ETV Bharat / city

500 দিনে পড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানিয়ে টুইট মুখ্য়মন্ত্রীর - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

‘দিদিকে বলো’ কর্মসূচির 500 দিন পূরণ হল আজ ৷ সেই উপলক্ষে রাজ্য়বাসীকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার জন্য় ধন্য়বাদ জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একই সঙ্গে রাজ্য় সরকারের ষষ্ঠ বেতন কমিশন চালু করা সহ একাধিক প্রকল্প নিয়েও এদিন টুইটারে পোস্ট করেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷

cm mamata banerjee tweet on completion of 500 days of didike bolo
500 দিনে পড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানিয়ে টুইট মুখ্য়মন্ত্রীর
author img

By

Published : Jan 28, 2021, 2:55 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ তার আগে সোশাল মিডিয়ায় রাজ্য় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নিজের টুইটার অ্য়াকাউন্টে ষষ্ঠ বেতন কমিশন, এমনকী সামাজিক সুরক্ষা যোজনা সহ পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো বিষয় নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী ৷ অন্য়দিকে আজ ‘দিদিকে বলো’ কর্মসূচি 500 দিনে পড়ল ৷ সেই নিয়েও নিজের টুইটারে রাজ্য়বাসীকে সহযোগিতা করার জন্য় ধন্য়বাদ জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

‘দিদিকে বলো’ কর্মসূচির 500 দিনে পড়ল আজ ৷ এই মাইলস্টোন ছোঁয়ার দিনে রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানান মুখ্য়মন্ত্রী ৷ তিনি টুইটারে ধন্য়বাদ জানিয়ে লেখেন, ‘‘আমি সন্তুষ্ট যে ‘দিদিকে বলো’ কর্মসূচি আজকে 500দিন পূরণ করল ৷ এই কর্মসূচিতে প্রায় 28 লাখ মানুষ হেল্পলাইন নম্বর 9137091370-এ তাঁদের সমস্যা নিয়ে যোগাযোগ করেছেন ৷ এমনকী অন্য় মাধ্য়মে 80 লাখ মানুষ তাঁদের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন ৷ সহযোগিতা ও সাড়া দেওয়ার জন্য, আমি আপনাদের সবাইকে ধন্য়বাদ জানাই ৷’’

  • I'm pleased at the completion of 500 Days of my initiative 'Didi Ke Bolo'. Over this course, 28 Lakh people reached out to the helpline 91370 91370 with more than 80 Lakh interactions taking place. I thank each one of you for your support & response.#500DaysOfDidiKeBolo (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দুয়ারে সরকার প্রকল্পে কর্মরতদের 5 হাজার টাকা ভাতা দেবে রাজ্য

দিদিকে বলো কর্মসূচি ছাড়াও, ষষ্ঠ বেতন কমিশন চালু করার বিষয়েও এদিন টুইট করেন মুখ্য়মন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেস সরকার তার দ্বিতীয়বারের টার্মে কী কী কাজ করেছে সেই নিয়েই এই পোস্ট করেন তিনি ৷ মুখ্য়মন্ত্রী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশন চালু করেছে ৷ সামাজিক সুরক্ষা যোজনাগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ এবং সেই সঙ্গে পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, জয় জহর, স্নেহের পরশ, প্রচেষ্টা প্রকল্প, তফসিলি বন্ধু এবং আরও অনেক ৷’’

  • Through feedback received on @DidiKeBolo, GoWB implemented the 6th Pay Commission, expanded Samajik Suraksha Yojana & started programmes like Pathashree, Duare Sarkar, Paray Samadhan, Jai Johar, Sneher Paras, Prochesta Prakalpa, Taposili Bandhu & many others. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 28 জানুয়ারি : সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ তার আগে সোশাল মিডিয়ায় রাজ্য় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নিজের টুইটার অ্য়াকাউন্টে ষষ্ঠ বেতন কমিশন, এমনকী সামাজিক সুরক্ষা যোজনা সহ পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো বিষয় নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী ৷ অন্য়দিকে আজ ‘দিদিকে বলো’ কর্মসূচি 500 দিনে পড়ল ৷ সেই নিয়েও নিজের টুইটারে রাজ্য়বাসীকে সহযোগিতা করার জন্য় ধন্য়বাদ জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

‘দিদিকে বলো’ কর্মসূচির 500 দিনে পড়ল আজ ৷ এই মাইলস্টোন ছোঁয়ার দিনে রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানান মুখ্য়মন্ত্রী ৷ তিনি টুইটারে ধন্য়বাদ জানিয়ে লেখেন, ‘‘আমি সন্তুষ্ট যে ‘দিদিকে বলো’ কর্মসূচি আজকে 500দিন পূরণ করল ৷ এই কর্মসূচিতে প্রায় 28 লাখ মানুষ হেল্পলাইন নম্বর 9137091370-এ তাঁদের সমস্যা নিয়ে যোগাযোগ করেছেন ৷ এমনকী অন্য় মাধ্য়মে 80 লাখ মানুষ তাঁদের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন ৷ সহযোগিতা ও সাড়া দেওয়ার জন্য, আমি আপনাদের সবাইকে ধন্য়বাদ জানাই ৷’’

  • I'm pleased at the completion of 500 Days of my initiative 'Didi Ke Bolo'. Over this course, 28 Lakh people reached out to the helpline 91370 91370 with more than 80 Lakh interactions taking place. I thank each one of you for your support & response.#500DaysOfDidiKeBolo (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দুয়ারে সরকার প্রকল্পে কর্মরতদের 5 হাজার টাকা ভাতা দেবে রাজ্য

দিদিকে বলো কর্মসূচি ছাড়াও, ষষ্ঠ বেতন কমিশন চালু করার বিষয়েও এদিন টুইট করেন মুখ্য়মন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেস সরকার তার দ্বিতীয়বারের টার্মে কী কী কাজ করেছে সেই নিয়েই এই পোস্ট করেন তিনি ৷ মুখ্য়মন্ত্রী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশন চালু করেছে ৷ সামাজিক সুরক্ষা যোজনাগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ এবং সেই সঙ্গে পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, জয় জহর, স্নেহের পরশ, প্রচেষ্টা প্রকল্প, তফসিলি বন্ধু এবং আরও অনেক ৷’’

  • Through feedback received on @DidiKeBolo, GoWB implemented the 6th Pay Commission, expanded Samajik Suraksha Yojana & started programmes like Pathashree, Duare Sarkar, Paray Samadhan, Jai Johar, Sneher Paras, Prochesta Prakalpa, Taposili Bandhu & many others. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.