ETV Bharat / city

জনগণকে রক্ষায় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য, করোনা পরিস্থিতিতে টুইট মমতার - টুইট

রাজ্য়ে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বুধবার দুটি টুইট করেন তিনি ৷ সেখানেই জানান, রাজ্যবাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার ৷

chief minister mamata banerjee tweet about covid situation of the state
করোনা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার, টুইট বার্তা মমতার
author img

By

Published : Apr 19, 2021, 12:37 PM IST

Updated : Apr 19, 2021, 1:30 PM IST

কলকাতা, 19 এপ্রিল : করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে দুটি টুইট করেন তিনি ৷ তাতে মমতা জানান, রাজ্যবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে তাঁর সরকার ৷ এমনকী, এ নিয়ে তিনি যে প্রধানমন্ত্রীর কাছেও সহযোগিতা প্রার্থনা করেছেন, তাও জানিয়েছেন মমতা ৷ প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও প্রয়োজন মাফিক করোনার টিকা চেয়ে পাঠিয়েছেন তিনি ৷

এর পাশাপাশি, করোনার সঙ্গে মোকাবিলা করতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে জরুরি যাবতীয় ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আজ (19 এপ্রিল) দুপুর দু’টোয় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়-সহ অন্য উচ্চপদস্থ কর্তারা ৷ সেখানেই করোনা প্রতিরোধে রাজ্য সরকার কী কী ব্য়বস্থা নিচ্ছে, তা জানাবেন তাঁরা ৷

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা দেশে ক্রমশ অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির ৷ সোমবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় নতুন করে 2 লাখ 73 হাজার মানুষের শরীরে করোনার ভাইরাস মিলেছে ৷ প্রাণ গিয়েছে 1 হাজার 619 জন কোভিড আক্রান্তের ৷ পরিস্থিতি যে ভালো নয়, তা বিলক্ষণ বুঝেছেন মমতা ৷ ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন, আর কোনও বড় সভা, মিটিং, মিছিল করবেন না ৷ তাঁর এই ঘোষণার অনেক আগেই একই পদক্ষেপ করেছে বামেরা ৷ সভা, সমিতি, মিছিল, মিটিংয়ের বদলে টেলিভশন, রেডিয়োয় ভোটের প্রচার শুরু করেছে সিপিএম ৷ এবার বাকিদেরও সেই পন্থা অবলম্বন করা উচিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

কলকাতা, 19 এপ্রিল : করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে দুটি টুইট করেন তিনি ৷ তাতে মমতা জানান, রাজ্যবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে তাঁর সরকার ৷ এমনকী, এ নিয়ে তিনি যে প্রধানমন্ত্রীর কাছেও সহযোগিতা প্রার্থনা করেছেন, তাও জানিয়েছেন মমতা ৷ প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও প্রয়োজন মাফিক করোনার টিকা চেয়ে পাঠিয়েছেন তিনি ৷

এর পাশাপাশি, করোনার সঙ্গে মোকাবিলা করতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে জরুরি যাবতীয় ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আজ (19 এপ্রিল) দুপুর দু’টোয় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়-সহ অন্য উচ্চপদস্থ কর্তারা ৷ সেখানেই করোনা প্রতিরোধে রাজ্য সরকার কী কী ব্য়বস্থা নিচ্ছে, তা জানাবেন তাঁরা ৷

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা দেশে ক্রমশ অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির ৷ সোমবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় নতুন করে 2 লাখ 73 হাজার মানুষের শরীরে করোনার ভাইরাস মিলেছে ৷ প্রাণ গিয়েছে 1 হাজার 619 জন কোভিড আক্রান্তের ৷ পরিস্থিতি যে ভালো নয়, তা বিলক্ষণ বুঝেছেন মমতা ৷ ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন, আর কোনও বড় সভা, মিটিং, মিছিল করবেন না ৷ তাঁর এই ঘোষণার অনেক আগেই একই পদক্ষেপ করেছে বামেরা ৷ সভা, সমিতি, মিছিল, মিটিংয়ের বদলে টেলিভশন, রেডিয়োয় ভোটের প্রচার শুরু করেছে সিপিএম ৷ এবার বাকিদেরও সেই পন্থা অবলম্বন করা উচিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Apr 19, 2021, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.