । পাশাপাশি একটি ক্লিকের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ (Online Recharge) করার জন্য সম্প্রতি এই অ্যাপও চালু করা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে । ইতিমধ্যেই এই অ্যাপ ভীষণভাবেই সাড়া ফেলেছে তাই এই অ্যাপটিকে আরও উন্নত করতে কোমর বেঁধেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : বিজ্ঞাপন-শুটিং-প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.