কলকাতা, 2 আগস্ট : UAPA (Unlawful Activities Prevention Act) মামলায় অভিযুক্ত ছত্রধর মাহাতর জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষ হল আজ ৷ রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি মহম্মদ মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি । শুনানি শেষে রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ । তবে শীঘ্রই এই মামলার রায়দান হতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ ৷
26 সেপ্টেম্বর, 2009 লালগড়ে পুলিশের হাতে ধরা পড়েন ছত্রধর । তাঁর বিরুদ্ধে UAPA-র পাঁচটি ও ভারতীয় দণ্ডবিধির ছ’টি ধারায় মামলা দায়ের হয় । তার মধ্যে অস্ত্র আইনও ছিল । এরপর 11 মে, 2015 UAPA-মামলায় দোষী সাব্যস্ত হন ছত্রধর-সহ জনগণের কমিটির চার নেতা । দোষী সাব্যস্ত করেন মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক কাবেরী বসু । সকলেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারক । ছত্রধর মাহাত ছাড়াও সাজাপ্রাপ্তদের মধ্যে ছিলেন
সুখশান্তি বাস্কে, শম্ভু সরেন ও সাগেন মুর্মু ছাড়া আরও দু'জন । 2018 সালের জুলাই মাস থেকে ছত্রধর মাহাতর জামিন সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় বিচারপতি মহম্মদ মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে । ছত্রধর মাহাতর আইনজীবী শেখর বসু জামিনের আবেদন জানান । শেখর বসু শুনানিতে বলেন, "ছত্রধর মাহাতকে সন্দেহের বশে রাষ্ট্রদ্রোহীতায় দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত । কারণ, CID-র তদন্তকারীরা তেমন কোনও জোরালো তথ্য প্রমাণ দিতে পারেননি, যাতে প্রমাণিত হয় তিনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন । "
এদিকে 2009 সাল থেকে জেলে থাকলেও একাধিক বার প্যারোলে মুক্তি পেয়েছেন ছত্রধর । এখন দেখার হাইকোর্ট আদৌও ছত্রধরের জামিন মঞ্জুর করে কি না ?