কলকাতা, 4 জুন : করোনার টিকাকরণ নিয়ে আরও বাড়ল কেন্দ্র-রাজ্য সংঘাত । এবার থেকে করোনার টিকাকরণের শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ এতদিন পর্যন্ত করোনার টিকাকরণের শংসাপত্রে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ এবার রাজ্য সরকার নিজের উদ্যোগেই টিকা কিনে সাধারণ মানুষকে তা দেবে ৷ সেই কারণেই টিকাকরণের সংশ্লিষ্ট শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ যেহেতু রাজ্য সরকার নিজের টাকায় ভ্যাকসিন কিনে সাধারণ মানুষকে দিচ্ছে, তাই প্রধানমন্ত্রী ছবির বদলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, যে টিকাগুলি রাজ্যকে পাঠাবে কেন্দ্র, শুধুমাত্র সেই টিকাগুলি দেওয়ার সময়েই সংশ্লিষ্ট শংসাপত্রে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মুখ্য পৌর প্রশাসক ফিরহাদ হাকিম ৷ সেখানেই ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেন, রাজ্য সরকার যে ভ্যাকসিন সাধারণ মানুষকে দিচ্ছে, তাতে রাজ্য সরকারের ছবি থাকা উচিত ৷ তাহলে সাধারণ মানুষ জানতে পারবেন রাজ্য সরকারের সহযোগিতায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অবগত করার জন্যই রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্ত।
এর আগে বার বার রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিন চাওয়ার পরও তারা যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন বা টিকা রাজ্যে পাঠাচ্ছে না ৷ বস্তুত, এই ইস্যুতে রাজনীতি ও পাল্টা রাজনীতি চলছে দীর্ঘদিন ধরেই ৷
আরও পড়ুন : আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’
দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই টিকা কিনে রাজ্যের মানুষকে টিকা দেবে ৷ তাই সাধারণ মানুষ টিকা নেওয়ার পর যাতে জানতে পারেন, তাঁরা যে টিকা নিলেন তা রাজ্য সরকারের টাকায় কেনা, কেন্দ্রীয় সরকারের দেওয়া নয়, তা নিশ্চিত করতেই টিকাকরণের শংসাপত্রে মোদির বদলে মমতার ছবি দেওয়া হবে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এর ফলে টিকাকরণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও বাড়বে ৷