ETV Bharat / city

Mayor on Booster Dose: বুস্টার ডোজে গতি আনতে ক্লাব ও আবাসনগুলিকে ক্যাম্প করার আবেদন মেয়রের - বিনামূল্যে বুস্টার ডোজ

পুজোর আগে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যে এ বার শহরের ক্লাব ও আবাসন কমিটিগুলিকে এগিয়ে আসতে আবেদন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Clubs and Housing Committees Should Arrange Booster Camp Urge by KMC Mayor) ৷ বুস্টার ডোজ দিতে ক্যাম্পের আয়োজন করতে অনুরোধ করলেন তিনি ৷ প্রয়োজনে পৌরনিগম থেকে সাহায্য করা হবে বলে জানান তিনি ৷

Clubs and Housing Committees Should Arrange Booster Camp Urge by KMC Mayor
Clubs and Housing Committees Should Arrange Booster Camp Urge by KMC Mayor
author img

By

Published : Jul 24, 2022, 12:39 PM IST

কলকাতা, 24 জুলাই: ক্লাব ও আবাসন কমিটিগুলিকে বুস্টার ডোজের ক্যাম্প করার জন্য এগিয়ে আসতে আবেদন করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Clubs and Housing Committees Should Arrange Booster Camp Urge by KMC Mayor) ৷ যাতে কেন্দ্রের দেওয়া 75 দিনের সময়সীমার মধ্যে শহর কলকাতায় বুস্টার ডোজ সম্পূর্ণ করা যায় সেটাই লক্ষ্য পৌরনিগম কর্তৃপক্ষের ৷

মেয়র এ দিন জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে নিয়মিত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷ তবে, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, 30 সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রাজ্য় সরকার বুস্টার ডোজ দিতে পারবে ৷ এ দিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘সামনেই শারদোৎসব ৷ পুজোর সময় সকলে একসঙ্গে কাটাতে হলে এখনই বুস্টার ডোজ নিতে হবে ৷’’ আর তার জন্য বুস্টার দেওয়ার গতি বাড়াতে হবে বলে জানান তিনি ৷

ফিরহাদ হাকিম এ দিন আবেদন করেছেন, সময়ের মধ্যে বুস্টার দেওয়া শেষ করতে হলে স্থানীয় ক্লাব এবং আবাসনগুলিকে এগিয়ে আসতে হবে ৷ তবে, অন্তত 100 জন বুস্টার ডোজ নেবেন এমনটা নিশ্চিত করলে, ক্লাব ও আবাসন কমিটিগুলিকে ক্যাম্প করতে সহযোগিতা করবে ৷ বিশেষ করে আবাসনগুলির ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা প্রদান করলে পৌরনিগম কর্তৃপক্ষ সেখানে স্বাস্থ্যকর্মীদের পাঠাবে বুস্টার দেওয়ার জন্য ৷

আরও পড়ুন: Coronavirus Free Booster Dose: বিনামূল্যে বুস্টার ডোজ, টিকা নিতে 18 থেকে 59 বছর বয়সিদের লাইন

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রতিদিন গড়ে 17-20 হাজার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷ শনিবার পর্যন্ত 25 লক্ষ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৷ কলকাতায় এখনও প্রায় 75 লক্ষ নাগরিকের বুস্টার ডোজ নেওয়া বাকি রয়েছে ৷ বাকিদের পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে চাইছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷

কলকাতা, 24 জুলাই: ক্লাব ও আবাসন কমিটিগুলিকে বুস্টার ডোজের ক্যাম্প করার জন্য এগিয়ে আসতে আবেদন করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Clubs and Housing Committees Should Arrange Booster Camp Urge by KMC Mayor) ৷ যাতে কেন্দ্রের দেওয়া 75 দিনের সময়সীমার মধ্যে শহর কলকাতায় বুস্টার ডোজ সম্পূর্ণ করা যায় সেটাই লক্ষ্য পৌরনিগম কর্তৃপক্ষের ৷

মেয়র এ দিন জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে নিয়মিত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷ তবে, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, 30 সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রাজ্য় সরকার বুস্টার ডোজ দিতে পারবে ৷ এ দিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘সামনেই শারদোৎসব ৷ পুজোর সময় সকলে একসঙ্গে কাটাতে হলে এখনই বুস্টার ডোজ নিতে হবে ৷’’ আর তার জন্য বুস্টার দেওয়ার গতি বাড়াতে হবে বলে জানান তিনি ৷

ফিরহাদ হাকিম এ দিন আবেদন করেছেন, সময়ের মধ্যে বুস্টার দেওয়া শেষ করতে হলে স্থানীয় ক্লাব এবং আবাসনগুলিকে এগিয়ে আসতে হবে ৷ তবে, অন্তত 100 জন বুস্টার ডোজ নেবেন এমনটা নিশ্চিত করলে, ক্লাব ও আবাসন কমিটিগুলিকে ক্যাম্প করতে সহযোগিতা করবে ৷ বিশেষ করে আবাসনগুলির ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা প্রদান করলে পৌরনিগম কর্তৃপক্ষ সেখানে স্বাস্থ্যকর্মীদের পাঠাবে বুস্টার দেওয়ার জন্য ৷

আরও পড়ুন: Coronavirus Free Booster Dose: বিনামূল্যে বুস্টার ডোজ, টিকা নিতে 18 থেকে 59 বছর বয়সিদের লাইন

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রতিদিন গড়ে 17-20 হাজার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷ শনিবার পর্যন্ত 25 লক্ষ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৷ কলকাতায় এখনও প্রায় 75 লক্ষ নাগরিকের বুস্টার ডোজ নেওয়া বাকি রয়েছে ৷ বাকিদের পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে চাইছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.