ETV Bharat / city

চিনা যুবতিকে ছুটি দিল বেলেঘাটা আইডি - Novel Coronavirus

সংক্রমণহীন চিনা যুবতি ৷ মিলেছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সবুজ সংকেতও ৷ গতকাল দুপুরেই তাঁকে ছুটি দেয় বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Coronavirus in Kolkata
বেলেঘাটা আইডি হাসপাতাল
author img

By

Published : Jan 29, 2020, 7:59 AM IST

Updated : Jan 29, 2020, 8:55 AM IST

কলকাতা, 29 জানুয়ারি : ছুটি দেওয়া হল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভরতি চিনা যুবতিকে ৷ 27 জানুয়ারি থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ওই যুবতি ৷ পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই যুবতিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল দুপুরেই তাঁকে ছুটি দিয়েছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ ৷ চিনা দূতাবাসের প্রতিনিধিরা গতকাল তাঁকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন ।

সোমবার বিকেলে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ জানিয়েছিল, চিনা যুবতির শরীরে কোরোনা ভাইরাস সংক্রমণের সন্দেহজনক কোনও উপসর্গ খুঁজে পাওয়া যায়নি । তাই কোরোনা ভাইরাস পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনাও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর প্রয়োজন পড়ছে না বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।

সোমবারই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান তপন বিশ্বাস বলেছিলেন, "করোনা ভাইরাসের উপসর্গ প্রধানত শ্বাসনালীতে সংক্রমণ, এই রোগীর ক্ষেত্রে এই ধরনের কোনও সংক্রমণ পাওয়া যায়নি । কোরোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই । সুতরাং, আমরা এটাকে করোনা ভাইরাসের সংক্রমণ ভাবছি না ।"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটার হাসপাতালে ভরতি চিনা যুবতি

তারপরও যুবতি যে সংক্রমণহীন, তা নিশ্চিত করতে তাঁর কেস ডিটেলস পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় । সেখান থেকে যদি রোগীর সোয়াবের নমুনা চাওয়া হয়, তাও পাঠানো হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এরপর গতকাল দুপুরেই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বলেন, "পুনে থেকে জানানো হয়েছে, এই রোগীর অসুস্থতার বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত কোনও বিষয় নয় । রোগী ভালো আছেন । তাই আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে ।" তিনি আরও বলেন, "পুনেতে এই রোগীর পুরো কেস হিস্ট্রি পাঠানো হয়েছিল । করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কিছু মাপকাঠি রয়েছে । এই রোগীর উপসর্গগুলি সেই মাপকাঠির মধ্যে পড়ছে না । তাই সোয়াবের নমুনা পাঠাতে হয়নি ।"

বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) আশিস মান্না মঙ্গলবার বলেন, "এই রোগীকে আজ দুপুরের পরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিনা দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে গেছেন ।" জ্বর এবং শরীরে ব়্যাশ নিয়ে ওই যুবতি রবিবার রাত থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ।

কলকাতা, 29 জানুয়ারি : ছুটি দেওয়া হল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভরতি চিনা যুবতিকে ৷ 27 জানুয়ারি থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ওই যুবতি ৷ পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই যুবতিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল দুপুরেই তাঁকে ছুটি দিয়েছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ ৷ চিনা দূতাবাসের প্রতিনিধিরা গতকাল তাঁকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন ।

সোমবার বিকেলে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ জানিয়েছিল, চিনা যুবতির শরীরে কোরোনা ভাইরাস সংক্রমণের সন্দেহজনক কোনও উপসর্গ খুঁজে পাওয়া যায়নি । তাই কোরোনা ভাইরাস পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনাও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর প্রয়োজন পড়ছে না বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।

সোমবারই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান তপন বিশ্বাস বলেছিলেন, "করোনা ভাইরাসের উপসর্গ প্রধানত শ্বাসনালীতে সংক্রমণ, এই রোগীর ক্ষেত্রে এই ধরনের কোনও সংক্রমণ পাওয়া যায়নি । কোরোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই । সুতরাং, আমরা এটাকে করোনা ভাইরাসের সংক্রমণ ভাবছি না ।"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটার হাসপাতালে ভরতি চিনা যুবতি

তারপরও যুবতি যে সংক্রমণহীন, তা নিশ্চিত করতে তাঁর কেস ডিটেলস পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় । সেখান থেকে যদি রোগীর সোয়াবের নমুনা চাওয়া হয়, তাও পাঠানো হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এরপর গতকাল দুপুরেই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বলেন, "পুনে থেকে জানানো হয়েছে, এই রোগীর অসুস্থতার বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত কোনও বিষয় নয় । রোগী ভালো আছেন । তাই আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে ।" তিনি আরও বলেন, "পুনেতে এই রোগীর পুরো কেস হিস্ট্রি পাঠানো হয়েছিল । করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কিছু মাপকাঠি রয়েছে । এই রোগীর উপসর্গগুলি সেই মাপকাঠির মধ্যে পড়ছে না । তাই সোয়াবের নমুনা পাঠাতে হয়নি ।"

বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) আশিস মান্না মঙ্গলবার বলেন, "এই রোগীকে আজ দুপুরের পরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিনা দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে গেছেন ।" জ্বর এবং শরীরে ব়্যাশ নিয়ে ওই যুবতি রবিবার রাত থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ।

Intro:কলকাতা, ২৮ জানুয়ারি: পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে সবুজ সংকেত পাওয়ার পরে, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি থাকা চিনা যুবতিকে মঙ্গলবার দুপুরে এই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। চিনা দূতাবাসের প্রতিনিধিরা এ দিন তাঁকে হাসপাতাল থেকে নিয়ে গিয়েছেন। চিনা এই যুবতি ভালো আছেন বলে এই হাসপাতাল থেকে জানানো হয়েছে।


Body:গতকাল, সোমবার বিকালে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, গত রবিবার রাত থেকে সেখানকার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮ বছর বয়সি চিনা যুবতির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহজনক কোনও উপসর্গ খুঁজে পাওয়া যায় নি। যে কারণে, করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর প্রয়োজন পড়ছে না। গতকাল, সোমবার বিকালে বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান, চিকিৎসক তপন বিশ্বাস বলেছিলেন, "করোনা ভাইরাসের যে উপসর্গ প্রধানত শ্বাসনালীতে সংক্রমণ, এই রোগীর ক্ষেত্রে এই ধরনের কোনও সংক্রমণ পাওয়া যায়নি। করোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই। সুতরাং, আমরা এটাকে করোনা ভাইরাসের সংক্রমণ ভাবছি না।" এই চিকিৎসক গতকাল বলেছিলেন, "পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এই রোগীর কেস ডিটেলস আমরা পাঠিয়েছি। ওখান থেকে যদি বলা হয় সোয়াবের স্যাম্পেল পাঠানোর জন্য, তাহলে আমরা পাঠিয়ে দেখব করোনা ভাইরাস নেগেটিভ আছে কি না।"


Conclusion:মঙ্গলবার দুপুরের পরে বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বলেন, "পুনে থেকে জানানো হয়েছে, এই রোগীর অসুস্থতার বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত কোনও বিষয় নয়। এই রোগী ভালো আছেন। তাই আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে।" তিনি বলেন, "পুনেতে এই রোগীর পুরো কেস হিস্ট্রি পাঠানো হয়েছিল। করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই রোগীর উপসর্গগুলি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। তাই সোয়াবের নমুনা পাঠাতে হয়নি।" কোন ধরনের ক্রাইটেরিয়া? উপসর্গ হিসাবে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা থাকার কথা। অন্যদিকে, চিনে যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে, সেই জন্য কোনও রোগীর ক্ষেত্রে এই উপসর্গগুলি থাকলে তখন দেখতে হবে ওই রোগী চিনে গিয়েছিলেন কি না। চিনা কোনও মানুষের সঙ্গে তাঁর দেখা সাক্ষাৎ হয়েছিল কি না। অর্থাৎ, চিনের সঙ্গে যোগাযোগ। এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "চিনা কোনও মানুষের সঙ্গে হয়তো এই রোগীর দেখা-সাক্ষাৎ হয়েছে। তবে, এই রোগীর ক্ষেত্রে উপসর্গ। তাই, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না বলে, পুনেতে এই রোগীর সোয়াবের স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠাতে হয়নি।" হাসপাতাল সূত্রে খবর, ভরতির পর থেকেই চিনা এই যুবতি হাসপাতালে থাকতে চাইছিলেন না‌। তিনি খুব বিরক্ত বোধ করছিলেন। এদিকে, বেলেঘাটা আইডি হাসপাতলে চিনা এই যুবতিকে যিনি ভরতি করিয়ে দিয়ে গিয়েছিলেন, তার খোঁজ আর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই কারণে এই যুবতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার জন্য চিনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) আশিস মান্না মঙ্গলবার বলেন, "এই রোগীকে আজ দুপুরের পরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। চিনা দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে গিয়েছেন।" কোন উপসর্গ থাকায় এই রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল? চিকিৎসক তপন বিশ্বাস গতকাল, সোমবার বলেছিলেন, "জ্বর এবং শরীরে র‍্যাশ নিয়ে এই রোগী রবিবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে এসেছেন।" হাসপাতাল সূত্রে চিনা এই যুবতির নাম ZNO Huamin বলে জানা গিয়েছে। গত রবিবার রাতে উল্টোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে চিনা এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছিল। _______
Last Updated : Jan 29, 2020, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.