ETV Bharat / city

মইদুলের পরিবারের একজনকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর - নবান্ন অভিযান

নবান্নে সাংবাদিক বৈঠক করে মইদুল ইসলাম মিদ্যার পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

cm-mamata-banerjee-offer-job-for-one-of-family-member-of-maidul-islam-mridha
cm-mamata-banerjee-offer-job-for-one-of-family-member-of-maidul-islam-mridha
author img

By

Published : Feb 15, 2021, 5:04 PM IST

Updated : Feb 15, 2021, 5:27 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: নবান্ন অভিযানে ''লাঠিচার্জে আহত'' যুবক মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়েছে ৷ এবার মইদুলের পরিবারের পাশে আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাম কর্মী মইদুলের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

11 ফেব্রুয়ারি বাম ছাত্র যুবর নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় । কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে নবান্ন অভিযান কর্মসূচি ছিল 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠনের । নবান্ন অভিযানের সময় ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হন মইদুল ইসলাম মিদ্যা । প্রথমে তাঁকে ডাক্তার ফুয়াদ হালিমের অধীনে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই সোমবার সকালে মৃত্যু হয় তাঁর । এবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মইদুল ইসলাম মিদ্যার পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও খবর: দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি মইদুলের পরিবারের

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক ৷ কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পর জানা যাবে ৷ আমি সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি ৷ মইদুলের পরিবারের পাশে আছি ৷ পরিবারের একজনকে চাকরি দেব ৷"

কলকাতা, 15 ফেব্রুয়ারি: নবান্ন অভিযানে ''লাঠিচার্জে আহত'' যুবক মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়েছে ৷ এবার মইদুলের পরিবারের পাশে আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাম কর্মী মইদুলের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

11 ফেব্রুয়ারি বাম ছাত্র যুবর নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় । কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে নবান্ন অভিযান কর্মসূচি ছিল 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠনের । নবান্ন অভিযানের সময় ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হন মইদুল ইসলাম মিদ্যা । প্রথমে তাঁকে ডাক্তার ফুয়াদ হালিমের অধীনে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই সোমবার সকালে মৃত্যু হয় তাঁর । এবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মইদুল ইসলাম মিদ্যার পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও খবর: দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি মইদুলের পরিবারের

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক ৷ কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পর জানা যাবে ৷ আমি সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি ৷ মইদুলের পরিবারের পাশে আছি ৷ পরিবারের একজনকে চাকরি দেব ৷"

Last Updated : Feb 15, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.