ETV Bharat / city

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনে কোরোনার বিরুদ্ধে বার্তা

রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোরোনার পরিস্থিতিতে এ বছর জাঁকজমকহীন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Independence day 2020 at Red Road
রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 15, 2020, 1:28 PM IST

কলকাতা, ১৫ অগাস্ট : রেড রোডে আজ ৭৪তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালিত হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজকের অনুষ্ঠান থেকে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী । সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রদর্শিত হয় চার-পাঁচটি ট্যাবলো । তার মধ্যে বেশিরভাগ কোরোনা সচেতনতা সংক্রান্ত ছিল । পাশাপাশি, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কোরোনা যোদ্ধাদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কোরোনা আবহে স্বাধীনতা দিবস উদযাপন হলেও মূল অনুষ্ঠানের সময়সীমা অনেকটা কমানো হয় আজ । জাঁকজমক না করে খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় । অন্যান্য বছর আড়ম্বরপূর্ণ বিভিন্ন ট্যাবলো থাকে । প্রথম ট্যাবলোর স্লোগান ছিল, "কোরোনা হারবে বাংলা জিতবে ।" রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের একটি ট্যাবলো ছিল । এই ট্যাবলোকে সামনে রেখে তুলে ধরা হয় স্যানিটাইজ়ার ও মাস্ক তৈরি করে অর্থনীতি সুদৃঢ় করার বার্তা । কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে একটি ট্যাবলো রেড রোডে বের হয় । কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পুলিশ ও প্রশাসন কাজ করছে তা এর মাধ্যমে তুলে ধরা হয় । এছাড়াও মুখ্যমন্ত্রী ২৫ জন কোরোনা যোদ্ধাকে সম্মান জানান । স্বাস্থ্যকর্মী থেকে সাফাইকর্মী-সহ একেবারে প্রথম সারিতে থেকে লড়াই করা কোভিড যোদ্ধাদের হাতে মানপত্র তুলে দেন তিনি । প্রতিবারের মতো পুলিশ মেডেলও প্রদান করেন মুখ্যমন্ত্রী ।

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ অগাস্ট : রেড রোডে আজ ৭৪তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালিত হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজকের অনুষ্ঠান থেকে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী । সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রদর্শিত হয় চার-পাঁচটি ট্যাবলো । তার মধ্যে বেশিরভাগ কোরোনা সচেতনতা সংক্রান্ত ছিল । পাশাপাশি, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কোরোনা যোদ্ধাদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কোরোনা আবহে স্বাধীনতা দিবস উদযাপন হলেও মূল অনুষ্ঠানের সময়সীমা অনেকটা কমানো হয় আজ । জাঁকজমক না করে খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় । অন্যান্য বছর আড়ম্বরপূর্ণ বিভিন্ন ট্যাবলো থাকে । প্রথম ট্যাবলোর স্লোগান ছিল, "কোরোনা হারবে বাংলা জিতবে ।" রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের একটি ট্যাবলো ছিল । এই ট্যাবলোকে সামনে রেখে তুলে ধরা হয় স্যানিটাইজ়ার ও মাস্ক তৈরি করে অর্থনীতি সুদৃঢ় করার বার্তা । কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে একটি ট্যাবলো রেড রোডে বের হয় । কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পুলিশ ও প্রশাসন কাজ করছে তা এর মাধ্যমে তুলে ধরা হয় । এছাড়াও মুখ্যমন্ত্রী ২৫ জন কোরোনা যোদ্ধাকে সম্মান জানান । স্বাস্থ্যকর্মী থেকে সাফাইকর্মী-সহ একেবারে প্রথম সারিতে থেকে লড়াই করা কোভিড যোদ্ধাদের হাতে মানপত্র তুলে দেন তিনি । প্রতিবারের মতো পুলিশ মেডেলও প্রদান করেন মুখ্যমন্ত্রী ।

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.