ETV Bharat / city

করোনা মোকাবিলায় কী পদক্ষেপ, রাজ্য়পালকে জানালেন মুখ্যসচিব - আলাপন বন্দ্য়োপাধ্য়ায়

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য়পালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের ৷ কোভিড মোকাবিলায় কী কী পদক্ষেপ করছে রাজ্য সরকার ? জগদীপ ধনকড়কে সেই তথ্য দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় ৷

chief secretary alapan banerjee meet governor jagdeep dhankar to provide Covid-19 scenario
করোনা মোকাবিলায় কী পদক্ষেপ, রাজ্য়পালকে জানালেন মুখ্যসচিব
author img

By

Published : Apr 19, 2021, 3:21 PM IST

Updated : Apr 19, 2021, 5:37 PM IST

কলকাতা, 19 এপ্রিল : করোনা বাগে আনতে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার ? রাজ্যপালের সঙ্গে দেখা করে তারই বিস্তারিত বিবরণ দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায় ৷ এদিন রাজভবনে গিয়ে রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব-সহ অন্য আধিকারিকরাও ৷ রাজ্য়ের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে ৷

বৈঠক শেষে এই বিষয়ে টুইট করেন রাজ্যপাল ৷ মহামারি রুখতে সকলের সহযোগিতা চান তিনি ৷ রাজ্য়পালের মতে, মানবতার স্বার্থে এখন রাজ্য় ও কেন্দ্রীয় সরকারকে একযোগে কাজ করতে হবে ৷ সকলকে করোনার মোকাবিলায় এগিয়ে আসতে হবে ৷

  • CS @MamataOfficial and Health Secretary briefed me on Covid-19 scenario.

    Impressed upon then to take all affirmative steps to secure full participation of people. Central Government & State Government must act in tandem to combat this menace to humanity. pic.twitter.com/3N2DBpcwbc

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ইতিমধ্যেই ক্রমশ অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতির ৷ পর পর দু’দিন দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে আড়াই লাখের গণ্ডি ৷ এদিকে, একাধিক রাজ্যের অভিযোগ, তাদের হাতে করোনার পর্যাপ্ত টিকা নেই ৷ নেই জরুরি জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতিও তেমনই বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ এদিন সেই একই সমস্যার কথা রাজ্যপালকেও জানিয়েছেন মুখ্যসচিব ৷ তাঁদের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয় ৷

আরও পড়ুন : করোনা ঠেকাতে তৎপর রাজ্য, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মমতার

এদিকে, করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে কাটছাঁট করতে শুরু করেছে ৷ জমায়েত, মিছিল, মিটিং থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷

কলকাতা, 19 এপ্রিল : করোনা বাগে আনতে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার ? রাজ্যপালের সঙ্গে দেখা করে তারই বিস্তারিত বিবরণ দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায় ৷ এদিন রাজভবনে গিয়ে রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব-সহ অন্য আধিকারিকরাও ৷ রাজ্য়ের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে ৷

বৈঠক শেষে এই বিষয়ে টুইট করেন রাজ্যপাল ৷ মহামারি রুখতে সকলের সহযোগিতা চান তিনি ৷ রাজ্য়পালের মতে, মানবতার স্বার্থে এখন রাজ্য় ও কেন্দ্রীয় সরকারকে একযোগে কাজ করতে হবে ৷ সকলকে করোনার মোকাবিলায় এগিয়ে আসতে হবে ৷

  • CS @MamataOfficial and Health Secretary briefed me on Covid-19 scenario.

    Impressed upon then to take all affirmative steps to secure full participation of people. Central Government & State Government must act in tandem to combat this menace to humanity. pic.twitter.com/3N2DBpcwbc

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ইতিমধ্যেই ক্রমশ অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতির ৷ পর পর দু’দিন দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে আড়াই লাখের গণ্ডি ৷ এদিকে, একাধিক রাজ্যের অভিযোগ, তাদের হাতে করোনার পর্যাপ্ত টিকা নেই ৷ নেই জরুরি জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতিও তেমনই বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ এদিন সেই একই সমস্যার কথা রাজ্যপালকেও জানিয়েছেন মুখ্যসচিব ৷ তাঁদের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয় ৷

আরও পড়ুন : করোনা ঠেকাতে তৎপর রাজ্য, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মমতার

এদিকে, করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে কাটছাঁট করতে শুরু করেছে ৷ জমায়েত, মিছিল, মিটিং থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷

Last Updated : Apr 19, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.