ETV Bharat / city

CNG Bus Service : কসবা পরিবহণ ভবন এলাকায় তৈরি হচ্ছে সিএনজি স্টেশন

author img

By

Published : Aug 27, 2021, 7:58 PM IST

কসবায় তৈরি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি স্টেশন ৷ খুব দ্রুত সেই সিএনজি স্টেশন তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে বেশ কয়েকটি বাসকে ভবিষ্যতে সিএনজিতে রূপান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যে মোট আটটি জায়গায় সিএনজি স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর ৷

CNG Station to be set up near at Kasba Transportation Building
কসবা পরিবহন ভবন এলাকায় তৈরি হচ্ছে সিএনজি স্টেশন

কলকাতা, 27 অগস্ট : এবার কসবা পরিবহণ ভবন চত্বরের তৈরি করা হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG) স্টেশন । আর সেই সিএনজি স্টেশন তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলে জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যেই সিএনজি চালিত বাস চালু করেছে । সেই বাসের উদ্বোধনে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, আপাতত দু‘টি বাসকে সিএনজিতে চালানো হবে ৷ তবে, আগামী দিনে আরও বেশ কয়েকটি বাসকে সিএনজি বাসে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের । শুধু সরকারি বাসই নয়, বেসরকারি বাসের ক্ষেত্রেও এই একই পরিকল্পনা রয়েছে সরকারের ৷

অন্যদিকে, সম্প্রতি রাজ্যের সরকারি বাসে ‘ডুয়েল ফুয়েল কিট’ লাগিয়ে চালানো শুরু হয়েছে । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি (SBSTC)-র উদ্যোগে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় একটি পুরনো বাসকে তৈরি করা হয়েছে ৷ এই বাসটি উদ্বোধনে এসে পরিবহণমন্ত্রী জানান, এক দেড় মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে বাসটিকে ৷ এর পর ধাপে ধাপে বাকি বাসগুলিতেও এই ব্যবস্থা চালু করা হতে পারে ৷

নারায়ন স্বরূপ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সচিব থাকাকালীন জানিয়েছিলেন, কসবায় সিএনজি স্টেশন শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ এবার সেইমতো কসবায় শুরু হয়েছে স্টেশন তৈরির কাজ ৷ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি চালু করেছে পরিবহণ দফতর ৷ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘সিএনজি স্টেশন তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে ৷ আর কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে সিএনজি স্টেশনটি ৷’’

আরও পড়ুন : Dual-fuel bus : জ্বালানির বিকল্প হিসেবে চালু হল 'ডুয়েল ফুয়েল' বাস

জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড গত জুন মাসে একটি ‘সিএনজি বাস ফুয়েল’ চুক্তি সই করেছে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সিএনজি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজিসিএল (BGCL) ও জিসিজিএসসিএল (GCGSCL) বা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাইয়ের উপর ৷ গ্যাস সরবরাহ করা হবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ৷ জানা গিয়েছে, এর জন্য রাজ্যের আটটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে তৈরি করা যাবে সিএনজি স্টেশন । হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘড়িয়া, সাঁতরাগাছি ও করুণাময়ীতে এই সিএনজি স্টেশনগুলি তৈরি করা হবে ৷

কলকাতা, 27 অগস্ট : এবার কসবা পরিবহণ ভবন চত্বরের তৈরি করা হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG) স্টেশন । আর সেই সিএনজি স্টেশন তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলে জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যেই সিএনজি চালিত বাস চালু করেছে । সেই বাসের উদ্বোধনে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, আপাতত দু‘টি বাসকে সিএনজিতে চালানো হবে ৷ তবে, আগামী দিনে আরও বেশ কয়েকটি বাসকে সিএনজি বাসে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের । শুধু সরকারি বাসই নয়, বেসরকারি বাসের ক্ষেত্রেও এই একই পরিকল্পনা রয়েছে সরকারের ৷

অন্যদিকে, সম্প্রতি রাজ্যের সরকারি বাসে ‘ডুয়েল ফুয়েল কিট’ লাগিয়ে চালানো শুরু হয়েছে । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি (SBSTC)-র উদ্যোগে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় একটি পুরনো বাসকে তৈরি করা হয়েছে ৷ এই বাসটি উদ্বোধনে এসে পরিবহণমন্ত্রী জানান, এক দেড় মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে বাসটিকে ৷ এর পর ধাপে ধাপে বাকি বাসগুলিতেও এই ব্যবস্থা চালু করা হতে পারে ৷

নারায়ন স্বরূপ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সচিব থাকাকালীন জানিয়েছিলেন, কসবায় সিএনজি স্টেশন শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ এবার সেইমতো কসবায় শুরু হয়েছে স্টেশন তৈরির কাজ ৷ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি চালু করেছে পরিবহণ দফতর ৷ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘সিএনজি স্টেশন তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে ৷ আর কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে সিএনজি স্টেশনটি ৷’’

আরও পড়ুন : Dual-fuel bus : জ্বালানির বিকল্প হিসেবে চালু হল 'ডুয়েল ফুয়েল' বাস

জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড গত জুন মাসে একটি ‘সিএনজি বাস ফুয়েল’ চুক্তি সই করেছে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সিএনজি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজিসিএল (BGCL) ও জিসিজিএসসিএল (GCGSCL) বা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাইয়ের উপর ৷ গ্যাস সরবরাহ করা হবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ৷ জানা গিয়েছে, এর জন্য রাজ্যের আটটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে তৈরি করা যাবে সিএনজি স্টেশন । হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘড়িয়া, সাঁতরাগাছি ও করুণাময়ীতে এই সিএনজি স্টেশনগুলি তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.