কলকাতা ও শ্রীরামপুর, 24 ফেব্রুয়ারি: পোলবার পুলকার দুর্ঘটনায় মৃত ঋষভের বাবাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুরে নবান্ন থেকে ফোন করে ঋষভের বাবার সঙ্গে কথা বলেছেন বলে নবান্ন সূত্রের খবর । ফোনে তার পরিবারের বিষয়ে খোঁজ-খবর নেন মমতা । পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন আছে কি না সে বিষয়টিও মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন ঋষভের বাবা সন্তোষ সিংয়ের থেকে ।
শ্রীরামপুরের বসুন্ধরা এপার্টমেন্টের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রসঙ্গে বাবা সন্তোষ সিং বলেন, "হাসপাতালে দেখা করতে পারেননি বলে আমাকে বলেন যেন কিছু মনে করতে । উনি অনেক চেষ্টা করেছেন চিকিৎসার জন্য । আমার বড় ছেলে আয়ুষেরও খোঁজ নেন মুখ্যমন্ত্রী ।"
14 ফেব্রুয়ারি পুলকার দুর্ঘটনায় আহত হয়ে SSKM হাসপাতালে ভরতি হয় ঋষভ । মাল্টি-অর্গান ফেলিওর হয়েই মৃত্যু হয় তার । দুর্ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন । চারিদিকে শুরু হয় ধড়পাকড় ।
নবান্ন সূত্রের খবর, দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুতে যথেষ্ট ব্যথিত মুখ্যমন্ত্রী। বিষয়টিতে দোষীদের কোনভাবেই যাতে ছাড়া না হয় তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে । পাশাপাশি, ঋষভের পরিবারের পাশে সব রকম ভাবে থাকার আশ্বাসও দিয়েছেন মমতা ।