কলকাতা, 12 মে : ভোটের পরে পরে সোশাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ এমন বেশ কিছু সোশাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করল সিআইডি । ঘটনায় গ্রেফতার করা হল 2 জনকে ৷ ভবানীভবনের সিআইডির সাইবার সেলের গোয়েন্দারা জানাচ্ছেন, কোন কোন অ্যাকাউন্ট থেকে ভুয়ো সংঘর্ষের ভিডিয়ো ছড়ানো হয়েছে তা প্রথমে চিহ্নিত করা হচ্ছে । তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছেন গোয়েন্দারা । সূত্র ধরে ধীরে ধীরে ওই সমস্ত অ্যাকাউন্ট আইডি থেকে যারা ভিডিয়োগুলি পোস্ট করেছিল তাদের কাছে পৌঁছাবে সিআইডি । জানা গিয়েছে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ভিন রাজ্যে যেতে পারে সিআইডি ।
আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় তদন্তভার নিল সিআইডি
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গত সোমবার পর্যন্ত প্রায় 300 ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ এসেছে । সিআইডি মনে করছে, ভিডিয়োগুলি উস্কানিমূলক বাতাবরণ সৃষ্টি করার জন্য ইচ্ছাকৃতভাবে এবং পূর্বপরিকল্পিতভাবে পোস্ট করা হয়েছে । যে ভিডিয়োগুলি গোয়েন্দাদের হাতে এসেছে, তার প্রত্যেকটি বিহার, ওড়িশা ও উত্তরপ্রদেশের হিংসার ভিডিয়ো বলে দাবি গোয়েন্দাদের । ইতিমধ্যে সিআইডির তরফে এই ধরনের ভিডিয়ো পোস্ট করার ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে । এই টিমের দায়িত্বে রয়েছেন একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পর্যায়ের আধিকারিক । সিআইডির তরফে সমস্ত সোশাল মিডিয়া কর্তৃপক্ষকে বিতর্কিত পোস্টগুলি মুছে ফেলতে বলা হয়েছে ।
সিআইডির অনুমান, এটি একটি বিশেষ সাইবার চক্র । যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে বিতর্কিত মন্তব্য, ভুয়ো সংঘর্ষের ছবি-ভিডিয়ো পোস্ট করে রাজ্যে অশান্তি পাকাতে চাইছে । ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে সিআইডি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের ।