ETV Bharat / city

3 ডিসেম্বর চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Nov 28, 2020, 10:47 PM IST

2018 সালের 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল । সেতু নতুন করে তৈরি করার ভার নেয় পূর্ত দপ্তর ।

MajherHat Bridge open on ৩rd December
3 ডিসেম্বর চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

কলকাতা, 28 নভেম্বর : অপেক্ষার অবসান । অবশেষে মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের দিন চূড়ান্ত হল । আগামী 3 ডিসেম্বর উদ্বোধন হবে ব্রিজ । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মাঝেরহাট ব্রিজ দ্রুত চালু করার দাবি নিয়ে গত বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন BJP কর্মী ও সমর্থকরা । পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ হয় বিক্ষোভকারীদের । নবনির্মিত মাঝেরহাট ব্রিজ চালুতে দেরি হওয়ার কারণ নিয়ে রাজ্য সরকার অবশ্য রেলকে দোষারোপ করে । রেল ছাড়পত্র না দেওয়ার কারণে চালু করতে দেরি হচ্ছে বলে জানায় রাজ্য সরকার । তবে রেল এই বিষয় তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানায় যে, "রাজ্য সরকার মূল নকশায় কিছু পরিবর্তন এনেছিল । যার ফলে প্রায় চার মাস বিলম্বিত হয় কাজ । এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রাজ্য সরকারের তরফে কিছু বিলম্ব ঘটে । রেলের তরফে সেতুর কোনও কাজে বিলম্ব ঘটেনি ।" দুর্গা পুজোর আগে মাজেরহাট ব্রিজ চালু করার কথা ছিল । কিন্তু নবনির্মিত ব্রিজের বেশ কিছু কাজ বাকি থাকার কারণে তা সম্ভব হয়নি । সম্প্রতি বিটুমিন ও কংক্রিট ফেলে শেষ হল কাজ। ব্রিজের যেই অংশটি রেল লাইনের উপর দিয়ে গেছে সেই অংশের চূড়ান্ত পরিদর্শন করে সেফটি ও সিকিউরিটির ছাড়পত্রও মিলে গেছে। এবার শুধু সেতুটি চালু হওয়ার অপেক্ষা।

2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ । ঘটনায় তিনজনের মৃত্যু হয় । দ্বিতীয়বার যাতে ব্রিজ ভেঙে দুর্ঘটনা না ঘটে তার জন্য সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার । 800 মিটার লম্বা সেতু তৈরি করার জন্য খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা । দু'বছরের বেশি সময় যাবৎ বন্ধ থাকা মাঝেরহাট ব্রিজকে কেন্দ্র করে সমস্যায় পড়েন বেহালা চত্বরের মানুষ । সেই সমস্যার মুক্তি ঘটতে চলেছে ।

কলকাতা, 28 নভেম্বর : অপেক্ষার অবসান । অবশেষে মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের দিন চূড়ান্ত হল । আগামী 3 ডিসেম্বর উদ্বোধন হবে ব্রিজ । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মাঝেরহাট ব্রিজ দ্রুত চালু করার দাবি নিয়ে গত বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন BJP কর্মী ও সমর্থকরা । পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ হয় বিক্ষোভকারীদের । নবনির্মিত মাঝেরহাট ব্রিজ চালুতে দেরি হওয়ার কারণ নিয়ে রাজ্য সরকার অবশ্য রেলকে দোষারোপ করে । রেল ছাড়পত্র না দেওয়ার কারণে চালু করতে দেরি হচ্ছে বলে জানায় রাজ্য সরকার । তবে রেল এই বিষয় তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানায় যে, "রাজ্য সরকার মূল নকশায় কিছু পরিবর্তন এনেছিল । যার ফলে প্রায় চার মাস বিলম্বিত হয় কাজ । এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রাজ্য সরকারের তরফে কিছু বিলম্ব ঘটে । রেলের তরফে সেতুর কোনও কাজে বিলম্ব ঘটেনি ।" দুর্গা পুজোর আগে মাজেরহাট ব্রিজ চালু করার কথা ছিল । কিন্তু নবনির্মিত ব্রিজের বেশ কিছু কাজ বাকি থাকার কারণে তা সম্ভব হয়নি । সম্প্রতি বিটুমিন ও কংক্রিট ফেলে শেষ হল কাজ। ব্রিজের যেই অংশটি রেল লাইনের উপর দিয়ে গেছে সেই অংশের চূড়ান্ত পরিদর্শন করে সেফটি ও সিকিউরিটির ছাড়পত্রও মিলে গেছে। এবার শুধু সেতুটি চালু হওয়ার অপেক্ষা।

2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ । ঘটনায় তিনজনের মৃত্যু হয় । দ্বিতীয়বার যাতে ব্রিজ ভেঙে দুর্ঘটনা না ঘটে তার জন্য সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার । 800 মিটার লম্বা সেতু তৈরি করার জন্য খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা । দু'বছরের বেশি সময় যাবৎ বন্ধ থাকা মাঝেরহাট ব্রিজকে কেন্দ্র করে সমস্যায় পড়েন বেহালা চত্বরের মানুষ । সেই সমস্যার মুক্তি ঘটতে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.